কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
A
চতুষ্কোণ
B
মহুয়া
C
ক্ষণিকা
D
উৎসর্গ
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১, কলকাতা (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ)
-
পিতা: দেবেন্দ্রনাথ ঠাকুর
-
পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
-
পেশা: কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ-সংস্কারক
-
অর্জন:
-
১৯১৩ সালে নোবেল পুরস্কার (সাহিত্য)
-
১৯১৫ সালে ইংরেজদের ‘নাইট’ উপাধি পান; ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিরিয়ে দেন
-
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে
কাব্যগ্রন্থ
-
রবীন্দ্রনাথের: উৎসর্গ, ক্ষণিকা, মহুয়া
-
মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস: চতুষ্কোণ

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণকাহিনি নয় কোনটি?
Created: 2 weeks ago
A
জাভা যাত্রীর পত্র
B
পারস্য যাত্রী
C
রাশিয়ার চিঠি
D
ইউরোপের চিঠি
‘ইউরোপের চিঠি’ একটি ভ্রমণকাহিনি নয়, বরং এর রচয়িতা অন্নদাশঙ্কর রায়। এই গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪২ সালে।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভ্রমণ ও ভ্রমণকাহিনি:
রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রমণকথার বইতে সমৃদ্ধ। তাঁর ভ্রমণকাহিনির সংখ্যা আটটি, যা বিশ্বপরিভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে:
-
‘ইউরোপ প্রবাসীর পত্র’
-
‘ইউরোপ যাত্রীর ডায়েরী’
-
‘পথের সঞ্চয়’
-
‘জাপান যাত্রী’
-
‘পশ্চিম যাত্রীর ডায়েরী’
-
‘জাভা যাত্রীর পত্র’
-
‘রাশিয়ার চিঠি’
-
‘পারস্য যাত্রী’

0
Updated: 2 weeks ago
'চিনিপাতা' — কোন সমাসের উদাহরণ?
Created: 3 weeks ago
A
দ্বন্দ্ব
B
তৎপুরুষ
C
বহুব্রীহি
D
কর্মধারয়
তৎপুরুষ সমাস বাংলা ভাষায় একটি গুরুত্বপূর্ণ সমাসের ধরন, যা সমস্যমান পদ ও সন্নিহিত অনুসর্গের সংযোগের মাধ্যমে গঠিত হয়। এই সমাসে সাধারণত পরপদের অর্থ প্রাধান্য পায়।
-
বিভক্তি লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
-
দুঃখকে প্রাপ্ত → দুঃখপ্রাপ্ত
-
ছেলেকে ভুলানো → ছেলে-ভুলানো
-
-
সন্নিহিত অনুসর্গ লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
-
মধু দিয়ে মাখা → মধুমাখা
-
চিনি দিয়ে পাতা → চিনিপাতা
-
-
বিভক্তি লােপ না পাওয়া তৎপুরুষ সমাস (অলুক তৎপুরুষ) উদাহরণ:
-
গরুর গাড়ি → গরুরগাড়ি
-
তেলে ভাজা → তেলেভাজা
-

0
Updated: 2 weeks ago
‘ছাপান্ন হাজার বর্গমাইল’ উপন্যাসটি কোন ঘটনার প্রেক্ষাপটে রচিত?
Created: 1 month ago
A
গণঅভ্যুত্থান
B
২য় বিশ্বযুদ্ধ
C
ভাষা আন্দোলন
D
সামরিক আইন জারী

0
Updated: 1 month ago