A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রামরাম বসু
C
উইলিয়াম কেরি
D
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তরের বিবরণ
কথোপকথন
-
রচয়িতা: উইলিয়াম কেরি
-
ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় বাংলা মুদ্রিত গ্রন্থ
-
বিষয়বস্তু: একাধিক মানুষের মুখের সাধারণ কথোপকথন বা ডায়লগ
উইলিয়াম কেরি
-
ইংরেজ মিশনারি
-
বাংলা গদ্যের বিকাশে বিশেষ অবদান
-
প্রধান রচনা: ‘ইতিহাসমালা’ (বাংলা ভাষার প্রথম গল্পসংগ্রহ) ও ‘কথোপকথন’
-
১৮১০ সালে দরিদ্র কৃষকদের জন্য কলকাতায় বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা

0
Updated: 1 week ago
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
মতিচূর
B
অবরোধবাসিনী
C
পদ্মরাগ
D
সবগুলোই
পদ্মরাগ উপন্যাস ও রোকেয়া সাখাওয়াত হোসেন
পদ্মরাগ (উপন্যাস)
-
রচনা করেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন।
-
মুসলিম সমাজের অন্তঃস্থিত সমস্যাগুলো ফুটিয়ে তুলেছে; এমন প্রকাশ সম্ভব হিন্দু লেখকের পক্ষ থেকে সম্ভব ছিল না।
-
উৎসর্গ করা হয়েছে রোকেয়ার জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিম।
নারী ও শিশু বিষয়ক প্রবন্ধ
-
রচয়িতা: রোকেয়া সাখাওয়াত হোসেন
-
গ্রন্থ: মতিচূর, অবরোধবাসিনী
রোকেয়া সাখাওয়াত হোসেন (জীবনী সংক্ষিপ্ত)
-
জন্ম: ৯ ডিসেম্বর ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
-
নারীর অধিকার ও শিক্ষার পথিকৃৎ; বাংলাদেশের নারী আন্দোলনের চিরঅম্লান অবদান।
-
১৯১৬ সালে প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম (মুসলিম মহিলা সমিতি)।
-
অনুবাদ গ্রন্থ: ‘Sultana’s Dream’ → সুলতানার স্বপ্ন।
-
প্রতীকী রচনা; Lady Land/নারীস্থান রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'প্রভাবতী সম্ভাষণ' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 week ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
বিহারীলাল চক্রবর্তী
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
রাজা রামমোহন রায়
‘প্রভাবতী সম্ভাষণ’
-
রচয়িতা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
ধরণ: শোকগাঁথা; বাংলা ভাষার প্রথম মৌলিক রচনা।
-
রচনার উদ্দেশ্য: বন্ধুর বালিকা কন্যা প্রভাবতী এর অকাল মৃত্যুর শোকে রচনা।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
পরিচিতি: সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮২০, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে।
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)
-
অন্যান্য উল্লেখযোগ্য রচনা: ব্রজবিলাস ও রত্নপরীক্ষা।

0
Updated: 1 week ago
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
Created: 5 days ago
A
প্রবোধচন্দ্রিকা
B
রাজাবলী
C
বেদান্তচন্দ্রিকা
D
বত্রিশ সিংহাসন
বত্রিশ সিংহাসন
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ।
এটি একটি কাহিনি সংকলন (অনুবাদিত), প্রকাশকাল ১৮০২।
বাংলা গদ্যের আদিপর্বে এর বিশেষ স্থান রয়েছে।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
তিনি সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ ও লেখক।
উইলিয়াম কেরির সুপারিশে ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পণ্ডিত হন।
তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পণ্ডিত হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সর্বাধিক গ্রন্থের রচয়িতা ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
বত্রিশ সিংহাসন
রাজাবলী
হিতোপদেশ
বেদান্তচন্দ্রিকা
প্রবোধচন্দ্রিকা ইত্যাদি।

0
Updated: 5 days ago