A
নয়টি
B
আঁটটি
C
এগারোটি
D
দশটি
উত্তরের বিবরণ
ভুসুকুপা
-
চর্যাগীতি রচনার ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকারী
-
চর্যাপদে তাঁর ৮টি পদ সংরক্ষিত
-
প্রকৃত নাম: শান্তিদেব
-
ভুসুকুপা নামটি সম্ভবত ছন্দের নাম
-
সময়কাল: সপ্তম শতকের দ্বিতীয়ার্ধ; শেষ সীমা প্রায় ৮০০ খ্রিস্টাব্দ
-
ধর্মপালের রাজত্বকাল (৭৭০-৮০৬) এ সময় তিনি জীবিত ছিলেন

0
Updated: 1 week ago
দেশের প্রথম 'জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করা হয়েছে কোথায়?
Created: 2 weeks ago
A
ঢাকায়
B
কুমিল্লায়
C
নারায়ণগঞ্জে
D
সিরাজগঞ্জে
জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ – নারায়ণগঞ্জ
-
নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে।
-
শহীদদের স্মরণে সরকারি উদ্যোগে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহায়তায় নির্মিত হয়েছে এই স্মৃতিস্তম্ভ।
-
স্মৃতিস্তম্ভটি ১৩ জুলাই, ২০২৫ জেলা সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা।
-
স্মৃতিস্তম্ভের ফলকে ২১ জন শহিদের নাম উল্লেখ করা হয়েছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে মোট ৫৬ জন শহিদ হন।
-
নিহতদের মধ্যে ২১ জন স্থানীয় বাসিন্দা।

0
Updated: 2 weeks ago
আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো’ — এটি কোন প্রসঙ্গে বলা হয়েছে?
Created: 1 week ago
A
প্রেমের প্রসঙ্গ
B
রাজনৈতিক নির্বাচন নিয়ে
C
উৎসব উদ্যাপন নিয়ে
D
ভাষা দিবসে পুলিশের দমন-পীড়নের প্রতিক্রিয়ায়
‘আরেক ফাল্গুন’
-
রচয়িতা: জহির রায়হান
-
প্রকাশকাল: ১৯৫৫
-
বিষয়: ভাষা আন্দোলন; ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতা
-
উল্লেখযোগ্য চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা
-
উপন্যাসের বৈশিষ্ট্য: বাঙালির জাতীয় ঐতিহাসিক ঘটনা রূপায়িত
জহির রায়হান
-
জন্ম: ১৯৩৫, ফেনি জেলা
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ
-
পেশা: কথাশিল্পী, চলচ্চিত্র পরিচালক
-
প্রথম পরিচালিত চলচ্চিত্র: ‘কখনো আসে নি’
-
সৃষ্ট সিনেমাস্কোপ ছবি: ‘বাহানা’
-
প্রাপ্তি: 'কাঁচের দেয়াল' শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার লাভ
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
হাজার বছর ধরে
-
আরেক ফাল্গুন
-
বরফ গলা নদী
-
আর কতদিন
-
শেষ বিকেলের মেয়ে
-
তৃষ্ণা
-
কয়েকটি মৃত্যু

0
Updated: 1 week ago
'নীলদর্পণ' নাটক প্রথম মঞ্চস্থ হয় -
Created: 1 week ago
A
চট্টগ্রামে
B
কলকাতায়
C
ঢাকায়
D
রংপুরে
‘নীলদর্পণ’ (নাটক)
রচয়িতা: দীনবন্ধু মিত্র।
প্রথম ও শ্রেষ্ঠ নাটক; বাংলা সাহিত্যের একটি বিখ্যাত নাটক।
প্রকাশকাল: ১৮৬০, ঢাকা থেকে (প্রথম প্রকাশিত নাটক এবং প্রথম মঞ্চস্থ নাটক ঢাকাতেই)।
বিষয়বস্তু: নীলকরদের অত্যাচার।
ইংরেজি অনুবাদ:
অনুবাদক: মাইকেল মধুসূদন দত্ত।
ছদ্মনাম: A Native।
নাম: Nil Darpan or The Indigo Planting Mirror (১৮৬১)।
প্রতিক্রিয়া:
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাটকটি দেখে মঞ্চে জুতো ছুড়ে মেরেছিলেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাটকটিকে Uncle Tom’s Cabin এর সাথে তুলনা করেন।
দীনবন্ধু মিত্র
জন্ম: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে, এক দরিদ্র পরিবারে।
পিতৃদত্ত নাম: গন্ধর্বনারায়ণ।
মৃত্যু: ১ নভেম্বর ১৮৭৩, অকাল মৃত্যু।
শ্রেষ্ঠ রচনা: নীলদর্পণ।
দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক
নীলদর্পণ
নবীন তপস্বিনী
কমলে কামিনী

0
Updated: 1 week ago