A
রিক্তের বেদন
B
ঝিলিমিলি
C
ব্যথার দান
D
শিউলিমালা
উত্তরের বিবরণ
শিউলিমালা
-
প্রকাশ: ১৩৩৮ বঙ্গাব্দ, কার্তিক (১৯৩১)
-
গল্পগুলো:
-
পদ্ম-গোখরো
-
জিনের বাদশা
-
অগ্নি-গিরি
-
শিউলিমালা
-
অন্যান্য গল্পগ্রন্থ
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
উল্লেখ্য
-
ঝিলিমিলি: নজরুল রচিত তিনটি ছোট নাটকের সংকলন

0
Updated: 1 week ago
আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ কোন ছন্দের অন্তর্গত?
Created: 1 week ago
A
মাত্রাবৃত্ত
B
স্বরবৃত্ত
C
ছন্দহীন
D
অক্ষরবৃত্ত
চর্যাপদ
-
ভাষা: চর্যাপদের ভাষাকে বলা হয় ‘সন্ধ্যা’ বা ‘সান্ধ্য ভাষা’, যা কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট। একে ‘আলো-আঁধারি’ ভাষাও বলা হয়।
-
হরপ্রসাদ শাস্ত্রী মন্তব্য:
"আলো আঁধারি ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না। যাঁহারা সাধন-ভজন করেন, তাঁহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই।"
-
ছন্দ: চর্যাপদের পদগুলো প্রাচীন ছন্দে রচিত কি না তা বলা সম্ভব নয়; আধুনিক ছন্দ অনুযায়ী এগুলো মাত্রাবৃত্ত ছন্দে বিবেচিত হয়।

0
Updated: 1 week ago
'কুরুক্ষেত্র' নবীনচন্দ্র সেন রচিত কোন প্রকার সাহিত্য?
Created: 6 days ago
A
কাব্যগ্রন্থ
B
উপন্যাস
C
নাটক
D
প্রবন্ধ
নবীনচন্দ্র সেন
-
জন্ম: ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি, নোয়াপাড়া, চট্টগ্রাম
-
শিক্ষা:
-
চট্টগ্রাম স্কুল থেকে এন্ট্রান্স (১৮৬৩)
-
কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ (১৮৬৫)
-
জেনারেল অ্যাসেম্বি ইনস্টিটিউশন থেকে বিএ (১৮৬৮)
-
-
মৃত্যু: ১৯০৯ সালের ২৩ জানুয়ারি
নবীনচন্দ্র সেনের কাব্যগ্রন্থ
-
অবকাশরঞ্জিনী
-
পলাশীর যুদ্ধ
-
রৈবতক
-
কুরুক্ষেত্র
-
প্রভাস
-
অমৃতাভ

0
Updated: 6 days ago
হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন কত সালে?
Created: 1 week ago
A
২০১২ সালে
B
২০১১ সালে
C
২০১০ সালে
D
২০১৩ সালে
হুমায়ূন আহমেদ
-
পেশা: কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
-
জন্ম: ১৯৪৮, নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে।
-
পৈত্রিক বাড়ি: কুতুবপুর গ্রাম, কেন্দুয়া উপজেলা, নেত্রকোনা জেলা।
-
পিতা-মাতা: ফয়জুর রহমান আহমেদ (পিতা), আয়েশা আখতার খাতুন (মা, বর্তমানে আয়েশা ফয়েজ)।
-
মৃত্যু: ২০১২ সালে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসসমূহ
-
জোছনা ও জননীর গল্প
-
আগুনের পরশমণি
-
শ্যামল ছায়া
-
সৌরভ
-
অনীল বাগচীর একদিন

0
Updated: 1 week ago