'হেক্টরবধ' কোন গ্রন্থ অবলম্বনে রচিত?
A
দান্তের ডিভাইন কমেডি
B
ভার্জিনের ইনিদ
C
হোমারের ওডিসি
D
হোমারের ইলিয়াড
উত্তরের বিবরণ
হেক্টরবধ
-
হোমারের ‘ইলিয়াড’ মহাকাব্যের প্রথম কয়েকটি সর্গের গদ্যে রচিত বঙ্গানুবাদ।
-
মধুসূদন রচনা শুরু: ১৮৬৭
-
প্রকাশিত: ১৮৭১ সালের ১লা সেপ্টেম্বর (অসমাপ্ত)
-
বাংলা অনুবাদ হিসেবে হোমারের প্রথম প্রচেষ্টা।
-
উৎসর্গ: ভূদেব মুখোপাধ্যায়
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রাম

0
Updated: 1 month ago
‘টালত মোর ঘর নাহি পড়বেষী।
হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।।’-পদটির রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
ভুসুকুপা
B
ঢেণ্ডণপা
C
সরহপা
D
কঙ্কণপা
চর্যাপদ – ঢেণ্ডণপা
পদ:
‘টালত মোর ঘর নাহি পড়ambresী।
হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।’
-
চর্যাপদ ৩৩ নং পদ।
-
রচয়িতা: ঢেণ্ডণপা
অর্থ:
লোকশূন্য স্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি। হাঁড়িতে ভাত নেই, অথচ প্রেমিক এসে ভিড় করে।
এ পদে বাঙালি জীবনের চিরায়ত দারিদ্র্যের চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে।
ঢেণ্ডণপা সম্পর্কে:
-
নবম শতকের কবি।
-
পেশায় তাঁতি ছিলেন।
-
চর্যাপদে তাঁর রচিত পদসংখ্যা: ১টি (৩৩ নং পদ)।
চর্যাপদে উল্লেখিত প্রবাদবাক্য ৬টি:
১. আপণা মাংসে হরিণা বৈরী (ভুসুকুপা, ৬ নং পদ)
২. দুহিল দুধু কি বেন্টে সামায় (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)
৩. হাতের কাঙ্কণ মা লোউ দাপন (সরহপা, ৩২ নং পদ)
৪. হাড়ীত ভাত নাহি নিতি আবেশী (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)
৫. বর সুন গোহালী কি মো দুঠ্য বলংদেঁ (সরহপা, ৩৯ নং পদ)
৬. আন চাহন্তে আন বিনধা (কঙ্কণপা, ৪৪ নং পদ)

0
Updated: 2 weeks ago
শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
যাত্রা
B
কালো ঘোড়া
C
রাইফেল রোটি আওরাত
D
নেকড়ে অরণ্য
‘নেকড়ে অরণ্য’
- শওকত ওসমানের রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
• শওকত ওসমান মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস :
- জাহান্নম হইতে বিদায়,
- দুই সৈনিক;
- নেকড়ে অরণ্য;
- জলাংগী;
অন্যদিকে.
- ইমদাদুল হক মিলন রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস: কালো ঘোড়া।
- শওকত আলী রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস: ’যাত্রা’।
- আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস: রাইফেল রোটি আওরাত।

0
Updated: 1 month ago
বাংলা সনেটের আদি গ্রন্থ কোনটি ?
Created: 1 month ago
A
বীরাঙ্গনা কাব্য
B
মেঘনাদবধ কাব্য
C
তিলোত্তমাসম্ভব কাব্য
D
চতুর্দশপদী কবিতাবলী
‘চতুর্দশপদী কবিতাবলি’
-
মাইকেল মধুসূদন দত্ত রচিত ১০২টি সনেটের সংকলন।
-
মধুসূদনের আগে বাংলা সনেট বা সনেটগ্রন্থ রচিত হয়নি; সে বিচারে এটি বাংলা সনেটের আদি গ্রন্থ।
-
প্রকাশকাল: ১লা অগস্ট ১৮৬৬ (গ্রন্থাকারে)।
-
কবিতাগুলি প্রবাসে রচিত।
-
সনেটগুলির কয়েকটি পেত্রার্কের আদর্শে এবং অধিকাংশ শেক্সপিয়রীয় আদর্শে রচিত।
মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলি
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
৩) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago