কোন লেখকের ছদ্মনাম 'যুবনাশ্ব'?
A
নারায়ণ গঙ্গোপাধ্যায়
B
মণিশঙ্কর মুখোপাধ্যায়
C
নীহাররঞ্জন গুপ্ত
D
মণীশ ঘটক
উত্তরের বিবরণ
ছদ্মনামসমূহ
আসল নাম | ছদ্মনাম |
---|---|
মণীশ ঘটক | যুবনাশ্ব |
নীহাররঞ্জন গুপ্ত | দাদাভাই, বাণভট্ট |
মণিশঙ্কর মুখোপাধ্যায় | শংকর |
নারায়ণ গঙ্গোপাধ্যায় | সুনন্দ |

0
Updated: 1 month ago
জসীম উদ্দীনের শ্রেষ্ঠ কাহিনিকাব্য কোনটি?
Created: 3 weeks ago
A
কবর
B
রাখালী
C
সোজন বাদিয়ার ঘাট
D
নক্সী কাঁথার মাঠ
নক্সী কাঁথার মাঠ জসীম উদদীনের বিখ্যাত কাহিনিকাব্য, যা আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে বিশেষ স্বাতন্ত্র্য বহন করে। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয় এবং ১৯৩৯ সালে E.M. Milford ইংরেজিতে The Field of the Embroidered Quilt শিরোনামে অনুবাদ করেন।
-
কাব্যের প্রথম অংশে চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয়, তাদের অনুরাগের বিকাশ, বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবন বর্ণিত।
-
দ্বিতীয় অংশে তাদের বিচ্ছেদকে কেন্দ্র করে গল্প এগিয়ে আসে।
-
কাব্যটি পূর্ববঙ্গ গীতিকায় ব্যবহৃত বর্ণনাভঙ্গি ও ভাষারীতি অনুসরণ করে লেখা।
-
গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা কাব্যের মূল উপকরণ।
জসীম উদ্দীন
-
জন্ম: ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে।
-
কলেজ জীবনে ‘কবর’ কবিতা রচনা করে বিপুল খ্যাতি অর্জন।
-
কবর কবিতাটি প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়।
-
১৯৩৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার পদে যোগদান করেন।
-
উপাধি: পল্লিকবি
-
প্রথম কাব্যগ্রন্থ: রাখালী
রচিত কাব্যগ্রন্থ
-
রাখালী
-
নক্সী কাঁথার মাঠ
-
সুচয়নী
-
সোজন বাদিয়ার ঘাট
-
এক পয়সার বাঁশি
-
বালুচর
-
ধানক্ষেত
-
রূপবতী
-
মা যে জননী কান্দে
-
মাটির কান্না

0
Updated: 2 weeks ago
ঊনসত্তরের গণঅভ্যুত্থান কোন উপন্যাসের মূল উপজীব্য?
Created: 1 month ago
A
নূরলদীনের সারাজীবন
B
অলাতচক্র
C
আরেক ফাল্গুন
D
চিলেকোঠার সেপাই
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি ঊনসত্তরের গণঅভ্যুত্থান প্রেক্ষাপটে লেখা একটি মহাকাব্যোচিত কাহিনী, যা বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচনা করেছেন। এই উপন্যাসে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রারম্ভিক পরিস্থিতি এবং ইতিবাচক রাজনৈতিক আন্দোলনের চিত্র ফুটে উঠেছে।
-
উপন্যাসের প্রধান চরিত্র ওসমান, যিনি কোনো বাড়ির চিলেকোঠায় থাকলেও স্বাধীনতার জন্য গঠিত বৃহত্তর আন্দোলনের সঙ্গে যুক্ত হন।
-
অন্যান্য চরিত্র: আনোয়ার, আলাউদ্দিন, আলতাফ, হাড্ডি খিজির, রানু।
আখতারুজ্জামান ইলিয়াস:
-
জন্ম: ১৯৪৩, গাইবান্ধা জেলা।
-
রচিত মহাকাব্যোচিত উপন্যাস: চিলেকোঠার সেপাই, খোয়াবনামা।
-
রচিত ছোটগল্প: অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম।
অন্য উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
‘অলাতচক্র’: আহমদ ছফা রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, ১৯৮৫ সালে ‘নিপুণ’ পত্রিকায় প্রথম প্রকাশিত। এতে মুক্তিযুদ্ধ এবং বাইরের দেশগুলোর অংশগ্রহণের সমালোচনার দিক উঠে এসেছে। চরিত্রসমূহ: তায়েবা, জাহিদুল, দানিয়েল।
-
‘নূরলদীনের সারাজীবন’: সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য, ১৭৮৩ সালের রংপুরের কৃষক বিদ্রোহ ও সামন্তবাদের বিরুদ্ধে নূরলদীনের সংগ্রাম অবলম্বন করে লেখা।
-
‘আরেক ফাল্গুন’: জহির রায়হানের উপন্যাস, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পালনকে কেন্দ্র করে রচিত, ১৯৬৮ সালে প্রকাশিত। মূল বিষয়: আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, প্রেম ও প্রণয়। উল্লেখযোগ্য সংলাপ: “আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।”

0
Updated: 1 month ago
Created: 3 weeks ago
A
রামরাম বসু
B
উইলিয়াম কেরি
C
তারিণীচরণ মিত্র
D
গোলোকনাথ শর্মা
কথোপকথন বাংলা গদ্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা বিদেশিদের বাংলা ভাষা শেখার উদ্দেশ্যে রচিত হলেও এর মধ্য দিয়ে সে সময়কার সমাজজীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এটি বাংলা ভাষার প্রারম্ভিক গদ্যচর্চার অন্যতম নিদর্শন।
-
উইলিয়াম কেরি ১৮০১ সালে ‘কথোপকথন’ গ্রন্থটি প্রকাশ করেন। এটি শ্রীরামপুর মিশন প্রেস থেকে বের হয়।
-
গ্রন্থটি রচিত হয়েছিল বিদেশিদের ব্যবহার ও শিক্ষার উপযোগী করার জন্য।
-
এতে তৎকালীন কলকাতা-শ্রীরামপুর অঞ্চলের স্ত্রী-পুরুষের দৈনন্দিন জীবনযাত্রা, সামাজিক রীতি-নীতি, ধর্ম ও আচার-আচরণের বিবরণ পাওয়া যায়।
-
কেরি সহজ ও বাস্তব ভঙ্গিতে বক্তব্য উপস্থাপন করেছেন। কোথাও অবিমিশ্র সাধুভাষা আবার কোথাও কথ্যভাষা ব্যবহারের দৃষ্টান্ত পাওয়া যায়।
-
এটি বাংলা ভাষার কথ্যরীতির প্রথম নিদর্শন হিসেবে স্বীকৃত। একইসঙ্গে সে যুগের সামাজিক ও ব্যবহারিক রীতি-নীতির মূল্যবান তথ্যসূত্র হিসেবেও গুরুত্বপূর্ণ।
-
গ্রন্থটি ছিল দ্বিভাষিক—এক পৃষ্ঠায় বাংলা, অপর পৃষ্ঠায় ইংরেজি।

0
Updated: 3 weeks ago