What is the antonym of 'Queer'?
A
Integrated
B
Orderly
C
Abnormal
D
Odd
উত্তরের বিবরণ
• Queer (Adjective)
English Meaning: strange; odd.
Bangla Meaning: অদ্ভুত; অস্বাভাবিক।
Synonyms (সমার্থক শব্দ): odd, strange, unusual, funny, peculiar, curious, bizarre.
Antonyms (বিপরীতার্থক শব্দ): normal, ordinary, typical, usual, average, standard.
• প্রদত্ত অপশনসমূহের বিশ্লেষণ:
ক) Integrated (verb transitive):
অর্থ — বিভিন্ন অংশকে একত্রিত করে সমগ্রতাসাধন করা; যেটি অসম্পূর্ণ তাকে পূর্ণতা প্রদান করা; সংহত করা।
খ) Orderly (adjective):
অর্থ — সুবিন্যস্ত; ছিমছাম; সাজানো-গোছানো।
গ) Abnormal (adjective):
অর্থ — অস্বাভাবিক; স্বাভাবিক নিয়ম বা আচরণ থেকে বিচ্যুত।
ঘ) Odd (adjective):
অর্থ — অদ্ভুত; অস্বাভাবিক; সাধারণ নিয়ম থেকে ব্যতিক্রম।
• বিশ্লেষণ অনুযায়ী, “Queer” শব্দটি যার অর্থ অদ্ভুত বা অস্বাভাবিক — তার বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দ হলো “Orderly”, যার অর্থ ছিমছাম বা সুবিন্যস্ত।
অতএব, নির্ধারিত অপশনগুলোর মধ্যে “Orderly” শব্দটি “Queer”-এর উপযুক্ত বিপরীতার্থক শব্দ।
Source: Merriam-Webster Dictionary এবং বাংলা একাডেমি প্রণীত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 3 months ago
The antonym for 'Recalcitrant'-
Created: 2 months ago
A
Compliant
B
Passive
C
Indifferent
D
Careful
Recalcitrant অর্থ— এমন একজন ব্যক্তি যিনি আদেশ মানতে বা কর্তব্য পালন করতে ইচ্ছুক হন না, অথবা এমন কোনো প্রাণী যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাংলা ভাষায় এর অর্থ হলো— অবাধ্য, অবনমিত, শৃঙ্খলা ভঙ্গকারী।
দেওয়া অপশনগুলো হলো:
ক) Compliant — অন্যের ইচ্ছা মেনে চলা, নম্র ও ভদ্র।
খ) Passive — নিষ্ক্রিয়, বাধ্য না হওয়া।
গ) Indifferent — উদাসীন, অনীহ, আগ্রহহীন।
ঘ) Careful — সতর্ক, মনোযোগী, সাবধান।
এই অপশনগুলোর মধ্যে ‘Recalcitrant’ শব্দের সঠিক বিপরীত অর্থ হলো Compliant, অর্থাৎ যে ব্যক্তি আদেশ বা নিয়ম মেনে চলে এবং নমনীয়।
সূত্র: Accessible Dictionary

0
Updated: 2 months ago
Choose the correct antonym for 'Oblige'-
Created: 4 weeks ago
A
Bind
B
Require
C
Bother
D
Censure
Oblige
- (verb transitive) নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা:
- (বিশেষত passive) কোনোকিছু করতে বাধ্য হওয়া:
- অনুগ্রহ করা।
- কাউকে খুশি করা বা সাহায্য করা, বিশেষ করে এমন কিছু করে যা তারা আপনাকে করতে বলেছে।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Bind
- বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা: ছিন্ন বস্তুর প্রান্তভাগ জুড়ে দেওয়া: কোনো কিছু পেঁচিয়ে বাঁধা।
খ) Require (verb transitive)
- দরকার পড়া/হওয়া; চাওয়া (প্রায়ই passive) (আনুষ্ঠানিক) নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া।
গ) Bother (verb transitive), (verb intransitive)
- বিরক্ত করা; বিব্রত করা; জ্বালাতন করা: (ভদ্রতাপূর্ণ বাক্যে) অসুবিধা ঘটানো।
ঘ) Censure (verb transitive) (noun) [uncountable noun] ; [countable noun]
- কাউকে (কোনো কিছুর জন্য) সমালোচনা করা: তিরস্কার; আপত্তি সমালোচনা বা আপত্তিজ্ঞাপক কথা।
- Oblige- accommodate, favor.
- Bother-annoyance, worry.
- শব্দটির বাংলায় বিভিন্ন রকম অর্থ হতে পারে, যেমন বাধ্য করা, অনুগ্রহ করা ইত্যাদি।
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র Botherশব্দটির সাথেই এর কোন অর্থগত মিল নেই।
- সুতরাং সঠিক উত্তর: Bother
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago
Which of the following is not an antonym of "Harbinger"?
Created: 3 weeks ago
A
End
B
Forerunner
C
Finish
D
Illuminate
Correct Answer: Forerunner
Harbinger (noun)
English Meaning:
A sign that indicates something is going to happen soon, often something unpleasant.
Bangla Meaning:
অগ্রদূত।
Synonyms: Omen (লক্ষণ), Sign (আলামত/চিহ্ন), Precursor (পূর্বাভাস), Signal (প্রতীক), Forerunner (অগ্রদূত)।
Antonyms: Postdate (পরবর্তী সময়), Result (ফলাফল), Illuminate (আলোকিত করা/সন্দেহের অবসান), End (শেষ), Finish (সমাপ্তি)।
Other Forms:
-
Harbinger (verb): Foreshadow or presage (আগাম ইঙ্গিত দেওয়া)।
Example Sentences:
-
The cuckoo is a harbinger of spring.
Bangla Meaning: কোকিল বসন্তের অগ্রদূত। -
It was not a harbinger; it was a clear symptom of the move from a bipolar to a unipolar world.
Bangla Meaning: এটি অগ্রদূত ছিল না; বরং দ্বি-মেরু থেকে এক-মেরু বিশ্বে পরিবর্তনের স্পষ্ট লক্ষণ ছিল।
Source: Live MCQ lecture

0
Updated: 3 weeks ago