A
গোলাম মোস্তফা
B
নবীনচন্দ্র সেন
C
হাসন রাজা
D
গােবিন্দচন্দ্র দাস
উত্তরের বিবরণ
গোবিন্দচন্দ্র দাস
-
জন্ম: ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি, ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুর
-
পরিচয়: বাংলা সাহিত্যের ‘স্বভাব কবি’
-
সাহিত্যিক অবদান: রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করে খ্যাতি অর্জন
-
ব্যক্তিগত জীবন:
-
প্রথম পত্নী: সারদাসুন্দরী (মৃত্যুর সাত বছর পর দ্বিতীয় বিয়ে)
-
কবিতার মাধ্যমে প্রথম পত্নীকে অমর করেছেন
-
-
উল্লেখযোগ্য: বাংলা সাহিত্যে তার কবিতার স্বতন্ত্র স্বভাব ও সরলতা
অন্যান্য ছদ্মনাম
-
গোলাম মোস্তফা: সিতারা-ই-ইমতিয়াজ, কাব্য সুধাকর
-
অহিদুর রেজা: হাসান রাজা

0
Updated: 1 week ago
নিচের কোনটি রোম্যান্টিক প্রণয়োপাখ্যানধর্মী অনুবাদ সাহিত্য নয়?
Created: 1 week ago
A
ইউসুফ-জোলেখা
B
মধুমালতী
C
লায়লী-মজনু
D
রামায়ণ
‘রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' ধারার সাহিত্য:
- অনুবাদ সাহিত্য মধ্যযুগের একটি সাহিত্য ধারা। মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের নাম 'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান'।
- 'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' মূলত মুসলিম চরিত্রনির্ভর ও প্রণয় সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে লিখিত সাহিত্যকর্ম।
- এই ধারার কয়েকজন কবি হচ্ছেন- শাহ মুহম্মদ সগীর, সৈয়দ সুলতান, দৌতল কাজী, আবদুল হাকিম, আলাওল, কোরেশী মাগন ঠাকুর প্রমুখ।
'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' অনুবাদ সাহিত্যসমূহ হলো:
- ইউসুফ-জোলেখা,
- লায়লী মজনু,
- মধুমালতী,
- গুলে বকাওলী,
- সতীময়না ও লোরচন্দ্রানী,
- চন্দ্রাবতী,
- পদ্মাবতী ইত্যাদি।
অন্যদিকে,
রামায়ণ:
- রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন - কৃত্তিবাস ওঝা।
- রামায়ণ সংস্কৃত ভাষার কাব্য। সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন বাল্মীকি
- গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশে কৃত্তিবাস বাংলায় ''রামায়ণ'' অনুবাদ করেন।

0
Updated: 1 week ago
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার কোন দেশ? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
ভারত
B
জাপান
C
চীন
D
যুক্তরাষ্ট্র
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার – যুক্তরাষ্ট্র
-
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার হলো যুক্তরাষ্ট্র।
-
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৮৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।
-
মোট রপ্তানির ১৭% এই বাজারের জন্য।
-
যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশের পণ্যের ৮৭% হলো তৈরি পোশাক।
-
তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় স্থানে রয়েছে।
-
একই সময়ে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২৫০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে।

0
Updated: 2 weeks ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত রচনা সংকলন কোনটি?
Created: 1 week ago
A
চয়নিকা
B
গল্পগুচ্ছ
C
সঞ্চিতা
D
সঞ্চয়িতা
‘চয়নিকা’ (রবীন্দ্রনাথ ঠাকুর)
-
প্রথম রচনা সংকলন; প্রকাশকাল: ১৯০৯ খ্রিষ্টাব্দ।
-
প্রকাশক ও মুদ্রক: এলাহাবাদের ইন্ডিয়ান প্রেস থেকে পাঁচকড়ি মিত্র কর্তৃক মুদ্রিত এবং শ্রীচারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রকাশিত।
-
প্রথম সংস্করণে কবিতার সংখ্যা: ১৩০ টি।
-
জনপ্রিয়তা নির্ধারণের জন্য:
-
১৯২৪ সালে বিশ্বভারতী গ্রন্থালয় থেকে ২০০টি কবিতা বেছে নেওয়ার প্রতিযোগিতা আয়োজন করা হয়।
-
৩২০ জন পাঠক এতে অংশ নেন; তাঁদের ভোট অনুযায়ী কবিতাগুলির জনপ্রিয়তা নির্ধারণ করা হয়।
-
-
১৯২৫ সালের সংস্করণটি এই লোকপ্রিয়তা অনুযায়ী সংকলিত হয়।

0
Updated: 1 week ago