বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি' হিসেবে পরিচিত?
A
গোলাম মোস্তফা
B
নবীনচন্দ্র সেন
C
হাসন রাজা
D
গােবিন্দচন্দ্র দাস
উত্তরের বিবরণ
গোবিন্দচন্দ্র দাস
-
জন্ম: ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি, ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুর
-
পরিচয়: বাংলা সাহিত্যের ‘স্বভাব কবি’
-
সাহিত্যিক অবদান: রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করে খ্যাতি অর্জন
-
ব্যক্তিগত জীবন:
-
প্রথম পত্নী: সারদাসুন্দরী (মৃত্যুর সাত বছর পর দ্বিতীয় বিয়ে)
-
কবিতার মাধ্যমে প্রথম পত্নীকে অমর করেছেন
-
-
উল্লেখযোগ্য: বাংলা সাহিত্যে তার কবিতার স্বতন্ত্র স্বভাব ও সরলতা
অন্যান্য ছদ্মনাম
-
গোলাম মোস্তফা: সিতারা-ই-ইমতিয়াজ, কাব্য সুধাকর
-
অহিদুর রেজা: হাসান রাজা

0
Updated: 1 month ago
বিহারীলাল চক্রবর্তী রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
বঙ্গসুন্দরী
B
সাধের আসন
C
বন্ধু বিয়োগ
D
সারদামঙ্গল
'সারদামঙ্গল' কাব্যগ্রন্থ:
- বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সারদামঙ্গল' ১৮৭৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত।
- এটি পাঁচ সর্গে ত্রিপদী দীর্ঘ স্তবকময় লালিত্যপূর্ণ ভাষায় রচিত।
- কাব্যের প্রথম সর্গে কবির মনোজগতে এক কাব্যলক্ষ্মীর আবির্ভাব, দ্বিতীয় সর্গে হারানো আনন্দ লক্ষ্মীর উদ্দেশ্যে কবির মানসভ্রমণ, তৃতীয় সর্গে কবিচিত্তের দ্বন্দ্ব, চতুর্থ সর্গে হিমালয়ের উদার প্রশান্তির মধ্যে কবিচিত্তের আশ্বাস লাভ, পঞ্চম সর্গে হিমালয়ের পুণ্যভূমিতে কবির আনন্দ উপলব্ধির চিত্র পাওয়া যায়।
- ‘সারদামঙ্গল' কাব্য সম্পূর্ণরূপে জীবনরহিত, বিশেষ সৌন্দর্যধ্যান।
- শেলির মতো বিহারীলাল তাঁর প্রিয়তমার মধ্যে সারদাকে অন্বেষণ করেছেন এবং দীর্ঘ বিরহের পর হিমাদ্রিশিখরে ভাব-সম্মিলনের চিত্র অংকন করে কবি কাব্যের পরিসমাপ্তি টেনেছেন।
বিহারীলাল চক্রবর্তী:
- বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচত।
- বাংলা গীতিকবিতার জনক হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী।
- তিনি আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি।
বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ:
- স্বপ্নদর্শন,
- সঙ্গীত শতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধু বিয়োগ,
- সারদা মঙ্গল,
- প্রেম প্রবাহিনী।

0
Updated: 1 month ago
‘কাদম্বিনী’ - কোন গল্পের প্রধান চরিত্র?
Created: 1 month ago
A
নষ্টনীড়
B
দেনাপাওনা
C
জীবিত ও মৃত
D
সমাপ্তি

0
Updated: 1 month ago
"পুতুলনাচের ইতিকথা" উপন্যাসের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
হুমায়ুন আজাদ
B
জহির রায়হান
C
মানিক বন্দ্যোপাধ্যায়
D
শামসুর রহমান
"পুতুলনাচের ইতিকথা" উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলা ত্রিশোত্তর যুগের একজন প্রভাবশালী কথাসাহিত্যিক ছিলেন।
-
মানিক বন্দ্যোপাধ্যায়:
-
জন্ম: ১৯০৮ সালে, বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে।
-
পৈত্রিক নিবাস: ঢাকা জেলার বিক্রমপুরের মালবদিয়া গ্রাম।
-
প্রকৃত নাম: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়; ডাকনাম: মানিক।
-
প্রথম প্রকাশিত উপন্যাস: জননী (১৯৩৫)
-
প্রথম প্রকাশিত গল্প: অতসী মামী, বিচিত্রা পত্রিকায় প্রকাশিত।
-
মৃত্যু: ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর, কলকাতা।
-
-
উপন্যাসসমূহ:
-
পুতুলনাচের ইতিকথা
-
অহিংসা
-
সার্বজনীন
-
সোনার চেয়ে দামী
-
স্বাধীনতার স্বাদ
-
দিবারাত্রির কাব্য
-
পদ্মা নদীর মাঝি
-
শহরবাসের ইতিকথা
-
আরোগ্য
-
-
গল্পসমূহ:
-
প্রাগৈতিহাসিক
-
সরীসৃপ
-
সমুদ্রের স্বাদ
-
অতসী মামী ও অন্যান্য গল্প
-

0
Updated: 2 weeks ago