A
to go
B
going
C
gone
D
go
উত্তরের বিবরণ
Correct Answer: ঘ) go
ব্যাখ্যা:
-
Had better একটি modality phrase, যার পর bare infinitive (verb-এর মূল রূপ) ব্যবহার হয়।
-
এখানে: go → মূল verb
-
অর্থ: You had better go now. → "তোমার এখনই যাওয়া উচিত।"
-
এটি strong advice বোঝায় এবং ভবিষ্যতের জন্য পরামর্শ বা হুঁশিয়ারির অর্থেও ব্যবহৃত হয়।
-
Note: Had better এর পর কখনই to go, going, বা gone ব্যবহার হয় না।
Other Options:
-
to go – ভুল, কারণ had better এর পর to ব্যবহৃত হয় না।
-
going – ভুল, কারণ present participle এখানে বসে না।
-
gone – ভুল, কারণ past participle এখানে প্রযোজ্য নয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 week ago
He ___ the job offer.
Created: 2 weeks ago
A
bear down
B
hang down
C
turn down
D
look down upon
• The correct answer is: গ) turn down
-
Full Sentence: He turned down the job offer.
-
Meaning: He refused or rejected the job offer.
Turn down
-
Bangla Meaning: প্রত্যাখ্যান করা
-
English Meaning: to decline to accept; reject
• Other options:
ক) bear down
-
Means to press or exert force, not related to rejecting an offer.
খ) hang down
-
Means to dangle or droop, unrelated here.
ঘ) look down upon
-
Means to despise or regard with contempt, not about rejecting an offer.
Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
'Paediatric' relates to the treatment of:
Created: 1 month ago
A
Adults
B
Children
C
Women
D
Old people
Pediatrics (শিশুচিকিৎসা)
অর্থ: শিশুর চিকিৎসা বা শিশুদের স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা শাখা।
বাংলায়: শিশুচিকিৎসা।
অন্য চিকিৎসা বিশেষজ্ঞদের নাম:
-
নারীদের বিশেষজ্ঞকে বলে: Gynecologist (স্ত্রীরোগ বিশেষজ্ঞ)
-
বয়স্কদের বিশেষজ্ঞকে বলে: Geriatrics (বৃদ্ধ চিকিৎসক)
আরো কিছু চিকিৎসা শাখার নাম ও অর্থ:
-
Orthopedics: হাড় ও জয়েন্টের সমস্যার চিকিৎসা বা অধ্যয়ন।
-
Neurology: মস্তিষ্ক ও নার্ভের রোগের অধ্যয়ন ও চিকিৎসা।
-
Cardiology: হৃদযন্ত্রের রোগের চিকিৎসা ও অধ্যয়ন।
তথ্যসূত্র: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
"Who planted this tree here"? The correct passive voice of this sentence is-
Created: 4 days ago
A
By whom the tree was planted here?
B
Who the tree had been planted hereby?
C
The tree was planted here by whom? (ভুল উত্তর)
D
By whom had the tree been planted here?
সঠিক উত্তর না থাকায়, উত্তর নেওয়া সম্ভব হয় নি।
• Who যুক্ত Active voice কে passive voice এ পরিণত করার সময় -
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- Tense ও person অনুযায়ী Auxiliary বসে।
- Object টির Subject রূপ বসে।
- মূল verb এর past participle বসে।
- প্রশ্নবোধক চিহ্ন বসে।
যেমন who did this এর passive voice হবে By whom was this done?
- তেমনি ভাবে, Who planted this tree here? এর passive voice হবে By whom was this tree planted here?
• সুতরাং, নিয়মানুযায়ী, প্রদত্ত প্রশ্নের অপশনে সঠিক উত্তর নেই।

0
Updated: 4 days ago