A
knows
B
had known
C
knew
D
know
উত্তরের বিবরণ
Correct Answer: গ) knew
ব্যাখ্যা:
-
Rule: As if / As though যুক্ত sentence-এ,
-
যদি প্রধান clause Present Indefinite Tense-এ থাকে → as if/ as though clause-এ Past Indefinite Tense ব্যবহার হয়।
-
যদি Be verb থাকে → সবসময় were হয়।
-
উদাহরণ: He talks as if he were a leader.
-
-
সুতরাং: She speaks as if she knew everything → সঠিক, কারণ এটি কাল্পনিক বা মিথ্যা ভাব প্রকাশ করে।
-
Rule for past tense main clause:
-
যদি প্রধান clause Past Indefinite Tense-এ থাকে → as if/ as though clause-এ Past Perfect Tense ব্যবহার হয়।
-
উদাহরণ: She responded as if I had accused her of lying.
-
Other Options:
-
knows – ভুল, কারণ এটি present tense; এখানে subjunctive mood দরকার।
-
had known – ভুল, কারণ এটি past perfect tense, অতীতের hypothetical ঘটনার জন্য ব্যবহৃত হয়।
-
know – ভুল, কারণ subject “she”-এর সাথে bare infinitive "know" ব্যবহার করা যায় না।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 week ago
They finally agreed to join the project.
Here, the underlined phrase is a/an-
Created: 1 week ago
A
Noun Phrase
B
Adjective Phrase
C
Adverbial Phrase
D
Prepositional Phrase
Noun Phrase (Infinitive Phrase Example)
• Complete Sentence:
-
English: They finally agreed to join the project.
-
Bangla: তারা শেষ পর্যন্ত প্রকল্পে যোগ দিতে সম্মত হলো।
-
Part of Speech: 'to join the project' → Noun Phrase
• Explanation:
-
"To join the project" একটি infinitive phrase (to + verb + object)।
-
Sentence-এ এটি verb (agreed) এর object হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ noun-এর কাজ করছে।
-
প্রশ্নের উত্তর দিচ্ছে: "Agreed to what?" → to join the project
-
-
Infinitive marker যদি sentence-এর subject বা object হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি Noun Phrase।
• Noun Phrase Meaning:
-
যে শব্দ সমষ্টি noun-এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
-
মূলত একটি noun বা pronoun এর কাজ করে।
-
কেবলমাত্র adjective দ্বারা modify হতে পারে।
• Noun Phrase-এর ভূমিকা (Position & Function):
-
Subject হিসেবে
-
Object of a verb হিসেবে
-
Object of a preposition হিসেবে
-
Subject complement হিসেবে
-
Object complement হিসেবে
Source:
A Passage to the English Language by S. M. Zakir Hussain

0
Updated: 1 week ago
In English grammar, ____ deals with formation of sentences.
Created: 1 week ago
A
Morphology
B
Etymology
C
Syntax
D
Semantics
Syntax: ইংরেজি ব্যাকরণে Syntax বলতে বোঝায় ― কোনো বাক্যে শব্দ ও ফ্রেজ কীভাবে সাজানো হবে যাতে একটি সঠিক ও অর্থপূর্ণ বাক্য তৈরি হয়।
-
Morphology: এটি হলো শব্দের গঠন বা শব্দ কিভাবে তৈরি হয় সেই বিষয়ে অধ্যয়ন।
-
Etymology: কোনো শব্দের উৎস কোথা থেকে এসেছে এবং সময়ের সাথে সাথে তার অর্থ কিভাবে পরিবর্তিত হয়েছে তা নিয়ে গবেষণা।
-
Semantics: শব্দ, ফ্রেজ, বাক্য বা পুরো টেক্সটের অর্থ বোঝার শাখা।
Source: Oxford Learner’s Dictionary

0
Updated: 1 week ago
Complete the following sentence. If I had known you were coming-
Created: 1 month ago
A
I would go to the station.
B
I had gone to the station.
C
I would have gone to the station.
D
I would be going to the station.
• শূন্যস্থান পূরণ: I would have gone to the station.
-
পূর্ণ বাক্য: If I had known you were coming, I would have gone to the station.
• এ ধরনের বাক্য Third Conditional এর উদাহরণ।
-
কারণ, এর প্রথম অংশে রয়েছে: If + subject + past perfect
-
তাই দ্বিতীয় অংশে হবে: subject + would/could/might + have + past participle + বাকির অংশ
🔹 Structure (গঠন):
If + Subject + Past Perfect, Subject + would/could/might + have + Past Participle + Extension

0
Updated: 1 month ago