One who knows everything –
A
Scholar
B
Genius
C
Omniscient
D
Literate
উত্তরের বিবরণ
Correct Answer: গ) Omniscient
Omniscient (Adj)
-
Bangla Meaning: সর্বজ্ঞ
-
English Meaning: knowing everything; having unlimited understanding or knowledge
Other Options:
-
Scholar – পাঠশালার পড়ুয়া; a person of deep wisdom or learning
-
Genius – প্রতিভাবান ব্যক্তি; a strong leaning or inclination; penchant
-
Literate – অক্ষরজ্ঞানসম্পন্ন; educated, cultured
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
Paradise Lost is primarily –
Created: 2 weeks ago
A
An epic poem
B
A novel
C
A play
D
A short story
Paradise Lost হলো ইংরেজি সাহিত্যের একটি অনন্যসাধারণ Epic Poem, যা রচনা করেছেন John Milton। ১৭শ শতকের এই মহাকাব্যে মানবজাতির পতন, পাপ, মুক্তি এবং ঈশ্বরের ন্যায়বিচারের গভীর দার্শনিক ব্যাখ্যা ফুটে উঠেছে। এটি কোনো উপন্যাস, নাটক বা ছোটগল্প নয়—বরং ইংরেজি ভাষায় রচিত সর্বশ্রেষ্ঠ মহাকাব্যগুলোর একটি।
• Paradise Lost:
-
এটি Neo-classical period-এর অন্যতম শ্রেষ্ঠ রচনা এবং ইংরেজি সাহিত্যের একটি মহান Epic।
-
জন মিল্টন এই কবিতার মাধ্যমে মানবজাতির পাপ ও ঈশ্বরের পরিকল্পনার ব্যাখ্যা দিতে চেয়েছিলেন। কবিতার মূল উদ্দেশ্য ছিল:
“To justify the ways of God to men.” -
এটি প্রথম প্রকাশিত হয় ১৬৬৭ সালে, এবং মোট বারো খণ্ডে (Books) বিভক্ত।
-
পুরো কবিতাটি রচিত হয়েছে Blank Verse (অমিত্রাক্ষর ছন্দে)।
-
কাহিনিতে খোদা, শয়তান, আদম ও ইভ—এই চরিত্রগুলোর মাধ্যমে মানব পতনের ধর্মীয় ও নৈতিক তাৎপর্য তুলে ধরা হয়েছে।
-
কবিতায় বর্ণিত হয়েছে কীভাবে শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে স্বর্গ থেকে বহিষ্কৃত হয়, এবং পরবর্তীতে প্রতিশোধ নিতে সে ইভকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করে।
-
ফলস্বরূপ, Adam এবং Eve উভয়েই স্বর্গ থেকে বহিষ্কৃত হন, যা মানবজাতির পাপ ও মৃত্যুর সূচনা হিসেবে উপস্থাপিত হয়েছে।
• John Milton (1608–1674):
-
জন্ম লন্ডনে, তিনি ছিলেন একজন English poet, pamphleteer, এবং historian।
-
তাঁকে “The Epic Poet” এবং “Great Master of Blank Verse” বলা হয়।
-
তিনি William Shakespeare-এর পর ইংরেজি সাহিত্যের অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে বিবেচিত।
-
Milton-এর রচনায় গভীর ধর্মীয়, রাজনৈতিক ও দার্শনিক চিন্তাধারা বিদ্যমান।
• Paradise Lost-এর প্রধান বৈশিষ্ট্য:
-
মহাকাব্যিক গঠন ও ভাষার মহিমা
-
ধর্মীয় প্রতীকবাদ ও মানবচেতনার বিশ্লেষণ
-
স্বাধীন ইচ্ছা (Free Will) ও ভাগ্যের (Divine Providence) সংঘাত
-
শয়তান চরিত্রের জটিল ও নায়কোচিত উপস্থাপন
• Milton-এর অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)
সঠিক উত্তর: ক) Epic Poem

0
Updated: 2 weeks ago
He need not ____ the work today.
Created: 3 weeks ago
A
to finish
B
finished
C
finish
D
finishes
Complete sentence: He need not finish the work today.
-
ব্যাখ্যা:
-
Negative sentence-এ যখন need modal auxiliary হিসেবে ব্যবহৃত হয়, তখন need এর পরে not আসে এবং to infinitive ব্যবহার করা হয় না।
-
অর্থাৎ, need not + base verb structure ব্যবহৃত হয়।
-
এই ক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
-
-
Need-এর ব্যবহার:
-
Need বাক্যে মূল verb হিসেবেও ব্যবহার হয় এবং modal হিসেবেও, তাই এর সাধারণ নাম semi-modal।
-
Negative বা অবশ্যমূলক না বোঝাতে mostly need not ব্যবহার করা হয়।
-
-
উদাহরণ:
-
You needn’t take off your shoes.
-
You need not spend a lot of money on presents.
-
-
ভুল অপশনগুলো:
-
to finish — modal “need” হলে “to” লাগে না
-
finished — past participle, এখানে ভুল
-
finishes — need এর সাথে কখনো s/es যুক্ত হয় না
-

0
Updated: 2 weeks ago
One who is not sure about god's existence is known as -
Created: 1 month ago
A
Agnostic
B
Theist
C
Ascetic
D
Bohemian
• Correct Answer: ক) Agnostic
Explanation:
-
Agnostic: এমন ব্যক্তি যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নয়।
-
Theist: ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী।
-
Ascetic: কঠোর, তপস্বী জীবন যাপনকারী।
-
Bohemian: প্রচলিত নিয়মের বাইরে জীবনযাপনকারী, স্বাধীনচেতা।
সুতরাং, "One who is not sure about god's existence" এর জন্য সঠিক উত্তর হলো Agnostic।

0
Updated: 1 month ago