A
Scholar
B
Genius
C
Omniscient
D
Literate
উত্তরের বিবরণ
Correct Answer: গ) Omniscient
Omniscient (Adj)
-
Bangla Meaning: সর্বজ্ঞ
-
English Meaning: knowing everything; having unlimited understanding or knowledge
Other Options:
-
Scholar – পাঠশালার পড়ুয়া; a person of deep wisdom or learning
-
Genius – প্রতিভাবান ব্যক্তি; a strong leaning or inclination; penchant
-
Literate – অক্ষরজ্ঞানসম্পন্ন; educated, cultured
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 week ago
Choose the appropriate prepositions in the blank of the following sentence: The family doesn't feel ______ going outing this season.
Created: 4 days ago
A
in
B
on
C
like
D
of
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: Like
Complete Sentence উদাহরণ:
-
The family doesn't feel like going outing this season.
ব্যাখ্যা:
-
কিছু করতে ইচ্ছা করা বা আগ্রহ প্রকাশের জন্য
feel like
ব্যবহার করা হয়।
উদাহরণ:-
I don’t feel like going out of the room now.
-
He didn’t feel like going to work today.
-
I just don't feel like doing anything tonight.
-
-
like
আবার ‘মতো’ বা ‘অনুরূপ’ অর্থেও ব্যবহৃত হয়।
উদাহরণ:-
He looks like his father. (সে দেখতে তার বাবার মতো)
-
উৎস: Longman Dictionary of Contemporary English

0
Updated: 4 days ago
Cotton is a _____ noun.
Created: 1 week ago
A
Common
B
Abstract
C
Material
D
Proper
• Cotton is a Material noun.
• যে সব পদার্থ ওজন করা যায়, কিন্তু গণনা করা যায় না, তাদেরকে Material noun বলে।
- Cotton – তুলা, যা ওজন করা যায়, গণনা করা যায় না, তাই এটি Material noun.
• Material noun:
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.

0
Updated: 1 week ago
Depression is often hereditary. The underlined word is a/an-
Created: 1 week ago
A
Adverb
B
Adjective
C
Noun
D
Verb
Hereditary (adjective)
ইংরেজি অর্থ: কোনো বৈশিষ্ট্য বা রোগ যা পিতামাতা থেকে সন্তানদের মধ্যে জিনের মাধ্যমে চলে আসে।
বাংলা অর্থ: পুত্রপৌত্রে প্রাপ্ত; পরম্পরাগত; ক্রমায়ত; কৌলিক; বংশানুক্রমিক।
উদাহরণ বাক্য:
-
Depression is often hereditary.
এই বাক্যে ‘hereditary’ শব্দটি ‘Depression’ (নামপদ) কে বর্ণনা করছে, তাই এটি একটি বিশেষণ (Adjective)।
সূত্র: Oxford Learner’s Dictionary, Merriam-Webster Dictionary.

0
Updated: 1 week ago