Choose the correct spelling.
A
Occassion
B
Occasion
C
Ocassion
D
Occation
উত্তরের বিবরণ
Correct Answer: খ) Occasion
Occasion (Noun)
-
Bangla Meaning: কোনো নির্দিষ্ট ঘটনার সময়
-
English Meaning: a favorable opportunity or circumstance
Examples:
-
I once had occasion to tell her off.
-
I'm sure you'll rise to the occasion.
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Unnecessary
B
Unneccessary
C
Unecessary
D
Unnesesary
Correct Spelling: Unnecessary (Adjective)
English Meaning: not needed; more than is needed.
Bangla Meaning: অপ্রয়োজনীয়; অনাবশ্যক; বাহুল্য; অহেতুক।
Example Sentence: He made an unnecessary comment during the meeting.
Bangla Meaning: সে সভার সময়ে অপ্রয়োজনীয় মন্তব্য করেছিল।

0
Updated: 1 month ago
If a person cannot stop taking drugs, he or she is-
Created: 1 month ago
A
attached to them
B
committed to them
C
addicted to them
D
devoted to them
• Addicted:
English meaning: unable to stop taking drugs, or doing something as a habit.
Bangla: আসক্ত/অত্যাসক্ত/নেশাগ্রস্থ হওয়া।
• If a person cannot stop taking drugs, he or she is - addicted to them.
• যখন একজন ব্যক্তি মাদকের প্রতি অত্যধিক নির্ভরশীলতা প্রকাশ করে এবং তা ছাড়া চলতে পারে না, তখন তাকে addicted বলা হয়।
- "Addiction" একটি মানসিক বা শারীরিক অবস্থাকে নির্দেশ করে যেখানে একজন ব্যক্তি কোনও কিছু বা অভ্যাসের প্রতি অত্যধিক নির্ভরশীল হয়ে পড়েন।
Other options,
ক) attached to them:
- "Attached" মানে কিছুতে সংযুক্ত বা সম্পর্কিত হওয়া। তবে এটি addiction এর মত গভীর নির্ভরশীলতা বা আসক্তি বোঝায় না।
খ) committed to them:
- "Committed" বলতে কোনো কাজ বা বিষয়ের প্রতি প্রতিবদ্ধ হওয়া বোঝায়। এটি আধ্যাত্মিক বা পেশাগত দায়িত্বের জন্য ব্যবহৃত হয়, মাদকের প্রতি আসক্তি বোঝানোর জন্য নয়।
ঘ) devoted to them:
- "Devoted" মানে কোনও কিছুতে আত্মনিবেদিত হওয়া। এটি সাধারণত প্রীতি বা উৎসর্গ বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু এটি আসক্তি বা নির্ভরশীলতা প্রকাশ করে না।

0
Updated: 1 month ago
A named adopted by an author in his writing.
Created: 3 weeks ago
A
Pseudonym
B
Nickname
C
Title
D
Nomenclature
Pseudonym (Noun)
-
English Meaning: A name used by somebody, especially a writer, instead of their real name.
-
Bangla Meaning: ছদ্মনাম
Other Options:
-
Nickname: A usually descriptive name given instead of or in addition to the one belonging to a person, place, or thing → প্রকৃত নামের অতিরিক্ত
-
Title: The distinguishing name of a written, printed, or filmed production → নাম; শিরোনাম
-
Nomenclature: A system of naming things, especially in a branch of science → নামকরণপদ্ধতি; পরিভাষা; নামমালা
Source:

0
Updated: 3 weeks ago