A
He worked hard, he failed.
B
He failed because he worked hard.
C
He worked hard but he failed.
D
He failed though he didn’t work.
উত্তরের বিবরণ
Correct Answer: গ) He worked hard but he failed
ব্যাখ্যা:
-
মূল বাক্য: In spite of his hard work, he failed
-
এটি একটি complex sentence, যেখানে In spite of his hard work হলো prepositional phrase।
-
Compound sentence-এ রূপান্তর করতে হলে দুটি independent clauses প্রয়োজন, যা coordinating conjunction দ্বারা যুক্ত হয়।
-
এখানে:
-
Clause 1: He worked hard
-
Clause 2: he failed
-
Conjunction: but → contrast বোঝায় (ব্যর্থতা হলেও পরিশ্রম করা হয়েছে)
-
-
সঠিক compound sentence:
He worked hard but he failed
Other Options:
-
He worked hard, he failed – ভুল, কারণ conjunction নেই।
-
He failed because he worked hard – ভুল, কারণ এটি complex sentence এবং অর্থ পরিবর্তন করে।
-
He failed though he didn’t work – ভুল, কারণ মূল বাক্যের অর্থ পাল্টে যায় এবং তথ্যও ভুল।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 week ago
In each of the following questions, choose the word opposite in meaning of the given word: Repeal-
Created: 3 weeks ago
A
Abolish
B
Enact
C
Annul
D
Nullify
Repeal (Verb)
English Meaning: কোনো আইন বা সংসদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা প্রত্যাহার করা।
Bangla Meaning: বাতিল করা; প্রত্যাহার করা।
অপশনগুলোর অর্থ —
-
Abolish (verb transitive)
যুদ্ধ, দাসপ্রথা বা পুরোনো কোনো প্রথা তুলে দেওয়া বা লোপ করা। -
Enact (verb transitive)
১) কোনো প্রস্তাবকে আইনে পরিণত করা বা আইন পাস করা।
২) নাটক বা কোনো ঘটনা মঞ্চস্থ করা। -
Annul (verb transitive)
আইন, চুক্তি ইত্যাদি রদ বা বাতিল করা।
এছাড়া সামাজিক বিয়ে বা অনুরূপ কিছু অকার্যকর ঘোষণা করা। -
Nullify (verb transitive)
রদ করা, বাতিল করা বা অকার্যকর করে দেওয়া।
সহজ বিশ্লেষণ:
Repeal মানে হলো কোনো আইন বাতিল বা প্রত্যাহার করা। উপরের শব্দগুলোর মধ্যে Enact এর অর্থ আইন তৈরি করা বা পাস করা, যা Repeal-এর সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে।
Source: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 weeks ago
If you heat ice, it ____.
Created: 1 week ago
A
melts
B
melted
C
melt
D
will melt
Correct Answer: ক) melts
ব্যাখ্যা:
-
বাক্য: If you heat ice, it melts.
-
এটি একটি zero conditional sentence, যা সাধারণ সত্য বা বৈজ্ঞানিক নিয়ম প্রকাশ করে।
-
Zero conditional structure: উভয় clause-এ present simple tense ব্যবহার হয়।
-
Condition: If you heat ice → present simple
-
Result: it melts → present simple
-
-
সুতরাং, বৈজ্ঞানিক সত্য অনুযায়ী melts সঠিক verb form।
Other Options:
-
melted – ভুল, কারণ এটি past tense, zero conditional-এ ব্যবহার হয় না।
-
melt – ভুল, subject “it” হলে verb-এ -s যোগ প্রয়োজন।
-
will melt – ভুল, এটি first conditional-এর জন্য, zero conditional নয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 week ago
Adnan can eat ___ his brother.
Created: 2 weeks ago
A
twice as
B
twice as much as
C
twice as more as
D
twice times
• সঠিক উত্তর: খ) twice as much as
-
Full Sentence:
Adnan can eat twice as much as his brother.
-
অর্থ (বাংলা):
আদনান তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ পরিমাণ খেতে পারে।
-
ব্যাখ্যা:
"Twice as much as" হলো সঠিক comparative structure, যখন uncountable quantities (যেমন খাবারের পরিমাণ) তুলনা করা হয়।
Full Sentence:
Adnan can eat twice as much as his brother.
অর্থ (বাংলা):
আদনান তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ পরিমাণ খেতে পারে।
ব্যাখ্যা:
"Twice as much as" হলো সঠিক comparative structure, যখন uncountable quantities (যেমন খাবারের পরিমাণ) তুলনা করা হয়।
• অন্যান্য Options
-
ক) twice as
-
অসম্পূর্ণ (Incomplete)।
-
সঠিক অর্থ বোঝানোর জন্য বলা প্রয়োজন twice as much/many as।
-
গ) twice as more as
-
ভুল comparative form।
-
"Twice" এর সাথে "more" একসাথে ব্যবহার করা যায় না।
-
সঠিক: twice as much as, not twice as more as।
-
ঘ) twice times
-
ভুল এবং redundant।
-
কারণ "twice" এর অর্থই two times, তাই "twice times" ব্যবহার করা যায় না।
ক) twice as
-
অসম্পূর্ণ (Incomplete)।
-
সঠিক অর্থ বোঝানোর জন্য বলা প্রয়োজন twice as much/many as।
গ) twice as more as
-
ভুল comparative form।
-
"Twice" এর সাথে "more" একসাথে ব্যবহার করা যায় না।
-
সঠিক: twice as much as, not twice as more as।
ঘ) twice times
-
ভুল এবং redundant।
-
কারণ "twice" এর অর্থই two times, তাই "twice times" ব্যবহার করা যায় না।
📖 Source: Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago