What does "Mendacious" mean?
A
Honest
B
Lying
C
Generous
D
Funny
উত্তরের বিবরণ
Correct Answer: খ) Lying
Mendacious (Adj)
-
Bangla Meaning: মিথ্যা; মিথ্যাবাদী
-
English Meaning: given to or characterized by deception or falsehood
Lying (Adj)
-
Bangla Meaning: মিথ্যা; মিথ্যাবাদিতা
-
English Meaning: marked by or containing untrue statements; false
Other Options:
-
Honest – সত্যবাদী; free from fraud or deception
-
Generous – উদার; liberal in giving; openhanded
-
Funny – মজার; affording light mirth and laughter; amusing
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
Choose the correctly spelled word:
Created: 2 months ago
A
Consciense
B
Consciens
C
Conscience
D
Concience
Correct Answer
গ) Conscience ✅
Explanation:
-
Conscience (Noun)
-
Bangla Meaning: বিবেক।
-
English Meaning: The sense or awareness of the moral goodness or blameworthiness of one’s own conduct, intentions, or character, together with a feeling of obligation to do right or be good.
-
-
অন্য সব বিকল্প ভুল বানান; সঠিক বানান হলো Conscience।

0
Updated: 2 months ago
Though it was raining, they continued playing. [Compound]
Created: 1 month ago
A
It was raining, so they continued playing.
B
It was raining, but they continued playing.
C
It was raining, yet than they continued playing.
D
It was raining, they continued playing.
Topic: Complex → Compound (Though / Although এর ক্ষেত্রে)
Rule
-
Though / Although যুক্ত complex sentence কে compound sentence-এ রূপান্তর করতে হলে but / yet coordinate conjunction ব্যবহার করতে হয়।
-
শর্ত হলো: দুইটি বাক্যের অর্থ যেন পরস্পর বিপরীত হয়।
Examples
-
Complex: Though he is poor, he is honest.
Compound: He is poor, but he is honest. -
Complex: Though it was raining, they continued playing.
Compound: It was raining, yet they continued playing.

0
Updated: 1 month ago
The word bounty is closest in meaning to
Created: 2 months ago
A
generosity
B
familiar
C
dividing line
D
sympathy
• শব্দ ‘bounty’-র অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ‘generosity’ বা উদারতার।
• Bounty (noun) (plural: bounties)
(১) [Uncountable noun] (আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত) অকৃপণ দান বা প্রাচুর্যপূর্ণ উদারতা।
(২) [Countable noun] দরিদ্র বা প্রয়োজনে থাকা মানুষদের প্রতি বদান্য আচরণ বা দান।
(৩) উৎপাদন বাড়ানো কিংবা বিপজ্জনক বন্যপ্রাণী নিধনের মতো কার্যকলাপে উৎসাহ প্রদানের জন্য সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া পুরস্কার বা নগদ অর্থ।
• Generosity (noun)
– যার অর্থ হলো উদারতা, সহৃদয়তা ও মহানুভবতা।
• প্রশ্নে উল্লেখিত অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
familiar – পরিচিত বা সুপরিচিত।
-
dividing line – বিভাজনকারী রেখা বা সীমা।
-
sympathy – সহানুভূতি, সহমর্মিতা বা অনুকম্পা।
• উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে, অর্থের দিক থেকে ‘bounty’ শব্দটির সবচেয়ে কাছাকাছি প্রতিশব্দ হলো generosity।
তথ্যসূত্র: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 2 months ago