A
He told that don’t make noise.
B
He requested me not to make noise.
C
He said me not to make noise.
D
He told me to not make noise.
উত্তরের বিবরণ
Correct Answer: খ) He requested me not to make noise
ব্যাখ্যা:
-
মূল বাক্য: He said, “Don’t make noise.”
-
এটি একটি imperative sentence (আদেশ/অনুরোধমূলক বাক্য)।
-
Imperative → Indirect speech রূপান্তর নিয়ম:
-
Reporting verb: told, asked, requested (বাক্যের ভাব অনুযায়ী)
-
Negative command: not to + base verb
-
-
যেহেতু এটি নম্র অনুরোধ, তাই requested ব্যবহার করা হয়েছে।
-
সঠিক indirect sentence:
He requested me not to make noise.
Other Options:
-
He told that don’t make noise – ভুল, কারণ told এর পরে object (me) থাকা উচিত এবং that এখানে প্রযোজ্য নয়।
-
He said me not to make noise – ভুল, কারণ said এর পরে object (me) আসা grammatically ভুল; said to me হলে চলত।
-
He told me to not make noise – grammatical ভুল নয়, কিন্তু not to প্রমিত ও গ্রহণযোগ্য।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 week ago
This is the book I lost. Here 'I lost' is-
Created: 4 days ago
A
A noun clause
B
An adverbial clause
C
An adjective clause
D
None of the three
Adjective Clause (বিশেষণোপবাক্য)
যে উপবাক্যটি কোনো noun বা pronoun-এর অর্থ পরিষ্কার বা বর্ধিত করে, তাকে Adjective Clause বা বিশেষণোপবাক্য বলা হয়। এটি মূলত noun-এর পর বসে এবং noun-এর বিশেষণ হিসেবে কাজ করে।
উদাহরণ:
-
This is the book I lost.
এখানে I lost হলো Adjective Clause। কেননা এটি noun the book কে modify করছে, অর্থাৎ কোন বই তা বোঝাচ্ছে।
মূল বৈশিষ্ট্য:
-
সাধারণ adjective সাধারণত noun-এর আগে বা linking verb-এর পরে আসে, কিন্তু Adjective Clause সবসময় noun-এর পরে বসে।
-
Adjective Clause প্রায়ই শুরু হয় relative pronoun বা relative adverb দিয়ে।
Relative Pronouns: who, which, that, whom, whose, of which
Relative Adverbs: why, where, when, how, as
উদাহরণ বাক্য
-
He could not explain the reason why they left. → এখানে why they left হলো Adjective Clause, যা the reason কে modify করছে।
-
The boy who is playing cricket is my brother. → এখানে who is playing cricket হলো Adjective Clause, যা the boy কে modify করছে।
উৎস: Azar, B. S. (2002). Understanding and Using English Grammar. Pearson Education.

0
Updated: 4 days ago
'The French' refers to-
Created: 2 weeks ago
A
the French people
B
the French language
C
the French manners
D
the French society
The French refers to - The French People.
French
English Meaning: The people of France
Bangla Meaning: France এ বসবাসরত মানুষ বা ফরাসি জাতি।
• French
English Meaning: The language that people speak in France, parts of Belgium and Canada, and other countries
Bangla Meaning: ফরাসি ভাষা।
• Article এর নিয়মানুযায়ী -
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।
- যেহেতু প্রশ্নে, The French রয়েছে, তাই বোঝা যাচ্ছে এর দ্বারা ফরাসি জাতকেই নির্দেশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 2 weeks ago
Wuthering Heights is a ______ by Emily Bronte.
Created: 1 week ago
A
satire
B
poem
C
short story
D
novel
Wuthering Heights
Novelist: Emily Brontë
-
Wuthering Heights উপন্যাসটি লেখা হয়েছে Emily Brontë দ্বারা।
-
প্রকাশকাল: ১৮৪৭ সালে।
-
লেখক এতে Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছেন।
-
এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় রোমান্টিক উপন্যাস।
Summary
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম বালক।
-
Heathcliff অন্যের আশ্রয়ে বেড়ে ওঠে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সাথে প্রেমে পড়েন।
-
Catherine অন্যের সঙ্গে বিয়ে করলে Heathcliff হারানো এবং ক্ষোভপূর্ণ হয়ে ফিরে আসে।
-
ফিরে আসার পর Heathcliff ধন সম্পদ অর্জন করে এবং Wuthering Heights ক্রয় করে।
-
সে Catherine-এর পরিবার এবং প্রাক্তন প্রেমিকদের প্রতি প্রতিশোধ নেয়।
-
পরবর্তীতে Catherine মারা যায়, তার ভাই Hindley ও মারা যায়।
-
কাহিনী প্রজন্মের মাধ্যমে এগিয়ে যায়, এবং Heathcliff-এর সন্তানও শেষ পর্যায়ে গল্পে যুক্ত হয়।
Main Characters
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (central character)
-
Lockwood
Emily Brontë (1818–1848)
-
Charlotte Brontë-এর ছোট বোন।
-
Wuthering Heights তার একমাত্র উপন্যাস, যা মূলত তার পরিচয় স্থাপন করে।
-
মাত্র ৩০ বছর বয়সে মারা যান।
Notable Works
-
Wuthering Heights
-
Poems by Currer, Ellis, and Acton Bell
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago