Change into an interrogative sentence:
They had seen the place before.
A
Had they seen the place before?
B
Did they see the place before?
C
Have they seen the place before?
D
Do they see the place before?
উত্তরের বিবরণ
Correct Answer: ক) Had they seen the place before?
ব্যাখ্যা:
-
মূল বাক্য: They had seen the place before.
-
এটি past perfect tense-এ লেখা।
-
Past perfect interrogative গঠনের নিয়ম: had কে subject-এর আগে বসানো হয়।
-
তাই: They had → Had they
-
সঠিক interrogative sentence:
Had they seen the place before?
Other Options:
-
Did they see the place before? – ভুল, কারণ এটি past simple tense, মূল tense পরিবর্তন করে।
-
Have they seen the place before? – ভুল, কারণ এটি present perfect tense, অর্থ পরিবর্তন হয়।
-
Do they see the place before? – ভুল, কারণ এটি present simple tense, অর্থ ও সময়ভিত্তিক ভুল।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Fill in the blank with the appropriate option:
His success is ______ his having worked so hard.
Created: 1 month ago
A
a function off
B
a function to
C
a function of
D
a function for
Complete sentence: His success is a function of his having worked so hard.
• a function of something: [idiom]
English meaning: something that results from something else, or is the way it is because of something else.
Bangla meaning: কোনো কিছুর উপর নির্ভরশীল বা তার ফলে সৃষ্ট।
Example:
- His success is a function of his having worked so hard.
- The low temperatures here are a function of the terrain as much as of the climate.
- Differences in health outcomes are often said to be a function of socioeconomic disparity.

0
Updated: 1 month ago
Choose the correct sentence-
Created: 4 weeks ago
A
Rahim's house is better than Karim.
B
Rahim's house is better than Karim's.
C
Rahim house is best than Karim.
D
Rahim's house is best than the house of Karim.
তুলনামূলক বাক্যে যদি প্রথম noun-এর possessive case ব্যবহার করা হয়, তবে দ্বিতীয় noun-এরও possessive case ব্যবহার করতে হয়। নইলে বাক্যের গঠন ও অর্থ দুটোই অসম্পূর্ণ হয়ে যায়।
-
Incorrect: Rahim's house is better than Karim.
Correct: Rahim's house is better than Karim's. -
Incorrect: The climate of Dhaka is better than Khulna.
Correct: The climate of Dhaka is better than that of Khulna.
অন্য অপশনগুলো বিশ্লেষণ করলে:
-
ক) Rahim's house is better than Karim.
-
এখানে ‘Rahim’s house’ এবং শুধু ‘Karim’ এর মধ্যে তুলনা করা হয়েছে।
-
Karim-এর পর হয় ‘’s’ থাকতে হবে অথবা ‘house’ থাকতে হবে।
-
অর্থ অসম্পূর্ণ হওয়ায় বাক্যটি ভুল।
-
-
গ) Rahim house is best than Karim.
-
এখানে মালিকানা বোঝাতে Rahim house না হয়ে Rahim’s house হবে।
-
আবার best than কখনো ব্যবহৃত হয় না।
-
সঠিক রূপ হবে better than, তাই বাক্যটি ভুল।
-
-
ঘ) Rahim's house is best than the house of Karim.
-
গঠনগতভাবে সঠিক মনে হলেও best than ব্যাকরণগতভাবে ভুল।
-
‘best’ এর সাথে সাধারণত in ব্যবহৃত হয় (যেমন: best in the class), কিন্তু than নয়।
-
এজন্য বাক্যটি ভুল।
-

0
Updated: 4 weeks ago
'There was a small reception following the wedding'. the word 'following' in the sentence above is a/an-
Created: 1 month ago
A
preposition
B
adjective
C
adverb
D
noun
বাক্যটি হলো – “There was a small party following the ceremony.”
এখানে following শব্দটি Preposition হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ, এটি ceremony নামক Noun-এর আগে বসে party এবং ceremony-এর মধ্যে সম্পর্ক প্রকাশ করছে। অর্থাৎ অনুষ্ঠানের পর একটি ছোট পার্টি হয়েছিল—এই অর্থ বোঝাতে following ব্যবহৃত হয়েছে।
✦ মনে রাখতে হবে, Preposition সবসময় কোনো Noun বা Pronoun-এর আগে বসে এবং বাক্যে তাদের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক নির্দেশ করে।
Source: A Passage to the English Language – S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago