What is the synonym of- 'Delude'?
A
Demand
B
Permit
C
Aggravate
D
Deceive
উত্তরের বিবরণ
Delude (verb transitive)
-
প্রতারণা বা বিভ্রান্ত করা বোঝাতে ব্যবহৃত হয়।
প্রশ্নে দেওয়া অপশনগুলোর বিশ্লেষণ করলে দেখা যায়:
ক) Demand (noun/verb):
-
অর্থ: চাহিদা, দাবি, অনুরোধ বা আদেশ করা।
→ Delude শব্দটির সঙ্গে এর কোনো অর্থিক সাদৃশ্য নেই।
খ) Permit (verb transitive/intransitive):
-
অর্থ: অনুমতি দেওয়া বা বাধা না সৃষ্টি করা।
→ এটি Delude শব্দের সঙ্গে সম্পর্কিত নয়।
গ) Aggravate (verb transitive):
-
অর্থ: পরিস্থিতি আরও খারাপ বা গুরুতর করে তোলা।
→ এটিও Delude শব্দের সমার্থক নয়।
ঘ) Deceive (verb):
-
অর্থ: মিথ্যা বা প্রতারণার মাধ্যমে কাউকে বিভ্রান্ত করা, ঠকানো।
→ এই শব্দটি অর্থের দিক থেকে Delude এর সঙ্গে সম্পূর্ণরূপে মিলে যায়।
অতএব, উপরের অপশনগুলোর মধ্যে "Deceive" শব্দটি “Delude” এর অর্থের সঙ্গে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ।
উৎস: বাংলা একাডেমি প্রকাশিত "অ্যাক্সেসিবল ডিকশনারি"।

0
Updated: 3 months ago
What is an antonym of 'Mellifluous'?
Created: 6 days ago
A
Mellow
B
Discordant
C
Euphonious
D
Nefarious
An antonym of 'Mellifluous' হলো: খ) Discordant
-
Mellifluous (adjective)
-
English Meaning: Having a pleasant and flowing sound; filled with something (such as honey) that sweetens.
-
Bangla Meaning: (ব্যক্তির স্বর, কথা, সংগীত ইত্যাদি) সুমধুর; সুললিত।
-
Given Options:
-
ক) Mellow (adjective, verb) – নরম ও সুমিষ্ট; রসালো; স্বাদে বা গন্ধে খাঁটি ও সমৃদ্ধ।
-
খ) Discordant (adjective) – শ্রুতিকটু; বেসুরো।
-
গ) Euphonious (adjective) – শ্রুতিমধুর; মধুর ধ্বনিপূর্ণ।
-
ঘ) Nefarious (adjective) – (আনুষ্ঠানিক) অনিষ্টকর; নিতান্ত দুরভিসন্ধিপূর্ণ; বদমায়েশ; পাপিষ্ঠ; অবৈধ।

0
Updated: 6 days ago
The correct synonym of “Vagabond” is -
Created: 1 week ago
A
Rigorous
B
Lavish
C
Nomad
D
Insider
সঠিক সমার্থক শব্দ: Nomad
-
Nomad (noun) – যাযাবর
Vagabond (noun)
-
English Meaning: A person who wanders from place to place without a fixed home; one leading a vagabond life.
-
Bangla Meaning: ভবঘুরে, কুড়ে বা নিষ্কর্মা লোক
Synonyms (সমার্থক শব্দ)
-
Outcast – সমাজচ্যুত
-
Outsider – বহিরাগত, আগন্তক
-
Exile – নির্বাসিত
-
Nomad – যাযাবর
Antonyms (বিপরীত অর্থ)
-
Friend – বন্ধু
-
Insider – ঘরের লোক
-
Included – অন্তর্ভুক্ত
-
Loved – প্রিয়
-
Favorite – প্রিয়
Example (উদাহরণ)
-
English: She abandoned city life to live as a vagabond, sleeping in barns and trading songs for meals.
-
Bangla: শহরের জীবন ছেড়ে সে ভবঘুরে হয়ে গেল, গোয়ালঘরে ঘুমাত আর গান গেয়ে খাবার জোগাড় করত।
Other Options (অন্যান্য বিকল্প)
-
Lavish – বিলাসী
-
Rigorous – কঠোর; প্রচণ্ড
উৎস: Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 week ago
The synonym of "lucid" is -
Created: 4 weeks ago
A
Gentle
B
Confusing
C
Clear
D
Progress
Lucid (Adjective)
অর্থ (English):
-
(of speech or writing) Clearly expressed and easy to understand
-
(of a person) Thinking or reasoning clearly
বাংলা অর্থ:
-
স্পষ্ট; সহজবোধ্য (lucid style)
-
মানসিকভাবে সুস্থ
Synonyms (সমার্থক শব্দ)
-
Intelligible – বুদ্ধিগ্রাহ্য; সুবোধ্য
-
Understandable – বোধগম্য
-
Clear – স্বচ্ছ; স্পষ্ট
-
Coherent – সুসঙ্গত
-
Apprehensible – বোধগম্য
Antonyms (বিপরীতার্থক শব্দ)
-
Confusing – বিভ্রান্তিকর
-
Unclear – অস্পষ্ট
-
Ambiguous – অস্পষ্ট
-
Equivocal – দ্ব্যর্থবোধক
-
Baffling – হতবুদ্ধিকর
-
Confounding – বিভ্রান্তিকর
Other Forms (অন্য রূপ)
-
Lucid intervals/moments (noun): উন্মাদগ্রস্ত ব্যক্তির পাগলামির ফাঁকে প্রকৃতিস্থ অবস্থা
-
Lucidly (adverb): স্পষ্টভাবে; প্রাঞ্জলভাবে
-
Lucidity (noun, uncountable): স্বচ্ছতা; সহজবোধ্যতা
Example Sentences
-
It’s written in very concrete language, very lucid, easy to understand.
-
It was a lucid moment in his madness.
অন্যান্য তথ্য
-
Other options: Gentle (অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক), Progress (অগ্রগতি)
Source: Live MCQ Lecture

0
Updated: 4 weeks ago