A
He is a teacher, he is a writer.
B
He is not only a teacher but also a writer.
C
Though he is a teacher, he is a writer.
D
He is both a writer and a teacher.
উত্তরের বিবরণ
Correct Answer: গ) "Though he is a teacher, he is a writer."
ব্যাখ্যা:
-
মূল বাক্য: Besides being a teacher, he is a writer.
-
এটি একটি simple sentence, যেখানে Besides being a teacher হলো prepositional phrase।
-
একটি complex sentence হলো এমন বাক্য যাতে একটি main clause এবং একটি subordinate clause থাকে।
-
Option গ): Though he is a teacher, he is a writer.
-
Though he is a teacher → subordinate clause
-
বাকিটুকু → main clause
-
-
এটি মূল বাক্যের অর্থ ঠিকভাবে প্রকাশ করে — যে ব্যক্তি শিক্ষক হলেও লেখক হিসেবেও পরিচিত।
Other Options:
-
He is a teacher, he is a writer – ভুল, কারণ এটি দুটি simple sentence; compound বা complex নয়।
-
He is not only a teacher but also a writer – ভুল, এটি compound sentence, complex নয়।
-
He is both a writer and a teacher – ভুল, এটি simple sentence, complex নয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 week ago
“All the perfume of Arabia will not sweeten this little hand”-who said this?
Created: 6 days ago
A
Macbeth
B
Lady Macbeth
C
Lady Macduff
D
Macduff
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
Lady Macbeth’s Sleepwalking Line – Act 5, Scene 1
-
Scene: Act 5, Scene 1 – Lady Macbeth is sleepwalking.
-
Behavior: She obsessively tries to wash imagined blood of King Duncan from her hands.
-
Significance: The line reveals her overwhelming guilt and psychological torment over the murders.

0
Updated: 6 days ago
Masculine form of 'Spinster' -
Created: 1 week ago
A
Bachelor
B
Drake
C
Stag
D
Boar
লিঙ্গ অনুযায়ী প্রাণী ও মানুষদের নাম
Masculine (পুরুষ) | Feminine (স্ত্রী) | অর্থ / বর্ণনা |
---|---|---|
Colt | Filly | অশ্বশাবক |
Hart | Roe | পুরুষ হরিণ |
Ram | Ewe | ভেড়া / স্ত্রী-ভেড়া |
Drone | Bee | পুরুষ মৌমাছি / স্ত্রী মৌমাছি |
Bullock | Heifer | এঁড়ে বাছুর / বকনা বাছুর |
Spinster | — | (পুরুষ: Bachelor) অবিবাহিতা মহিলা / চিরকুমারী |
Drake | Duck | পাতিহাঁস / স্ত্রী হাঁস |
Stag | Doe | পুরুষ হরিণ / স্ত্রী হরিণ |
Boar | Sow | শূকর / স্ত্রী শূকর |
Source: Accessible Dictionary

0
Updated: 1 week ago
Wuthering Heights is a ______ by Emily Bronte.
Created: 1 week ago
A
satire
B
poem
C
short story
D
novel
Wuthering Heights
Novelist: Emily Brontë
-
Wuthering Heights উপন্যাসটি লেখা হয়েছে Emily Brontë দ্বারা।
-
প্রকাশকাল: ১৮৪৭ সালে।
-
লেখক এতে Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছেন।
-
এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় রোমান্টিক উপন্যাস।
Summary
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম বালক।
-
Heathcliff অন্যের আশ্রয়ে বেড়ে ওঠে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সাথে প্রেমে পড়েন।
-
Catherine অন্যের সঙ্গে বিয়ে করলে Heathcliff হারানো এবং ক্ষোভপূর্ণ হয়ে ফিরে আসে।
-
ফিরে আসার পর Heathcliff ধন সম্পদ অর্জন করে এবং Wuthering Heights ক্রয় করে।
-
সে Catherine-এর পরিবার এবং প্রাক্তন প্রেমিকদের প্রতি প্রতিশোধ নেয়।
-
পরবর্তীতে Catherine মারা যায়, তার ভাই Hindley ও মারা যায়।
-
কাহিনী প্রজন্মের মাধ্যমে এগিয়ে যায়, এবং Heathcliff-এর সন্তানও শেষ পর্যায়ে গল্পে যুক্ত হয়।
Main Characters
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (central character)
-
Lockwood
Emily Brontë (1818–1848)
-
Charlotte Brontë-এর ছোট বোন।
-
Wuthering Heights তার একমাত্র উপন্যাস, যা মূলত তার পরিচয় স্থাপন করে।
-
মাত্র ৩০ বছর বয়সে মারা যান।
Notable Works
-
Wuthering Heights
-
Poems by Currer, Ellis, and Acton Bell
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago