Needle : Sewing :: Knife : ?
A
Cutting
B
Farming
C
Sleeping
D
Reading
উত্তরের বিবরণ
Correct Answer: ক) Cutting
ব্যাখ্যা:
-
Needle (সূই) দিয়ে Sewing (সেলাই) করা হয়।
-
Knife হলো ছুরি, যা দিয়ে Cutting (কাটা) করা হয়।
-
সম্পর্ক: tool : function
A needle is used for sewing; a knife is used for cutting.
-
তাই analogical relation অনুযায়ী সঠিক উত্তর হলো Cutting।
Options:
-
ক) Cutting – কাটা ✅
-
খ) Farming – কৃষি কাজ করা
-
গ) Sleeping – ঘুমানো
-
ঘ) Reading – পড়া
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
Words inscribed on a tomb is an-
Created: 1 month ago
A
epitome
B
epithet
C
episode
D
epitaph
Words inscribed on a tomb is an - epitaph.
একটি সমাধির উপর লেখা শব্দ বা বাক্যকে epitaph বলা হয়। এটি সাধারণত মৃত ব্যক্তির স্মরণে সমাধিস্থলে খোদাই করা হয় এবং সেই ব্যক্তিকে স্মরণ করার একটি উপায় হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া, কোনো ব্যক্তি, সময় বা ঘটনা যেভাবে স্মরণীয় হবে, তারও নির্দেশ করতে পারে।
-
Epitaph (Noun)
ইংরেজি অর্থ:-
একটি বাক্য বা শব্দের রূপ যা মৃত ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে লেখা হয়, বিশেষ করে সমাধিস্তম্ভে খোদাই করা।
-
এমন কিছু যার মাধ্যমে কোনো ব্যক্তি, সময় বা ঘটনা স্মরণীয় হয়ে থাকে।
বাংলা অর্থ: সমাধিলিপি।
-
-
Epitome (Noun)
ইংরেজি অর্থ: কোনো গুণ বা ধরনের নিখুঁত উদাহরণ হিসেবে কোনো ব্যক্তি বা জিনিস।
বাংলা অর্থ: সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক। -
Epithet (Noun)
ইংরেজি অর্থ: কোনো ব্যক্তি বা জিনিসের বৈশিষ্ট্য বা গুণ প্রকাশকারী বিশেষণ বা বাক্যাংশ।
বাংলা অর্থ: কোনো চরিত্রের গুণাবলিসূচক বিশেষণ বা বর্ণনা, যেমন Akbar the Great। -
Episode (Noun)
ইংরেজি অর্থ: একটি ঘটনা বা ঘটনাগুলোর একটি ধারাবাহিক অংশ; একটি ঘটনা বা সময়কাল যা আলাদাভাবে বিবেচিত হয়।
বাংলা অর্থ: কোনো দীর্ঘ কাহিনির অন্তর্গত উপাখ্যান।

0
Updated: 1 month ago
In each of the following questions, choose the word opposite in meaning of the given word: Repeal-
Created: 2 months ago
A
Abolish
B
Enact
C
Annul
D
Nullify
Repeal (Verb)
English Meaning: কোনো আইন বা সংসদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা প্রত্যাহার করা।
Bangla Meaning: বাতিল করা; প্রত্যাহার করা।
অপশনগুলোর অর্থ —
-
Abolish (verb transitive)
যুদ্ধ, দাসপ্রথা বা পুরোনো কোনো প্রথা তুলে দেওয়া বা লোপ করা। -
Enact (verb transitive)
১) কোনো প্রস্তাবকে আইনে পরিণত করা বা আইন পাস করা।
২) নাটক বা কোনো ঘটনা মঞ্চস্থ করা। -
Annul (verb transitive)
আইন, চুক্তি ইত্যাদি রদ বা বাতিল করা।
এছাড়া সামাজিক বিয়ে বা অনুরূপ কিছু অকার্যকর ঘোষণা করা। -
Nullify (verb transitive)
রদ করা, বাতিল করা বা অকার্যকর করে দেওয়া।
সহজ বিশ্লেষণ:
Repeal মানে হলো কোনো আইন বাতিল বা প্রত্যাহার করা। উপরের শব্দগুলোর মধ্যে Enact এর অর্থ আইন তৈরি করা বা পাস করা, যা Repeal-এর সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে।
Source: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 months ago
Which of the following is a Coordinating Conjunction?
Created: 1 month ago
A
After
B
If
C
Once
D
Nor
• Conjunction
-
যে Part of Speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
Three Basic Types of Conjunctions:
1. Coordinating Conjunctions:
-
যা সমমানের দুইটি Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে।
-
অর্থাৎ, Coordinating Conjunctions সমান গুরুত্বসম্পন্ন দুটি Word, Phrase বা Clause যুক্ত করতে ব্যবহৃত হয়।
-
Examples: and, or, but, nor ইত্যাদি।
2. Subordinating Conjunctions:
-
যে Conjunction একটি Clause-এর শুরুতে বসে অন্য Clause-এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
-
অর্থাৎ, Subordinating Conjunctions একটি Clause অন্য Clause-এর ওপর নির্ভরশীল হলে ব্যবহৃত হয়।
-
Examples: how, if, lest, after, although, as, because, before, even if, even though, once, since, unless, until, when, where, while ইত্যাদি।
3. Correlative Conjunctions:
-
পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত Conjunction গুলোই Correlative Conjunctions।
-
অর্থাৎ, Correlative Conjunctions সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এবং একই ধরনের Word বা Phrase যুক্ত করে।
-
Examples: either…or, neither…nor, not only…but also, both…and, whether…or, as…as ইত্যাদি।

0
Updated: 1 month ago