A
Cutting
B
Farming
C
Sleeping
D
Reading
উত্তরের বিবরণ
Correct Answer: ক) Cutting
ব্যাখ্যা:
-
Needle (সূই) দিয়ে Sewing (সেলাই) করা হয়।
-
Knife হলো ছুরি, যা দিয়ে Cutting (কাটা) করা হয়।
-
সম্পর্ক: tool : function
A needle is used for sewing; a knife is used for cutting.
-
তাই analogical relation অনুযায়ী সঠিক উত্তর হলো Cutting।
Options:
-
ক) Cutting – কাটা ✅
-
খ) Farming – কৃষি কাজ করা
-
গ) Sleeping – ঘুমানো
-
ঘ) Reading – পড়া
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 week ago
The bird swooped down and caught its prey. The underlined word is used here as a/an-
Created: 4 weeks ago
A
Adjective
B
Preposition
C
Adverb
D
Verb
• The bird swooped down and caught its prey.
- Here, 'down' is an Adverb.
- পাখিটি হঠাৎ নিচে নেমে এসে তার শিকার ধরে ফেলল।
- 'swooped' verb কে modify করায়, 'down' এখানে adverb হবে।
• Down (Adverb)
- English Meaning: toward or in a lower physical position
- Bangla Meaning: নিচে; দুর্দশায়।
• Example sentence:
- Don't look down.
- Bangla meaning: নিচের দিকে তাকিও না।
Down শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।
• Down (Adjective)
Example sentence:
- The window shades were down.
- Bangla meaning: জানালার পর্দাগুলো নামানো ছিল।
• Down (Preposition)
Example sentence:
- She fell down the stairs.
- Bangla meaning: সে সিঁড়ি থেকে পড়ে গেল।
• Down (Verb)
Example sentence:
- The storm downed power lines throughout the city.
- Bangla meaning: ঝড়ের কারণে শহরজুড়ে বিদ্যুতের লাইন পড়ে গেছে।
Source: merriam-webster, Cambridge Dictionary.

0
Updated: 4 weeks ago
Choose the appropriate prepositions in the blank of the following sentence: The family doesn't feel ______ going outing this season.
Created: 4 days ago
A
in
B
on
C
like
D
of
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: Like
Complete Sentence উদাহরণ:
-
The family doesn't feel like going outing this season.
ব্যাখ্যা:
-
কিছু করতে ইচ্ছা করা বা আগ্রহ প্রকাশের জন্য
feel like
ব্যবহার করা হয়।
উদাহরণ:-
I don’t feel like going out of the room now.
-
He didn’t feel like going to work today.
-
I just don't feel like doing anything tonight.
-
-
like
আবার ‘মতো’ বা ‘অনুরূপ’ অর্থেও ব্যবহৃত হয়।
উদাহরণ:-
He looks like his father. (সে দেখতে তার বাবার মতো)
-
উৎস: Longman Dictionary of Contemporary English

0
Updated: 4 days ago
Each of the candidates, as well as the hiring officer, ________ attending the orientation.
Created: 4 weeks ago
A
is
B
were
C
have
D
are
• Complete Sentence: Each of the candidates, as well as the hiring officer, is attending the orientation.
- Bangla Meaning: প্রত্যেক প্রার্থী এবং নিয়োগ কর্মকর্তা ওরিয়েন্টেশনে অংশ নিচ্ছেন।
- as well as দ্বারা দুইটি বাক্য যুক্ত হলে verb "as well as" এর পূর্বে যে subject থাকে তার number/person অনুযায়ী হয়।
• structure:
- Subject + verb + as well as + verb + object.
- প্রশ্নে উল্লিখিত বাক্যে as well as এর পূর্বে subject "Each of the candidates" থাকায় শূন্যস্থানে is বসবে।

0
Updated: 4 weeks ago