Change into passive voice:
Someone has stolen my pen.
A
My pen was stolen by someone.
B
My pen has been stolen by someone.
C
My pen had been stolen by someone.
D
My pen is being stolen by someone.
উত্তরের বিবরণ
Correct Answer: খ) My pen has been stolen by someone
ব্যাখ্যা:
-
মূল বাক্য: Someone has stolen my pen
-
এটি একটি active voice বাক্য এবং tense হলো present perfect (has stolen)।
-
Present perfect tense এর passive voice গঠন:
-
Passive voice গঠন:
-
Object (my pen) → Subject
-
Verb (has stolen) → has been stolen
-
-
সুতরাং: My pen has been stolen by someone
Other Options:
-
My pen was stolen by someone – ভুল, কারণ এটি past indefinite tense, মূল বাক্য ছিল present perfect।
-
My pen had been stolen by someone – ভুল, কারণ এটি past perfect tense, যা সময়ের সাথে মেলে না।
-
My pen is being stolen by someone – ভুল, কারণ এটি present continuous tense, মূল বাক্য present perfect ছিল।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Which one of the following sentences is correct?
Created: 1 month ago
A
She gave me some useful advices.
B
She gave me some useful advice.
C
She gave me some useful adviceses.
D
She gave me some useful piece of advices.
শব্দ “Advice” সম্পর্কিত তথ্য
শব্দ | Part of Speech | English Meaning | Bangla Meaning | টিপস |
---|---|---|---|---|
Advice | Noun (Uncountable) | An opinion or suggestion about what somebody should do | উপদেশ; পরামর্শ | - Article (a, an) ব্যবহার হয় না। - Plural form নেই। - Plural বলতে গেলে: a piece of advice → two pieces of advice |
উদাহরণ
-
Correct: She gave me some useful advice.
(সে আমাকে কিছু উপকারী পরামর্শ দিয়েছে।) -
Incorrect: She gave me an advice.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
One whose attitude is 'eat, drink and be merry' is-
Created: 1 month ago
A
materialistic
B
epicurean
C
cynic
D
stoic
Epicurean (adjective / noun)
English Meaning: A person devoted to sensual enjoyment, especially pleasures of fine food and drink.
Bangla Meaning: (ব্যক্তি) ইন্দ্রিয়বিলাসী; ভোগবাদী মত বা দার্শনিক চিন্তাধারা, যা গ্রিক দার্শনিক এপিকিউরাসের দ্বারা প্রবর্তিত।
বিস্তারিত ব্যাখ্যা:
-
Epicurean হল এমন একজন ব্যক্তি যার মূল লক্ষ্য হলো জীবনকে উপভোগ করা—বিশেষ করে খাবার ও পানীয়ের আনন্দ।
-
এই মতবাদ Epicurus নামক দার্শনিক দ্বারা প্রতিষ্ঠিত।
-
এদের দৃষ্টিকোণ অনুযায়ী, সুখ লাভের মাধ্যমে জীবনকে উপভোগ করা এবং দুঃখ বা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
-
এদের প্রখ্যাত স্লোগান বা মোট্টো ছিল: “Eat, drink, and be merry”।
অন্যান্য সম্পর্কিত শব্দ:
-
Materialistic (noun / adjective)
-
English: Excessively concerned with money or possessions.
-
Bangla: বস্তুবাদী; মূলত ধন বা পদার্থের প্রতি অতি মনোযোগী।
-
-
Cynic (noun)
-
English: A person who believes everyone acts only from self-interest.
-
Bangla: হতাশাবাদী বা দোষদর্শী ব্যক্তি।
-
-
Stoic (noun)
-
English: Someone indifferent to pleasure or pain.
-
Bangla: সুখে বা দুঃখে নির্বিকার ব্যক্তি।
-
উৎস: Oxford Learner’s Dictionary; Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
Choose the spelling.
Created: 3 weeks ago
A
Ostentation
B
Austentation
C
Oustentation
D
Ostentetion
Ostentation (Noun)
-
English Meaning: An exaggerated display of wealth, knowledge, or skill made to impress people.
-
Bangla Meaning: প্রশংসা অর্জন বা ঈর্ষা জাগানোর উদ্দেশ্যে (বিত্ত, বিদ্যা, দক্ষতা ইত্যাদি) প্রদর্শন
-
উদাহরণ: The ostentation of the newly rich
-
Example Sentence:
-
His wealth was displayed with unnecessary ostentation.
-
বাংলা অর্থ: তার সম্পদ অযথা আড়ম্বরের সঙ্গে প্রদর্শিত হয়েছিল।
Source:

0
Updated: 3 weeks ago