Change into a compound sentence:
Though he was ill, he attended the meeting.
A
He was ill and he attended the meeting.
B
He attended the meeting because he was ill.
C
He was ill but he attended the meeting.
D
He was attending the meeting and was ill.
উত্তরের বিবরণ
Correct Answer: গ) He was ill but he attended the meeting
ব্যাখ্যা:
-
মূল বাক্য: Though he was ill, he attended the meeting
-
এটি একটি complex sentence, যেখানে Though হলো subordinating conjunction।
-
বাক্যটি দুটি অংশ নিয়ে গঠিত:
-
কারণ/বাধা: Though he was ill
-
প্রধান কাজ: he attended the meeting
-
-
Compound sentence করতে হলে দুটি independent clauses কে coordinating conjunction (যেমন: but, and, so) দিয়ে যুক্ত করতে হবে।
-
এখানে but ব্যবহার করলে মূল অর্থ বজায় থাকে — অসুস্থ হলেও সে মিটিংয়ে অংশ নিয়েছে।
Other Options:
-
He was ill and he attended the meeting – ভুল, কারণ and contrast প্রকাশ করে না।
-
He attended the meeting because he was ill – ভুল, কারণ এটি কারণ প্রকাশ করছে এবং মূল বাক্যের অর্থ পরিবর্তন করে।
-
He was attending the meeting and was ill – ভুল, কারণ এটি অর্থ ও গঠন উভয়ই মূল বাক্যের সাথে মেলে না।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Love for the whole world is called -
Created: 1 month ago
A
philanthropy
B
misogyny
C
benevolence
D
misanthropy
সঠিক উত্তর: Philanthropy
-
Love for the whole world is called – Philanthropy.
-
Philanthropy (Noun):
-
English Meaning: The desire to help and improve the lives of others, usually by donating money or doing good works.
-
Bangla Meaning: মানবপ্রেম; লোকহিতৈষণা; জনসেবা।
-
অন্য অপশনগুলোর অর্থ:
-
Misogyny (Noun):
-
English Meaning: Strong dislike, hatred, or prejudice against women.
-
Bangla Meaning: নারীবিদ্বেষ; স্ত্রীদ্বেষ।
-
-
Benevolence (Noun):
-
English Meaning: The quality of being kind and wishing to do good or charitable acts.
-
Bangla Meaning: হিতসাধনের মনোভাব বা দানশীলতা।
-
-
Misanthropy (Noun):
-
English Meaning: Hatred or dislike of humankind.
-
Bangla Meaning: নরবিদ্বেষ; মানববৈরভাব।
-
তথ্যসূত্র: Oxford Learner’s Dictionary

0
Updated: 1 month ago
Fill in the blank with the correct option: 'The family _____ their homeland during the 1960s.'
Created: 3 weeks ago
A
left
B
was left
C
had been left
D
had left
"The family left their homeland during the 1960s." এই বাক্যে left ব্যবহার করা হয়েছে কারণ এটি Simple Past Tense, যা অতীতের একটি নির্দিষ্ট ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়। এখানে 1960s একটি নির্দিষ্ট সময়কাল নির্দেশ করছে, তাই left (leave-এর অতীত রূপ) সঠিক।
-
Simple Past ব্যবহার করা হয়:
-
অতীতের নির্দিষ্ট সময়ে সংঘটিত ঘটনা বোঝাতে
-
যেমন: She visited Paris last year.
-
-
Other options:
-
was left: এটি passive voice। অর্থ: "ছাড়া হয়েছিল" বা "পরিত্যক্ত ছিল"। উদাহরণ: The house was left in ruins after the storm. এখানে মূল subject "the family", তাই passive voice ব্যবহার করা ভুল।
-
had been left: এটি Past Perfect Passive। অর্থ: "পরিবারটিকে ছেড়ে দেওয়া হয়েছিল" যা প্রসঙ্গের জন্য সঠিক নয়।
-
had left: এটি Past Perfect, সাধারণত তখন ব্যবহৃত হয় যখন কোনো ঘটনা অন্য অতীত ঘটনার আগে সংঘটিত হয়েছে। এখানে প্রয়োজন নেই।
-
অতএব, বাক্যের জন্য সঠিক উত্তর হলো left।

0
Updated: 2 weeks ago
Verb of 'Number' is __
Created: 1 month ago
A
number
B
enumerate
C
numbering
D
numerical
According to The Oxford dictionary,
ক) Number (noun) (পরিমাণ বা অঙ্ক; সংখ্যা) - An arithmetical value, expressed by a word, symbol, or figure, representing a particular quantity and used in counting and making calculations.
- Number (Verb) (সংখ্যা দ্বারা চিহ্নিত করা; সংখ্যা দেওয়া)
- Amount to (a specified figure or quantity); comprise.
খ) Enumerate (verb) গণনা করা; এক এক করে নামোল্লেখ করা
- it itself is a different verb that is similar to the verb 'number'
গ) Numbering (verb)- চিহ্নিত করা; সংখ্যাগণনা করা; সংখ্যা দেত্তয়া;
- This is the continuous form or gerund of the verb "number." It denotes an ongoing action.
- For example, "He is numbering the pages of the manuscript."
ঘ) Numerical(adjective) সংখ্যাবিষয়ক; সংখ্যাভুক্ত; সংখ্যাসূচক।
• Number এবং Numbering উভয়ই verb form এ রয়েছে কিন্তু tense ভেদে এরা ভিন্ন ভাবে ব্যবহৃত হয়।
- কিন্তু যদি number এর base verb form জানতে চাওয়া হয় তবে সেক্ষেত্রে Number অধিক গ্রহণ যোগ্য।
- যদি number এর ongoing or continous form জানতে চাওয়া হয়, তখন সেক্ষেত্রে numbering গ্রহণযোগ্য।
- প্রদত্ত প্রশ্নে parts of speech এর interchange এর ভিত্তিতে যেহেতু number এর verb form জানতে চাওয়া হয়েছে, তাই অধিক গ্রহণ যোগ্য উত্তর হিসেবে number উত্তর রাখা হয়েছে।
Source: Oxford Dictionary and Merriam Webster Dictionary and Bangla Academy Dictionary.

0
Updated: 1 month ago