A
Recommandation
B
Recomandation
C
Recommendation
D
Reccomandation
উত্তরের বিবরণ
Correct Answer: গ) Recommendation
Recommendation (Noun)
-
Bangla Meaning: সুপারিশ, পরামর্শ
-
English Meaning: the act of recommending
Examples:
-
The best way to find a builder is by personal recommendation.
-
Any recommendation will then go forward to the district council's full meeting in May.
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 week ago
Depression is often hereditary. The underlined word is a/an-
Created: 1 week ago
A
Adverb
B
Adjective
C
Noun
D
Verb
Hereditary (adjective)
ইংরেজি অর্থ: কোনো বৈশিষ্ট্য বা রোগ যা পিতামাতা থেকে সন্তানদের মধ্যে জিনের মাধ্যমে চলে আসে।
বাংলা অর্থ: পুত্রপৌত্রে প্রাপ্ত; পরম্পরাগত; ক্রমায়ত; কৌলিক; বংশানুক্রমিক।
উদাহরণ বাক্য:
-
Depression is often hereditary.
এই বাক্যে ‘hereditary’ শব্দটি ‘Depression’ (নামপদ) কে বর্ণনা করছে, তাই এটি একটি বিশেষণ (Adjective)।
সূত্র: Oxford Learner’s Dictionary, Merriam-Webster Dictionary.

0
Updated: 1 week ago
They left early to catch the train. (complex)
Created: 1 week ago
A
They left early so that they could catch the train.
B
They left early to may catch the train.
C
They left early so that they catch the train.
D
They left early in order catch the train.
The correct answer is - ক) They left early so that they could catch the train.
Simple Sentence-এ যদি to + verb দ্বারা কোনো উদ্দেশ্য (purpose) প্রকাশ পায়, তাহলে তাকে Complex Sentence-এ রূপান্তর করার নিয়ম:
Simple Sentence এর to উঠে যাবে, এর জায়গায় in order that + NP + can/may অথবা so that + NP + can/may বসাতে হবে।
Example:
Simple: They left early to catch the train.
Complex: They left early so that they may catch the train.
• More Example:
Simple: We eat to live. (আমরা বাঁচার জন্য খাই। বাঁচা = to live এখানে 'উদ্দেশ্য' বুঝাচ্ছে।)
Complex: We eat in order that we may live (আমরা খাই এই উদ্দেশ্যে যে যেন আমরা বাঁচতে পারি।)
or, We eat so that we may live.
Simple: We hired a boat to go there.
Complex: We hired a boat in order that we might go there.
or, We hired a boat so that we might go there.
Simple: We live in houses to be comfortable.
Complex: We live in houses so that we may be comfortable.
or, We live in houses in order that we may be comfortable.
Other options
খ) They left early to may catch the train.
"to may catch" — এখানে "may" এর সঠিক ব্যবহার হয়নি, "to" + infinitive verb মিলছে না।
গ) They left early so that they catch the train.
- "they catch" (present tense) না হয়ে উচিত "they could catch" (past/future সম্ভাবনা বোঝাতে)।
ঘ) They left early in order catch the train.
- "in order" এর পর "to" থাকতে হয়: "in order to catch"।

0
Updated: 1 week ago
Find the odd-one-out -
Created: 1 week ago
A
The Bluest Eye
B
Sula
C
As I Lay Dying
D
A Mercy
প্রশ্ন: উল্লিখিত অপশনগুলোর মধ্যে “Odd one” কোনটি?
-
উত্তর: As I Lay Dying
ব্যাখ্যা:
-
অন্য তিনটি সাহিত্যকর্ম—The Bluest Eye, Sula, এবং A Mercy—রচয়িতা আমেরিকান লেখিকা Toni Morrison।
-
As I Lay Dying একটি উপন্যাস, যা লিখেছেন William Faulkner এবং প্রকাশিত হয়েছে ১৯৩০ সালে।
As I Lay Dying সংক্ষেপে:
-
উপন্যাসটির ঘটনা ঘটে কল্পিত Yoknapatawpha কাউন্টি, Mississippi, USA-তে।
-
গল্পটি বিভিন্ন চরিত্রের দৃষ্টিকোণ থেকে ভাগাভাগি এবং ইন্টারকাটেড ন্যারেশনের মাধ্যমে বলা হয়েছে।
-
মূল চরিত্ররা:
-
Addie Bundren (প্রধান চরিত্র)
-
Anse (Addie-এর স্বামী)
-
Cash, Darl, Vardaman (ছেলেরা)
-
Dewey Dell (মেয়ে)
-
Jewel (Addie-এর অবৈধ সন্তান)
-
-
গল্পের মূল থিম: Addie-এর মৃত্যুর পর তার পরিবার তার ইচ্ছামতো তাকে জন্মস্থান কবরস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং পথের মধ্যে পরিবারের প্রত্যেক সদস্যের ভাগ্য তুলে ধরা হয়।
লেখক সম্পর্কে তথ্য:
-
William Cuthbert Faulkner ছিলেন আমেরিকান সাহিত্যিক।
-
জন্ম: ১৮৯৭, New Albany, Mississippi, USA
-
১৯৪৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য উপন্যাস:
-
The Sound and the Fury
-
As I Lay Dying (১৯৩০)
-
Light in August
-
Absalom, Absalom!
উৎস: Britannica

0
Updated: 1 week ago