A
does she?
B
doesn’t she?
C
did she?
D
didn’t she?
উত্তরের বিবরণ
Correct Answer: ক) does she?
ব্যাখ্যা:
-
“Hardly” মানে প্রায় কখনো না, যা নেগেটিভ অর্থ বহন করে। সেক্ষেত্রে tag question হবে positive → does she?
Tag Question করার নিয়মসমূহ:
-
Tag question সাধারণত ব্যবহৃত হয় মূল বক্তব্যটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
-
Tag question-এর subject সর্বদা মূল sentence-এর subject-এর pronoun হয়।
-
Tag question গঠনের জন্য auxiliary verb ব্যবহার করা হয়, এবং সাধারণত এর সংক্ষিপ্ত রূপ নেওয়া হয়।
-
যদি মূল বাক্য positive হয়, তাহলে tag question হবে negative।
-
যদি মূল বাক্য negative হয়, তাহলে tag question হবে positive।
Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain

0
Updated: 1 week ago
It is I who _____ to blame for this error.
Created: 6 days ago
A
am
B
are
C
is
D
be
Relative Pronoun-এর পর Verb ব্যবহারের নিয়ম
-
শূন্যস্থানে সঠিক উত্তর হবে: am
Complete Sentence: It is I who am to blame for this error. -
যখন বাক্যে Relative Pronoun (যেমন: who, whom, which, what, when, whose, how, that) ব্যবহৃত হয়, তখন এর পরবর্তী verb বসে Antecedent (Relative pronoun-এর আগে থাকা noun/pronoun)-এর সাথে সঙ্গতি রেখে।
-
উপরের উদাহরণে, Antecedent হলো I। তাই verb হয়েছে am। যদি Antecedent you হয়, তবে verb হবে are।
Examples:
-
It is I who am to blame.
-
It is you who are to leave.
-
It is he who is to go.

0
Updated: 6 days ago
He played instead of _______ .
Created: 1 week ago
A
having worked
B
working
C
work
D
worked
Instead of
• Complete Sentence:
-
English: He played instead of working.
-
Bangla: কাজ করার পরিবর্তে সে খেলেছে।
• Grammar Rule:
-
"Instead of" একটি preposition।
-
Preposition-এর পরে gerund (verb + ing) ব্যবহার করতে হয়।
-
অর্থাৎ, preposition (of, in, on, up, for, by, ইত্যাদি)-এর পরে সবসময় verb + ing বসে।
• More Examples:
-
The old man was tired of walking.
-
A grant for studying medicine.
-
He gave up playing tennis.

0
Updated: 1 week ago
"A rolling stone gathers no moss" The complex form of the sentence is-
Created: 4 days ago
A
Since a stone is rolling, it gathers no moss.
B
Though a stone rolls, it gathers no moss.
C
A stone what rolls gathers no moss.
D
A stone that rolls gathers no moss.
যদি একটি participle যুক্ত simple sentence কে complex sentence এ রূপান্তর করতে হয়, তাহলে participle অংশকে subordinate clause এ রূপান্তর করতে হয়, আর বাকির অংশ main clause হিসেবে অপরিবর্তিত থাকে।
উদাহরণ হিসেবে বিবেচনা করি:
-
প্রদত্ত বাক্য: A rolling stone gathers no moss.
-
এখানে “rolling” হচ্ছে present participle।
-
participle অংশকে subordinate clause এ রূপান্তর করলে এটি হবে: A stone that rolls।
-
মূল বাক্য বা main clause হলো gathers no moss।
অতএব, সঠিক রূপান্তর হবে:
-
Complex sentence: A stone that rolls gathers no moss.
উৎস: সাধারণ ইংরেজি ব্যাকরণ, participle-to-subordinate clause রূপান্তরের নিয়ম।

0
Updated: 4 days ago