A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
প্রবন্ধগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
No subjects available.
উত্তরের বিবরণ
‘চিত্তনামা’ কাব্যগ্রন্থ
-
লেখক: কাজী নজরুল ইসলাম
-
বিষয়: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতি শ্রদ্ধা ও শোক
-
প্রকাশকাল: ১৯২৫ খ্রিস্টাব্দ (১৩৩২ বঙ্গাব্দ)
-
পটভূমি:
-
চিত্তরঞ্জন দাশ ১৩৩২ বঙ্গাব্দের ২রা আষাঢ় মারা যান।
-
নজরুল তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কবিতা লিখেন:
-
অর্ঘ্য
-
অকাল-সন্ধ্যা
-
সান্ত্বনা
-
ইন্দ্রপ্তন
-
রাজভিখারি
-
-
-
বৈশিষ্ট্য: কবিতাগুলোতে চিত্তরঞ্জনের প্রতি নজরুলের গভীর আবেগ ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।
কাজী নজরুল ইসলাম সংক্ষেপে
-
জাতীয় কবি: বাংলাদেশ
-
জন্ম: ২৪ মে ১৮৯৯ (১৩০৬ বঙ্গাব্দ), বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত

0
Updated: 1 week ago
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম -
Created: 1 week ago
A
দাদাভাই
B
যাযাবর
C
জাবালি
D
বীরবল
বাংলা সাহিত্যে ছদ্মনাম ও প্রকৃত লেখক
ছদ্মনাম | লেখক |
---|---|
যাযাবর | বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় |
বীরবল | প্রমথ চৌধুরী |
জাবালি | বিমল মিত্র |
দাদাভাই | রোকনুজ্জামান খান |

0
Updated: 1 week ago
'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
কোরেশী মাগন ঠাকুর
B
মুহম্মদ খান
C
আমির হামজা
D
সৈয়দ সুলতান
‘চন্দ্রাবতী’ কাব্য
‘চন্দ্রাবতী’ কাব্যের রচয়িতা হলেন কোরেশী মাগন ঠাকুর। মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চার সূচনা ঘটে, যার প্রধান উজির ছিলেন কোরেশী মাগন ঠাকুর।
তাঁর পৃষ্ঠপোষকতায় আরাকান বা রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য বিকাশ লাভ করে। তিনি কবি আলাওল-কে ‘পদ্মাবতী’ ও ‘সয়ফুলমুলুক বদিউজ্জামান’ কাব্য রচনায় পৃষ্ঠপোষকতা করেন।
আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবিদের মধ্যে—
-
আলাওল
-
দৌলত কাজী
-
কোরেশী মাগন ঠাকুর

0
Updated: 2 weeks ago
সম্প্রতি, ভারত ও যুক্তরাজ্য কত বিলিয়ন পাউন্ডের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
৩ বিলিয়ন
B
৬ বিলিয়ন
C
১০ বিলিয়ন
D
১২ বিলিয়ন
ভারত–যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি – ২০২৫
-
স্বাক্ষরকারী নেতারা:
-
ভারতের প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদি
-
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী: কিয়ার স্টারমার
-
-
স্বাক্ষরের তারিখ: ২৪ জুলাই, ২০২৫
-
চুক্তির মূল্য: ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ব্রিটিশ পাউন্ড
-
মূল সুবিধা:
-
ভারতের ৯৯% রপ্তানি পণ্য ব্রিটেনে শূন্য শুল্কে প্রবেশ করবে
-
প্রাধান্যপ্রাপ্ত পণ্য: গহনা, বস্ত্র, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাবার
-
যুক্তরাজ্যের পণ্য: তৈরি গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, কোমল পানীয়, প্রসাধনী
-
-
শুল্ক সুবিধা: গড় শুল্কহার ১৫% থেকে কমে ৩% হবে
-
প্রত্যাশিত দ্বিপাক্ষিক বাণিজ্য: বছরে ৩,৪০০ কোটি ডলার
-
উল্লেখযোগ্য মন্তব্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী চুক্তিটিকে ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের “সবচেয়ে বড় অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি” হিসেবে অভিহিত করেছেন

0
Updated: 2 weeks ago