'চিত্তনামা' কাজী নজরুল ইসলাম রচিত কোন প্রকার সাহিত্য?
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
প্রবন্ধগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
উত্তরের বিবরণ
‘চিত্তনামা’ কাব্যগ্রন্থ
-
লেখক: কাজী নজরুল ইসলাম
-
বিষয়: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতি শ্রদ্ধা ও শোক
-
প্রকাশকাল: ১৯২৫ খ্রিস্টাব্দ (১৩৩২ বঙ্গাব্দ)
-
পটভূমি:
-
চিত্তরঞ্জন দাশ ১৩৩২ বঙ্গাব্দের ২রা আষাঢ় মারা যান।
-
নজরুল তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কবিতা লিখেন:
-
অর্ঘ্য
-
অকাল-সন্ধ্যা
-
সান্ত্বনা
-
ইন্দ্রপ্তন
-
রাজভিখারি
-
-
-
বৈশিষ্ট্য: কবিতাগুলোতে চিত্তরঞ্জনের প্রতি নজরুলের গভীর আবেগ ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।
কাজী নজরুল ইসলাম সংক্ষেপে
-
জাতীয় কবি: বাংলাদেশ
-
জন্ম: ২৪ মে ১৮৯৯ (১৩০৬ বঙ্গাব্দ), বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত

0
Updated: 1 month ago
বৈষ্ণব পদাবলি কোন চরিত্রের প্রেমলীলা অবলম্বনে রচিত?
Created: 2 months ago
A
লক্ষ্মী-নারায়ণ
B
উমা-মহেশ্বর
C
রাধা-কৃষ্ণ
D
সীতা-রাম
বৈষ্ণব পদাবলি
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরব হলো বৈষ্ণব পদাবলি সাহিত্য। রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এই অমর কবিতাগুলো বাংলাদেশে শ্রীচৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব মতবাদের প্রসারে ব্যাপক বিকাশ লাভ করে।
মধ্যযুগের সাহিত্যধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণ ও গুণ—উভয় ক্ষেত্রেই সবচেয়ে সমৃদ্ধ।
বৈষ্ণব সাহিত্য মূলত তিন প্রকার—
-
জীবনীকাব্য
-
বৈষ্ণব শাস্ত্র
-
বৈষ্ণব পদাবলি

0
Updated: 2 months ago
'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।'- উক্তিটি কোন গল্পের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
সমাপ্তি
B
পোস্টমাস্টার
C
দেনা-পাওনা
D
সুভা
✦ ছোটগল্প: সমাপ্তি
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
সংকলন: গল্পগুচ্ছ
প্রধান চরিত্র: মৃন্ময়ী
বিশেষ তথ্য / বিখ্যাত উক্তি:
-
“শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।”
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
‘সমাপ্তি’ ছোটগল্প

0
Updated: 1 month ago
জীবনানন্দ দাশের “আবার আসিব ফিরে” কবিতায় কাকে ‘শাদা ছেঁড়া পালে’ দেখা যায় ?
Created: 3 weeks ago
A
এক বৃদ্ধ মাঝিকে
B
এক শিকারিকে
C
এক কিশোরকে
D
এক জেলেকে
‘আবার আসিব ফিরে’ কবিতাটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। এটি জীবনানন্দ দাশ রচিত এবং তাঁর কাব্যগ্রন্থ ‘রূপসী বাংলা’ থেকে সংগৃহীত। কবিতাটিতে কবি মৃত্যুর পরও বাংলার মাটিতে ফিরে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।
-
রচয়িতা: জীবনানন্দ দাশ
-
কাব্যগ্রন্থ: রূপসী বাংলা
-
প্রকাশকাল: ১৯৫৭ সাল
-
কবিতার বৈশিষ্ট্য: কবি মানুষের রূপে না হলেও বাংলার প্রকৃতি, পাখি বা প্রাণীর বেশে আবার ফিরে আসার কথা বলেছেন। তিনি ধানসিড়ি নদীর তীর, বাংলার পাখি, প্রকৃতি, শিশুর খেলা—সবকিছুর মধ্যেই নিজেকে খুঁজে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
-
এই কবিতায় উল্লেখ আছে যে, এক কিশোরকে এক শাদা ছেঁড়া পালে দেখা যায়।
‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ:
-
জীবনানন্দ দাশ রচিত অন্যতম কাব্যগ্রন্থ।
-
প্রকাশিত হয় ১৯৫৭ সালে।
-
এর কবিতাগুলো প্রধানত সনেট আকারে রচিত।
-
বাংলার গ্রাম-প্রকৃতি, নদী-নালা, পশু-পাখি, উৎসব-অনুষ্ঠান কাব্যের মূল বিষয়বস্তু।
-
‘আবার আসিব ফিরে’ এ গ্রন্থের বিখ্যাত কবিতা।
জীবনানন্দ দাশ
-
কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল।
-
আদি নিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম।
-
পিতা: সত্যানন্দ দাশ, স্কুলশিক্ষক ও সমাজসেবক।
-
মাতা: কুসুমকুমারী দাশ, একজন কবি।
উপাধি
-
ধূসরতার কবি
-
তিমির হননের কবি
-
রূপসী বাংলার কবি
-
নির্জনতার কবি
উল্লেখযোগ্য রচনা
কাব্যগ্রন্থ:
-
ঝরা পালক (প্রথম কাব্যগ্রন্থ)
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
উপন্যাস:
-
মাল্যবান
-
সুতীর্থ
প্রবন্ধগ্রন্থ:
-
কবিতার কথা

0
Updated: 2 weeks ago