A
লুইপা
B
কাহ্নপা
C
শবরপা
D
ভুসুকুপা
উত্তরের বিবরণ
শবরপা
-
পদবী: চর্যাপদের সর্বাপেক্ষা প্রাচীন কবি।
-
শিষ্যত্ব: নাগার্জুনের শিষ্য।
-
জীবনকাল: ৬৮০ – ৭৬০ খ্রিস্টাব্দ (অনুমান)।
-
পদরচনা: চর্যাপদের প্রথম পদকর্তা ও লুইপার গুরু।
-
পদসংখ্যা: ২৮ ও ৫০ নং পদের রচয়িতা।
-
গ্রন্থ: সংস্কৃত ও অপভ্রংশ মিলে মোট ১৬টি গ্রন্থ রচনা।
উল্লেখযোগ্য পঙক্তি

0
Updated: 1 week ago
'ভিখু ও পাঁচী' চরিত্র দুটির স্রষ্টা কে?
Created: 5 days ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মানিক বন্দ্যোপাধ্যায়
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রাগৈতিহাসিক গল্প
-
রচয়িতা: মানিক বন্দ্যোপাধ্যায়।
-
প্রধান চরিত্র: ভিখু ও পাঁচী।
-
মূলভাব:
-
মানুষের জৈবিক ক্ষুধার ইতিহাস।
-
জৈব ক্ষুধার জন্য মানুষ পশুত্বে পর্যবসিত হতে পারে—এ কথাই গল্পে প্রতিফলিত।
-
মানুষের জৈব প্রেরণা আদিম প্রবৃত্তি, যা জন্মগতভাবে কামনা-বাসনার সঙ্গে যুক্ত।
-
ভিখু ও পাঁচী তাদের জৈব তাড়না সন্তানদের মধ্যেও সঞ্চারিত করবে—এই ধারাই গল্পকে "প্রাগৈতিহাসিক" করে তোলে।
-
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান্য বিখ্যাত ছোটগল্প
-
অতসী মামী
-
সরীসৃপ
-
সমুদ্রের স্বাদ
-
হলুদ পোড়া
-
ভেজাল
-
ছোট বকুলপুরের যাত্রী
-
আত্মহত্যার অধিকার ইত্যাদি

0
Updated: 5 days ago
বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে?
Created: 6 days ago
A
মীর মশাররফ হোসেন
B
কাজী নজরুল ইসলাম
C
নির্মলেন্দু গুণ
D
রবীন্দ্রনাথ ঠাকুর
নির্মলেন্দু গুণ
-
জন্ম: ১৯৪৫, বারহাট্টার কাশবন, নেত্রকোনা
-
সম্পূর্ণ নাম: নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী
-
পরিচয়: বাংলাদেশের কবিদের কবি
-
পুরস্কার:
-
১৯৮২: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
-
১৯৮২: আলাওল সাহিত্য পুরস্কার
-
২০০১: একুশে পদক
-
রচিত কাব্যগ্রন্থ
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
ও বন্ধু আমার
-
চাষাভূষার কাব্য
-
পৃথিবীজোড়া গান
-
দূর হ দুঃশাসন
-
ইসক্রা
-
নেই কেন সেই পাখি
-
মুজিব-লেনিন-ইন্দিরা
-
শিয়রে বাংলাদেশ
রচিত ভ্রমণকাহিনি
-
ভগলার তীরে
-
গীনসাবার্গের সঙ্গে
-
আমেরিকায় জুয়ালেখার স্মৃতি
-
ভ্রমি দেশে দেশে

0
Updated: 6 days ago
বৈষ্ণব পদাবলিতে 'শৃঙ্গার রস'কে কী নামে ডাকা হয়?
Created: 2 weeks ago
A
মধুররস
B
সখ্যরস
C
দাস্যরস
D
শান্তরস
বৈষ্ণব পদাবলি
বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। এ ধারার প্রথম পদকর্তা হিসেবে বাঙালি কবি জয়দেব পরিচিত। তাঁর রচিত ‘গীতগোবিন্দম্’ কাব্য, যা রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এবং সংস্কৃত ভাষায় লিখিত, আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন হিসেবে গণ্য হয়।
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন। বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধা নায়িকা হিসেবে চিত্রিত। পদাবলিতে নায়িকার আটটি অবস্থা রয়েছে।
এই কাব্যে মোট পাঁচটি রস বিদ্যমান—
-
শান্তরস
-
দাস্যরস
-
সখ্যরস
-
বাৎসল্যরস
-
মধুররস (মধুররসকে শৃঙ্গার রসও বলা হয়)

0
Updated: 2 weeks ago