কোনটি চন্দ্রাবতীর রচিত কাব্য?
A
মহুয়া
B
দস্যু কেনারামের পালা
C
কমলা
D
দেওয়ানা মদিনা
উত্তরের বিবরণ
চন্দ্রাবতী:
- চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের ষোলো শতকের একজন উল্লেখযোগ্য নারী কবি।
- মহিলা কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা করে পুরাতন বাংলা সাহিত্যর ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসেবে গৌরব অর্জন করেন।
- মধ্যযুগের তিনজন প্রধান নারী কবির একজন চন্দ্রাবতী।
- অপর দুইজন চণ্ডীদাস অনুরাগী রামী ও চৈতন্যের কৃপাপাত্রী মাধবী।
- চন্দ্রাবতীর পিতা ছিলেন মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
- তিনি পিতার আদেশে 'রামায়ণ' অনুবাদে হাত দেন। কিন্তু তা সমাপ্ত করার পূর্বে মারা যান।
- তাঁর রচনার বৈশিষ্ট্য ষোড়শ শতাব্দীর সামাজিক অর্থনৈতিক অবস্থা প্রতিফলিত করা।
• চন্দ্রাবতী রচিত কাব্যগুলো হলো:
- মলুয়া
- দস্যু কেনারামের পালা
- রামায়ণ।
অন্যদিকে,
- মহুয়া-দ্বিজ কানাই,
- কমলা- দ্বিজ ঈশান,
- দেওয়ানা মদিনা- মনসুর বয়াতি।

0
Updated: 1 month ago
শুকুর মাহমুদ রচিত নাথ সাহিত্য গ্রন্থ কোনটি?
Created: 3 weeks ago
A
গোপীচন্দ্রের সন্ন্যাস
B
ময়নামতির গান
C
গোর্খবিজয়
D
মীনচেতন
নাথসাহিত্য মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা, যা নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনিভিত্তিক সাহিত্যকে অন্তর্ভুক্ত করে।
-
এ সাহিত্য দুটি ধারায় বিকাশ লাভ করেছে:
১. সাধন-নির্দেশিকা
২. গাথাকাহিনি বা আখ্যায়িকা
কিছু উল্লেখযোগ্য নাথ সাহিত্য ও তাদের রচয়িতা:
-
গোরাক্ষ বিজয় – রচয়িতা শেখ ফয়জুল্লাহ
-
গোপীচন্দ্রের সন্ন্যাস – রচয়িতা শুকুর মাহমুদ; প্রাপ্ত পুথির ভিত্তিতে ময়নামতী-গোপীচন্দ্রের গানের তিনজন কবির সন্ধান পাওয়া যায়: দুর্লভ মল্লিক, ভবানী দাস ও শুকুর মাহমুদ
-
মীনচেতন – রচয়িতা শ্যামাদাস সেন
-
ময়নামতির গান – রচয়িতা ভবানী দাস
-
গোর্খবিজয় – রচয়িতা ভীমসেন রায়

0
Updated: 3 weeks ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্প কোনটি?
Created: 1 month ago
A
কবি-কাহিনী
B
ভিখারিনী
C
হিন্দুমেলার উপহার
D
বাল্মীকী প্রতিভা
'ভিখারিনী' ছোটগল্প
-
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্প।
-
বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প।
-
প্রকাশ: ভারতী পত্রিকায়, ১৮৭৭
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য প্রথম প্রকাশিত রচনা
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: কবি-কাহিনী (১৮৭৮)
-
প্রথম নাটক: বাল্মীকি প্রতিভা
-
কবিতা লেখা শুরু: আট বছর বয়সে
-
প্রথম প্রকাশিত কবিতা: হিন্দুমেলার উপহার
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
‘সংশপ্তক’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
B
ঢাকা সেনানিবাসে
C
জয়দেবপুর চৌরাস্তায়
D
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
ভাস্কর হামিদুজ্জামান খান
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘সংশপ্তক’ ভাস্কর্য তাঁর সৃষ্টি।
-
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক অধিকাংশ ভাস্কর্য তাঁর হাতে নির্মিত।
-
স্বাধীনতার পর ১৯৭২ সালে ভাস্কর আবদুর রাজ্জাকের সঙ্গে মিলিত হয়ে জয়দেবপুর চৌরাস্তায় ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্য নির্মাণে কাজ করেন। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম ভাস্কর্য।
-
অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্য:
-
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘জাগ্রত বাংলা’
-
ঢাকা সেনানিবাসে ‘বিজয় কেতন’
-
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা চিরন্তন’
-
আগারগাঁওয়ে সরকারি কর্মকমিশন প্রাঙ্গণে ‘মৃত্যুঞ্জয়ী’
-
মাদারীপুরে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’
-
জীবনবৃত্তান্ত:
-
জন্ম: ১৯৪৬ সালের ১৬ মার্চ, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার সহশ্রাম গ্রাম।
-
সম্মাননা: ২০০৬ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক।
-
মৃত্যু: ২০ জুলাই, ২০২৫, ঢাকার ইউনাইটেড হাসপাতালে, বয়স ৭৯ বছর।

0
Updated: 2 months ago