হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন কত সালে?
A
২০১২ সালে
B
২০১১ সালে
C
২০১০ সালে
D
২০১৩ সালে
উত্তরের বিবরণ
হুমায়ূন আহমেদ
-
পেশা: কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
-
জন্ম: ১৯৪৮, নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে।
-
পৈত্রিক বাড়ি: কুতুবপুর গ্রাম, কেন্দুয়া উপজেলা, নেত্রকোনা জেলা।
-
পিতা-মাতা: ফয়জুর রহমান আহমেদ (পিতা), আয়েশা আখতার খাতুন (মা, বর্তমানে আয়েশা ফয়েজ)।
-
মৃত্যু: ২০১২ সালে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসসমূহ
-
জোছনা ও জননীর গল্প
-
আগুনের পরশমণি
-
শ্যামল ছায়া
-
সৌরভ
-
অনীল বাগচীর একদিন

0
Updated: 1 month ago
ভারতচন্দ্র রায়গুণাকর কত শতকের কবি?
Created: 1 month ago
A
ষোলো শতক
B
সতের শতক
C
পনের শতক
D
আঠার শতক
ভারতচন্দ্র রায়গুণাকর
-
জীবনকাল: ১৭১২ – ১৭৬০ খ্রি.
-
তিনি আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।
-
মধ্যযুগের শেষ মহান কবি; তাঁকে ‘নাগরিক কবি’ বলেও অভিহিত করা হয়।
-
শ্রেষ্ঠ সৃষ্টি: ‘অন্নদামঙ্গল’ (রচনাকাল: ১৭৫২-৫৩ খ্রি.)
-
এই কাব্যের দ্বিতীয় অংশ হলো ‘বিদ্যাসুন্দর’।
-
বৈশিষ্ট্য: ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
-
অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন:
“অন্নদামঙ্গলকাব্য অষ্টাদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।”
-
-
অন্যান্য উল্লেখযোগ্য রচনা: ‘সত্যনারায়ণের পাঁচালী’।

0
Updated: 1 month ago
'ঠাকুর বাড়ির আঙিনায়' স্মৃতিকথামূলক গ্রন্থের রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
বুদ্ধদেব বসু
B
জসীম উদ্দীন
C
নির্মলেন্দু গুণ
D
জীবনানন্দ দাশ
ঠাকুর বাড়ির আঙিনায়
-
'ঠাকুর বাড়ির আঙিনায়' জসীম উদ্দীন রচিত একটি স্মৃতিকথামূলক গ্রন্থ।
-
প্রকাশিত: ১৯৬১ সালে, নন্দিতা বসু প্রকাশিকা, ৫-১ রমানাথ মজুমদার স্ট্রীট, কলকাতা-৯।
-
বইটি শুরু এবং শেষ হয়েছে স্মৃতিভারাক্রান্ত ভঙ্গিতে। লেখক বর্ণনা করেছেন কীভাবে প্রথম রবীন্দ্রনাথের নাম শুনেছিলেন এবং কীভাবে তাঁর কবিতা পড়া শুরু করেছিলেন। বইতে ঠাকুর বাড়ির ভগ্নদশারও বিস্তৃত বর্ণনা আছে।
-
বইয়ে মূলত রবীন্দ্রনাথ নয়, বরং বেশি জোর আছে অবনীন্দ্রনাথ ঠাকুর-এর কথায়। অবনীন্দ্রনাথের সূত্রধরে জসীম উদ্দীনের ঠাকুর বাড়িতে পা ফেলার সুযোগ হয়েছিল।
-
অবনীন্দ্রনাথের মৃত্যুর পর বাড়িটি নিলাম হয়। বাংলার মহান শিল্পীর বাড়ি সংরক্ষিত হয়নি বলে লেখক দুঃখ প্রকাশ করেছেন। বর্তমানে বাড়িটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হলেও জসীম উদ্দীন মন্তব্য করেছেন, "আজ ঠাকুর-বাড়ির সেই ইন্দ্রপুরী শ্মশানে পরিণত হইয়াছে।"
জসীম উদ্দীন
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রাম, মাতুলালয়।
-
পরিচিতি: প্রখ্যাত কবি, শিক্ষাবিদ; 'পল্লিকবি' নামে খ্যাত।
-
কর্মজীবন শুরু: পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
-
কলেজজীবনে রচিত ‘কবর’ কবিতা তাঁকে বিপুল খ্যাতি এনে দেয়; বিশ্ববিদ্যালয়ে এ কবিতা প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়।
-
শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: নক্সীকাঁথার মাঠ
-
প্রথম কাব্যগ্রন্থ: রাখালী
স্মৃতিকথা:
-
যাদের দেখেছি
-
ঠাকুর বাড়ির আঙিনায়
ভ্রমণকাহিনি:
-
চলে মুসাফির
-
হলদে পীরের দেশ
-
যে দেশে মানুস বড়
-
জার্মানির শহরে ও বন্দরে
উপন্যাস:
-
বোবাকাহিনী
আত্মজীবনী:
-
জীবনকথা
কাব্যগ্রন্থ:
-
রাখালী
-
নক্সীকাঁথার মাঠ
-
সুচয়নী
-
সোজন বাদিয়ার ঘাট
-
এক পয়সার বাঁশি
-
বালুচর
-
ধানক্ষেত
-
রূপবতী
-
মা যে জননী কান্দে
-
মাটির কান্না

0
Updated: 3 weeks ago
'পদ্মানদীর মাঝি' - এর উল্লেখযোগ্য চরিত্র কোনটি?
Created: 1 month ago
A
মজিদ
B
কুবের
C
মালেক
D
গোরা
‘পদ্মানদীর মাঝি’ এবং মানিক বন্দ্যোপাধ্যায়
-
উল্লেখযোগ্য চরিত্র: কুবের
-
পদ্মানদীর মাঝি:
-
১৯৩৪ সালে ধারাবাহিকভাবে পূর্বাশা পত্রিকায় প্রকাশিত।
-
কাহিনি: পদ্মা নদীর তীরে বসবাসরত ধীবরদের জীবন ও দৈনন্দিন সংগ্রাম।
-
অন্যান্য চরিত্র: কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিঞা।
-
-
মানিক বন্দ্যোপাধ্যায়:
-
জন্ম: ২৯ মে ১৯০৮, দুমকা, বিহার; পৈতৃক নিবাস: মালবদিয়া, ঢাকা।
-
প্রকৃত নাম: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়; ডাকনাম: মানিক।
-
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
জননী (১৯৩৫)
-
দিবারাত্রির কাব্য (১৯৩৫)
-
পদ্মানদীর মাঝি (১৯৩৬)
-
পুতুলনাচের ইতিকথা (১৯৩৬)
-
শহরতলী (১৯৪০-৪১)
-
চিহ্ন (১৯৪৭)
-
চতুষ্কোণ (১৯৪৮)
-
সার্বজনীন (১৯৫২)
-
আরোগ্য (১৯৫৩)
-
-
উল্লেখযোগ্য ছোটগল্পসমূহ:
-
অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫)
-
প্রাগৈতিহাসিক (১৯৩৭)
-
সরীসৃপ (১৯৩৯)
-
সমুদ্রের স্বাদ (১৯৪৩)
-
হলুদ পোড়া (১৯৪৫)
-
আজ কাল পরশুর গল্প (১৯৪৬)
-
মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প (১৯৫০)
-
ফেরিওয়ালা (১৯৫৩)
-
-
নোট:
-
মজিদ – সৈয়দ ওয়ালীউল্লাহর লালসালু চরিত্র
-
মালেক – সেলিনা হোসেনের পোকামাকড়ের ঘরবসতি চরিত্র
-
গোরা – রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের চরিত্র
-

0
Updated: 1 month ago