A
২০১২ সালে
B
২০১১ সালে
C
২০১০ সালে
D
২০১৩ সালে
উত্তরের বিবরণ
হুমায়ূন আহমেদ
-
পেশা: কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
-
জন্ম: ১৯৪৮, নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে।
-
পৈত্রিক বাড়ি: কুতুবপুর গ্রাম, কেন্দুয়া উপজেলা, নেত্রকোনা জেলা।
-
পিতা-মাতা: ফয়জুর রহমান আহমেদ (পিতা), আয়েশা আখতার খাতুন (মা, বর্তমানে আয়েশা ফয়েজ)।
-
মৃত্যু: ২০১২ সালে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসসমূহ
-
জোছনা ও জননীর গল্প
-
আগুনের পরশমণি
-
শ্যামল ছায়া
-
সৌরভ
-
অনীল বাগচীর একদিন

0
Updated: 1 week ago
'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই' - উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প থেকে নেয়া?
Created: 1 week ago
A
কাবুলিওয়ালা
B
পোস্টমাস্টার
C
নষ্টনীড়
D
জীবিত ও মৃত
‘জীবিত ও মৃত’ (রবীন্দ্রনাথ ঠাকুর)
-
রচনাকাল: ১৮৯২ খ্রি.
-
বাংলা ছোটগল্প; রবীন্দ্রনাথ ঠাকুর রচিত।
-
অন্তর্ভুক্ত: ‘গল্পগুচ্ছ’।
-
বৈশিষ্ট্য:
-
অতিপ্রাকৃত গল্প ও ব্যঙ্গাত্মক উপমার মিশ্রণ।
-
যদিও এটি নিখুঁত অতিপ্রাকৃত গল্প নয়।
-
-
প্রধান চরিত্র: কাদম্বিনী।
-
কাদম্বিনীর অস্তিত্ব অতিপ্রাকৃতভাবে চিত্রিত।
-
জীবন ও মৃত্যুর মাঝখানে আটকে থাকার রহস্যই গল্পের মূল বিষয়।
-
-
উল্লেখযোগ্য উক্তি:
“কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।”

0
Updated: 1 week ago
সম্প্রতি, ভারত ও যুক্তরাজ্য কত বিলিয়ন পাউন্ডের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
৩ বিলিয়ন
B
৬ বিলিয়ন
C
১০ বিলিয়ন
D
১২ বিলিয়ন
ভারত–যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি – ২০২৫
-
স্বাক্ষরকারী নেতারা:
-
ভারতের প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদি
-
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী: কিয়ার স্টারমার
-
-
স্বাক্ষরের তারিখ: ২৪ জুলাই, ২০২৫
-
চুক্তির মূল্য: ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ব্রিটিশ পাউন্ড
-
মূল সুবিধা:
-
ভারতের ৯৯% রপ্তানি পণ্য ব্রিটেনে শূন্য শুল্কে প্রবেশ করবে
-
প্রাধান্যপ্রাপ্ত পণ্য: গহনা, বস্ত্র, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাবার
-
যুক্তরাজ্যের পণ্য: তৈরি গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, কোমল পানীয়, প্রসাধনী
-
-
শুল্ক সুবিধা: গড় শুল্কহার ১৫% থেকে কমে ৩% হবে
-
প্রত্যাশিত দ্বিপাক্ষিক বাণিজ্য: বছরে ৩,৪০০ কোটি ডলার
-
উল্লেখযোগ্য মন্তব্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী চুক্তিটিকে ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের “সবচেয়ে বড় অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি” হিসেবে অভিহিত করেছেন

0
Updated: 2 weeks ago
প্রেমেন্দ্র মিত্রের সম্পাদনায় প্রকাশিত পত্রিকা কোনটি?
Created: 6 days ago
A
কালিকলম
B
স্বদেশ
C
ভারতী
D
মাসিক পত্রিকা
কালিকলম পত্রিকা
-
ধরন: সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা
-
প্রথম প্রকাশ: বৈশাখ ১৩৩৩ (১৯২৬)
-
সম্পাদকবৃন্দ: মুরলীধর বসু, শৈলেজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র
-
প্রকাশস্থল: কলকাতা, কলেজ স্ট্রিট মার্কেট, বরদা এজেন্সি
-
প্রথম সংখ্যার প্রধান রচনা: শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ধারাবাহিক বড় গল্প ‘মহাযুদ্ধের ইতিহাস’
-
সম্পর্ক: কল্লোল পত্রিকার সঙ্গে ভাবাদর্শে সমান্তরাল, লেখকবৃন্দও প্রায় একই
অন্যান্য পত্রিকা
-
ভারতী পত্রিকা: সম্পাদনা করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
-
স্বদেশ পত্রিকা: সম্পাদনা করেন আহমদ ছফা
-
মাসিক পত্রিকা: প্রকাশ পেয়েছে প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদারের সম্পাদনায়
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 6 days ago