আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ কোন ছন্দের অন্তর্গত?
A
মাত্রাবৃত্ত
B
স্বরবৃত্ত
C
ছন্দহীন
D
অক্ষরবৃত্ত
উত্তরের বিবরণ
চর্যাপদ
-
ভাষা: চর্যাপদের ভাষাকে বলা হয় ‘সন্ধ্যা’ বা ‘সান্ধ্য ভাষা’, যা কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট। একে ‘আলো-আঁধারি’ ভাষাও বলা হয়।
-
হরপ্রসাদ শাস্ত্রী মন্তব্য:
"আলো আঁধারি ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না। যাঁহারা সাধন-ভজন করেন, তাঁহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই।"
-
ছন্দ: চর্যাপদের পদগুলো প্রাচীন ছন্দে রচিত কি না তা বলা সম্ভব নয়; আধুনিক ছন্দ অনুযায়ী এগুলো মাত্রাবৃত্ত ছন্দে বিবেচিত হয়।

0
Updated: 1 month ago
কোনটি জীবনানন্দ দাশের উপাধি?
Created: 1 month ago
A
তিমির হননের কবি
B
বিরূপসী বাংলার কবি
C
ধুসরতার কবি
D
সবগুলোই
জীবনানন্দ দাশ
উপাধি: ধুসরতার কবি, তিমির হননের কবি, রূপসী বাংলার কবি
তিনি কবি ও শিক্ষাবিদ ছিলেন।
জন্ম ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে।
আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
পিতা: সত্যানন্দ দাশ (স্কুলশিক্ষক ও সমাজসেবক); মা: কুসুমকুমারী দাশ (কবি)
১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর কলকাতায় একটি ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
মাইকেল মধুসূদন রচিত ‘ওড’ জাতীয় কাব্য কোনটি?
Created: 1 month ago
A
ব্রজাঙ্গনা
B
মেঘনাদবধ
C
তিলোত্তমাসম্ভব
D
বীরাঙ্গনা
'ব্রজাঙ্গনা' কাব্য
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
প্রকাশকাল: ১৮৬১
-
বিষয়: রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্য
-
ধরণ ও রচনা:
-
'ওড্' জাতীয় গীতিকবিতা
-
দুই খণ্ডে রচনার পরিকল্পনা: বিরহ ও মিলন (মিলন খণ্ড অসম্পূর্ণ)
-
-
নায়িকা: রাধা
-
মধুসূদন দত্তের মন্তব্য: ‘Poor Old Mrs. Radha of Braja’
-
মাইকেল মধুসূদন দত্ত রচিত অন্যান্য কাব্য
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
‘কাদম্বিনী’ - কোন গল্পের প্রধান চরিত্র?
Created: 1 month ago
A
নষ্টনীড়
B
দেনাপাওনা
C
জীবিত ও মৃত
D
সমাপ্তি

0
Updated: 1 month ago