A
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
B
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
C
রৌদ্র করোটিতে
D
বন্দী শিবির থেকে
উত্তরের বিবরণ
শামসুর রাহমান ও 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থের নাম: বন্দী শিবির থেকে
-
প্রকাশকাল: ১৯৭২ সালের জানুয়ারি, কলকাতা
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া অবস্থায় লেখা
-
ছদ্মনাম: “মজলুম আদিব” (দেশ পত্রিকায় লেখা)
-
বিখ্যাত কবিতা:
-
গেরিলা
-
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
-
স্বাধীনতা তুমি
-
রক্তাক্ত প্রান্তরে
-
-
প্রারম্ভে: ‘পুর্বলেখ’ শিরোনামে রচনার প্রেক্ষাপট বর্ণনা

0
Updated: 1 week ago
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার কোন দেশ? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
ভারত
B
জাপান
C
চীন
D
যুক্তরাষ্ট্র
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার – যুক্তরাষ্ট্র
-
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার হলো যুক্তরাষ্ট্র।
-
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৮৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।
-
মোট রপ্তানির ১৭% এই বাজারের জন্য।
-
যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশের পণ্যের ৮৭% হলো তৈরি পোশাক।
-
তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় স্থানে রয়েছে।
-
একই সময়ে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২৫০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে।

0
Updated: 2 weeks ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক -
Created: 1 week ago
A
বিবিধপ্রসঙ্গ
B
ভিখারিণী
C
বাল্মীকি প্রতিভা
D
বউ ঠাকুরাণীর হাট
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য ও নাটক
নাটক
-
প্রথম প্রকাশিত নাটক: বাল্মীকি প্রতিভা
-
প্রকাশিত: ১৮৮১
-
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
বিসর্জন
-
রাজা
-
ডাকঘর
-
অচলায়তন
-
চিরকুমার সভা
-
রক্তকবরী
-
তাসের দেশ
-
অন্যান্য প্রথম প্রকাশিত রচনা
-
প্রথম উপন্যাস: বউ ঠাকুরাণীর হাট
-
প্রথম ছোটগল্প: ভিখারিণী
-
প্রথম প্রবন্ধগ্রন্থ: বিবিধপ্রসঙ্গ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
মধ্যযুগের সাহিত্য 'জ্ঞানপ্রদীপ' রচনা করেন কে?
Created: 1 week ago
A
ফকির গরিবুল্লাহ
B
সৈয়দ সুলতান
C
শাহ মুহাম্মদ সগীর
D
সৈয়দ হামজা
সৈয়দ সুলতান
-
বাসস্থান: চট্টগ্রামের চক্রশালা চাকলার অধীন পটিয়া গ্রাম।
-
তাঁর শিষ্য ছিলেন মুহম্মদ খান (মক্তুল হুসেন কাব্যের রচয়িতা)।
-
তিনি মূলত কাহিনীকাব্য ও শাস্ত্রকাব্য রচয়িতা হিসেবে খ্যাতি অর্জন করেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্য
-
নবীবংশ
-
জ্ঞানপ্রদীপ
-
জ্ঞানচৌতিশা
-
শব-ই-মিরাজ
-
ওফাত-উ-রসুল
-
জয়কুম রাজার লড়াই
📖 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago