'গেরিলা' কবিতাটি শামসুর রাহমান রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
A
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
B
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
C
রৌদ্র করোটিতে
D
বন্দী শিবির থেকে
উত্তরের বিবরণ
শামসুর রাহমান ও 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থের নাম: বন্দী শিবির থেকে
-
প্রকাশকাল: ১৯৭২ সালের জানুয়ারি, কলকাতা
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া অবস্থায় লেখা
-
ছদ্মনাম: “মজলুম আদিব” (দেশ পত্রিকায় লেখা)
-
বিখ্যাত কবিতা:
-
গেরিলা
-
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
-
স্বাধীনতা তুমি
-
রক্তাক্ত প্রান্তরে
-
-
প্রারম্ভে: ‘পুর্বলেখ’ শিরোনামে রচনার প্রেক্ষাপট বর্ণনা

0
Updated: 1 month ago
'পদ্মরাগ' উপন্যাসটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
সুফিয়া কামাল
B
কাজী নজরুল ইসলাম
C
সৈয়দ ইসমাইল হোসেন
D
বেগম রোকেয়া
'পদ্মরাগ' উপন্যাস
-
লেখক: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
প্রকাশ: ১৯২৪
-
ধরন: উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা (সাধারণ উপন্যাস নয়)
-
বৈশিষ্ট্য:
-
প্রথম মুসলিম নারীর রচনা
-
মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদ প্রকাশ
-
অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত
-
-
উৎসর্গ: জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিম
বেগম রোকেয়ার অন্যান্য রচনা
-
প্রবন্ধ: মতিচূর (২ খণ্ড: ১ম খণ্ড ১৯০৪, ২য় খণ্ড ১৯২২)
-
নকশাধর্মী রচনা: Sultana’s Dream
-
উপন্যাস: পদ্মরাগ
-
নকশাধর্মী গদ্যগ্রন্থ: অবরোধবাসিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
'লিপিমালা' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
রামরাম বসু
B
উইলিয়াম কেরি
C
গোলোকনাথ শর্মা
D
গোলোকনাথ শর্মা
ফোর্ট উইলিয়ামের পর্বে ১৮০১ থেকে ১৮১৫ সালের মধ্যে ৮ জন লেখক ১৩টি বাংলা গদ্যপুস্তক লিখেছেন। এসমূহ হলো:
-
উইলিয়াম কেরী রচিত:
-
কথোপকথন (১৮০১)
-
ইতিহাসমালা (১৮১২)
-
-
রামরাম বসু রচিত:
-
রাজা প্রতাপাদিত্য চরিত্র (১৮০১)
-
লিপিমালা (১৮০২)
-
-
গোলোকনাথ শর্মা রচিত:
-
হিতোপদেশ (১৮০২)
-
-
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত:
-
বত্রিশ সিংহাসন (১৮০২)
-
হিতোপদেশ (১৮০৮)
-
রাজাবলি (১৮০৮)
-
প্রবোধচন্দ্রিকা (১৮৩৩)
-
-
তারিণীচরণ মিত্র রচিত:
-
ওরিয়েন্টাল ফেবুলিস্ট (১৮০৩)
-
-
রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত:
-
মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং (১৮০৫)
-
-
চণ্ডীচরণ মুন্শী রচিত:
-
তোতা ইতিহাস (১৮০৫)
-
-
হরপ্রসাদ রায় রচিত:
-
পুরুষ পরীক্ষা (১৮১৫)
-
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

0
Updated: 1 month ago
'আমি কি দুঃখেরে ডরাই'- উক্তিটি কার রচনা?
Created: 3 weeks ago
A
মালাধর বসু
B
রামনিধি গুপ্ত
C
রামপ্রসাদ সেন
D
মুকুন্দরাম চক্রবর্তী
রামপ্রসাদ সেন
১. পরিচিতি
-
শাক্তসঙ্গীত/শ্যামাসঙ্গীত রচনায় বিখ্যাত, শাক্ত পদাবলীর আদি ও শ্রেষ্ঠ কবি।
-
জন্ম: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কুমারহট্ট গ্রামে, কবিরাজ বংশে।
-
শ্যামাসঙ্গীতের সংখ্যা প্রায় ৩০০।
-
নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায় তাঁকে রাজসভায় যোগদানের আহবান জানান এবং 'কবিরঞ্জন' উপাধিতে ভূষিত করেন।
-
রামপ্রসাদী সুর: ভক্তিভাব, রাগ ও বাউল সুরের মিশ্রণে তাঁর সৃষ্টি সঙ্গীত।
২. বিখ্যাত উক্তি
"আমি কি দুঃখেরে ডরাই"
৩. কিছু জনপ্রিয় গান
-
"মন রে কৃষি কাজ জানো না"
-
"ডুব দেরে মন কালী বলে"
-
"মা আমায় ঘুরাবি কত"

0
Updated: 3 weeks ago