A
দাদাভাই
B
যাযাবর
C
জাবালি
D
বীরবল
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যে ছদ্মনাম ও প্রকৃত লেখক
ছদ্মনাম | লেখক |
---|---|
যাযাবর | বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় |
বীরবল | প্রমথ চৌধুরী |
জাবালি | বিমল মিত্র |
দাদাভাই | রোকনুজ্জামান খান |

0
Updated: 1 week ago
‘সংশপ্তক’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
B
ঢাকা সেনানিবাসে
C
জয়দেবপুর চৌরাস্তায়
D
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
ভাস্কর হামিদুজ্জামান খান
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘সংশপ্তক’ ভাস্কর্য তাঁর সৃষ্টি।
-
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক অধিকাংশ ভাস্কর্য তাঁর হাতে নির্মিত।
-
স্বাধীনতার পর ১৯৭২ সালে ভাস্কর আবদুর রাজ্জাকের সঙ্গে মিলিত হয়ে জয়দেবপুর চৌরাস্তায় ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্য নির্মাণে কাজ করেন। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম ভাস্কর্য।
-
অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্য:
-
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘জাগ্রত বাংলা’
-
ঢাকা সেনানিবাসে ‘বিজয় কেতন’
-
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা চিরন্তন’
-
আগারগাঁওয়ে সরকারি কর্মকমিশন প্রাঙ্গণে ‘মৃত্যুঞ্জয়ী’
-
মাদারীপুরে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’
-
জীবনবৃত্তান্ত:
-
জন্ম: ১৯৪৬ সালের ১৬ মার্চ, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার সহশ্রাম গ্রাম।
-
সম্মাননা: ২০০৬ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক।
-
মৃত্যু: ২০ জুলাই, ২০২৫, ঢাকার ইউনাইটেড হাসপাতালে, বয়স ৭৯ বছর।

0
Updated: 2 weeks ago
'গেরিলা' কবিতাটি শামসুর রাহমান রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 1 week ago
A
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
B
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
C
রৌদ্র করোটিতে
D
বন্দী শিবির থেকে
শামসুর রাহমান ও 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থের নাম: বন্দী শিবির থেকে
-
প্রকাশকাল: ১৯৭২ সালের জানুয়ারি, কলকাতা
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া অবস্থায় লেখা
-
ছদ্মনাম: “মজলুম আদিব” (দেশ পত্রিকায় লেখা)
-
বিখ্যাত কবিতা:
-
গেরিলা
-
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
-
স্বাধীনতা তুমি
-
রক্তাক্ত প্রান্তরে
-
-
প্রারম্ভে: ‘পুর্বলেখ’ শিরোনামে রচনার প্রেক্ষাপট বর্ণনা

0
Updated: 1 week ago
'সংস্কৃতির সংকট' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 6 days ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
বদরুদ্দীন উমর
C
ড. আহমদ শরীফ
D
কাজী মোতাহার হোসেন
বদরুদ্দীন উমর
-
জন্ম: ২০ ডিসেম্বর, ১৯৩১, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
পেশা: অধ্যাপক ও রাজনীতিক
-
সম্পাদনা: ‘সংস্কৃতি’ সাময়িকী
প্রকাশিত প্রধান গ্রন্থসমূহ
-
সাম্প্রদায়িকতা
-
সংস্কৃতির সাম্প্রদায়িকতা
-
পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ
-
যুদ্ধপূর্ব বাঙলাদেশ
-
যুদ্ধোত্তর বাঙলাদেশ
-
ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ
-
বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি
-
সংস্কৃতির সংকট
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 6 days ago