'আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর' - পঙক্তির রচয়িতা কে?
A
জীবনানন্দ দাশ
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
সুকান্ত ভট্টাচার্য
D
কাজী নজরুল ইসলাম
উত্তরের বিবরণ
‘প্রভাতসঙ্গীত’ কাব্যগ্রন্থ
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৮৮৩ খ্রিষ্টাব্দ
-
কবিতার সংখ্যা: ২১টি
-
গুরুত্বপূর্ণ কবিতা: ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’
‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার অংশ বিশেষ:
আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে
প্রভাত-পাখির গান।
না জানি কেন রে এতদিন পরে
জাগিয়া উঠিল প্রাণ।

0
Updated: 1 month ago
'ছুটি খাঁনী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদক কবি কে?
Created: 3 weeks ago
A
কবীন্দ্র পরমেশ্বর
B
দ্বৈপায়ন ব্যাসদেব
C
শ্রীকর নন্দী
D
কাশীরাম দাস
‘ছুটি খাঁনী মহাভারত’ ও সম্পর্কিত মহাভারত অনুবাদসমূহ
১. ছুটি খাঁনী মহাভারত
-
রচয়িতা: শ্রীকর নন্দী
-
পটভূমি: চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁ মৃত্যুর পর তাঁর পুত্র ছুটি খাঁ ভারতীয় মহাভারতের অনুবাদের নির্দেশ দেন।
-
অনুবাদ বিষয়: কেবল অশ্বমেধ পর্বের অংশ।
-
নাম: শ্রীকর নন্দী রচিত ভারত পাঁচালীকে ‘ছুটি খাঁনী মহাভারত’ বলা হয়।
-
মন্তব্য: কেউ কেউ মনে করেন পরাগলী মহাভারতের অসম্পূর্ণ অংশও তিনি সম্পূর্ণ করেছেন।
২. পরাগলী মহাভারত
-
লেখক: কবীন্দ্র পরমেশ্বর
-
অনুবাদ নির্দেশনা: নবাব হুসেন শাহ্ (১৪৯৩-১৫১৮) চট্টগ্রাম শাসনের জন্য নিযুক্ত পরাগল খাঁ।
-
মূল গ্রন্থ: সংস্কৃত মহাভারত, যা তিনি 'ভারত পাঁচালী' নামে অনুবাদ করেন।
-
নামকরণ: অনুবাদকৃত মহাভারতকে ‘পরাগলী মহাভারত’ বলা হয়।
৩. কাশীরাম দাসের মহাভারত
-
সময়কাল: ১৭শ শতক
-
মূল গ্রন্থ: কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের সংস্কৃত মহাভারত অনুসরণে রচনা।
-
অবদান: আদি, সভা, বন ও বিরাট পর্বের অংশসমূহ অনুবাদ করেছেন।
-
মন্তব্য: সমগ্র মহাভারত তিনি শেষ করতে পারেননি; অবশিষ্ট অংশ সমাপ্ত করেন তাঁর ভ্রাতুষ্পুত্র নন্দরাম ও অন্যান্য কবিরা।
৪. দ্বৈপায়ন ব্যাসদেবের মহাভারত
-
মূল রচয়িতা: কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব
-
ভাষা: সংস্কৃত
-
শ্রেষ্ঠ বাংলা অনুবাদক: কাশীরাম দাস

0
Updated: 3 weeks ago
এশিয়া কাপ- ২০২৫ অনুষ্ঠিত হবে কোথায়? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
ভারত
B
পাকিস্তান
C
বাংলাদেশ
D
সংযুক্ত আরব আমিরাত
এশিয়া কাপ-২০২৫
-
তারিখ: ৯ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫
-
ফরম্যাট: টি-টোয়েন্টি
-
স্থান: সংযুক্ত আরব আমিরাত
-
অংশগ্রহণকারী দল: ৮টি দল
-
ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ওমান
-
-
গ্রুপ বিভাজন:
-
এ গ্রুপ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান
-
বি গ্রুপ: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং
-
-
ম্যাচ ব্যবস্থা: প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলবে।

0
Updated: 2 months ago
'কবিকণ্ঠহার' কার উপাধি?
Created: 1 month ago
A
গোবিন্দদাস
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
জ্ঞানদাস
D
বিদ্যাপতি
• বিদ্যাপতি:
- মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি। তিনি ছিলেন চতুর্দশ শতকের কবি।
- কবির রচনায় মোহিত ছিলেন মিথিলার রাজা শিবসিংহ। এ জন্য সে বিদ্যাপতিকে 'কবিকণ্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
- 'মৈথিল কোকিল' বলতে মিথিলার কবি বিদ্যাপতিকে বোঝায়। কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, মিথিলার রাজসভার কবি বিদ্যাপতিও মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন বলে তাঁকে 'মৈথিল কোকিল' বলা হয়।
- তিনি ছিলেন বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
- তাঁর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago