A
বুদ্ধদেব বসু
B
প্রেমেন্দ্র মিত্র
C
সমর সেন
D
সবগুলোই
উত্তরের বিবরণ
‘কবিতা’ পত্রিকা
-
সম্পাদক: বুদ্ধদেব বসু
-
সহ-সম্পাদক: প্রেমেন্দ্র মিত্র, সমর সেন
-
প্রকাশকাল: ১৯৩৫ – ১৯৬১
-
বিষয়বস্তু:
-
শুধুমাত্র কবিতা এবং কবিতা বিষয়ক গদ্য
-
আধুনিক বাংলা সাহিত্যের অধিকাংশ উল্লেখযোগ্য কবিই এই পত্রিকায় লিখেছেন
-

0
Updated: 1 week ago
'বঙ্গভাষা' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Created: 1 week ago
A
চতুর্দশপদী কবিতাবলী
B
বীরাঙ্গনা কাব্য
C
মেঘনাদবধ কাব্য
D
তিলোত্তমাসম্ভব কাব্য
‘বঙ্গভাষা’ কবিতা
-
লেখক: মাইকেল মধুসূদন দত্ত
-
সংকলন: চতুর্দশপদী কবিতাবলী
-
ছন্দ: অক্ষরবৃত্ত ছন্দ
-
ধরণ: বাংলা সাহিত্যের প্রথম সনেট
-
বিষয়বস্তু: মাতৃভাষার প্রতি গভীর হৃদয়াবেগ, বাংলা ভাষা ও সাহিত্যের সম্ভাবনা ও ঐশ্বর্য, কবির মার্জিত ও পরিশীলিত বর্ণনায়
মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য কাব্য
-
তিলোত্তমাসম্ভব
-
মেঘনাদবধ
-
ব্রজাঙ্গনা
-
বীরাঙ্গনা (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলী

0
Updated: 1 week ago
বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে?
Created: 6 days ago
A
মীর মশাররফ হোসেন
B
কাজী নজরুল ইসলাম
C
নির্মলেন্দু গুণ
D
রবীন্দ্রনাথ ঠাকুর
নির্মলেন্দু গুণ
-
জন্ম: ১৯৪৫, বারহাট্টার কাশবন, নেত্রকোনা
-
সম্পূর্ণ নাম: নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী
-
পরিচয়: বাংলাদেশের কবিদের কবি
-
পুরস্কার:
-
১৯৮২: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
-
১৯৮২: আলাওল সাহিত্য পুরস্কার
-
২০০১: একুশে পদক
-
রচিত কাব্যগ্রন্থ
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
ও বন্ধু আমার
-
চাষাভূষার কাব্য
-
পৃথিবীজোড়া গান
-
দূর হ দুঃশাসন
-
ইসক্রা
-
নেই কেন সেই পাখি
-
মুজিব-লেনিন-ইন্দিরা
-
শিয়রে বাংলাদেশ
রচিত ভ্রমণকাহিনি
-
ভগলার তীরে
-
গীনসাবার্গের সঙ্গে
-
আমেরিকায় জুয়ালেখার স্মৃতি
-
ভ্রমি দেশে দেশে

0
Updated: 6 days ago
'ফেরদৌসি চরিত' গদ্যগ্রন্থের লেখক কে?
Created: 5 days ago
A
আব্দুল মান্নান সৈয়দ
B
আবু জাফর ওবায়দুল্লাহ
C
মোহাম্মদ মোজাম্মেল হক
D
আবু ইসহাক
✦ ফেরদৌসি চরিত
-
লেখক: মোহাম্মদ মোজাম্মেল হক
-
ধরণ: গদ্যগ্রন্থ
✦ মোহাম্মদ মোজাম্মেল হক (১৮৭৩–১৯৫৪)
-
জন্মস্থান: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রাম।
-
পরিচয়: সাহিত্যিক, সমাজসংস্কারক।
-
ভূমিকা:
-
মুসলিম সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোঁড়ামি, পশ্চাৎপদতা ও আত্মবিস্মৃতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
-
লেখনী ও সংগঠনের মাধ্যমে সমাজ সংস্কারে উল্লেখযোগ্য অবদান রাখেন।
-
-
উপাধি: বঙ্গীয় সাহিত্য পরিষৎ তাঁকে “কাব্যকণ্ঠ” উপাধিতে ভূষিত করে।
✦ রচনা সমূহ
উপন্যাস
-
জোহরা
-
দরাফ খান গাজী
কাব্যগ্রন্থ
-
কুসুমাঞ্জলি
-
অপূর্ব দর্শন
-
প্রেমহার
-
জাতীয় ফোয়ারা
-
ইসলাম সংগীত
-
হযরত মুহম্মদ

0
Updated: 5 days ago