'কবিতা' পত্রিকা'র সাথে যুক্ত ছিলেন -
A
বুদ্ধদেব বসু
B
প্রেমেন্দ্র মিত্র
C
সমর সেন
D
সবগুলোই
উত্তরের বিবরণ
‘কবিতা’ পত্রিকা
-
সম্পাদক: বুদ্ধদেব বসু
-
সহ-সম্পাদক: প্রেমেন্দ্র মিত্র, সমর সেন
-
প্রকাশকাল: ১৯৩৫ – ১৯৬১
-
বিষয়বস্তু:
-
শুধুমাত্র কবিতা এবং কবিতা বিষয়ক গদ্য
-
আধুনিক বাংলা সাহিত্যের অধিকাংশ উল্লেখযোগ্য কবিই এই পত্রিকায় লিখেছেন
-

0
Updated: 1 month ago
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খণ্ড নয় কোনটি?
Created: 3 weeks ago
A
জন্ম খণ্ড
B
ভার খণ্ড
C
তাম্বুল খণ্ড
D
মিলন খণ্ড
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে স্বীকৃত এবং এর রচয়িতা বড়ু চণ্ডীদাস।
-
এটি বাংলা ভাষায় কোনও লেখকের প্রথম এককগ্রন্থ।
-
১৯০৯ খ্রিষ্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দে) বসন্তরঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে পুথিটি আবিষ্কার করেন।
-
১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দ) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থাকারে প্রকাশিত হয়।
কাব্যে মোট ১৩টি খণ্ড রয়েছে, যা হলো:
-
জন্ম খণ্ড
-
তাম্বুল খণ্ড
-
দান খণ্ড
-
নৌকা খণ্ড
-
ভার খণ্ড
-
ছত্র খণ্ড
-
বৃন্দাবন খণ্ড
-
কালিয়দমন খণ্ড
-
যমুনা খণ্ড
-
হার খণ্ড
-
বাণ খণ্ড
-
বংশী খণ্ড
-
বিরহ খণ্ড

0
Updated: 3 weeks ago
'জয়গুন' কোন রচনার চরিত্র?
Created: 4 weeks ago
A
সারেং বৌ
B
পদ্মার পলিদ্বীপ
C
সূর্য-দীঘল বাড়ী
D
পুতুল নাচের ইতিকথা
‘জয়গুন’ হলো ‘সূর্য-দীঘল বাড়ী’ উপন্যাসের একটি চরিত্র।
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস:
-
রচয়িতা: আবু ইসহাকের প্রথম উপন্যাস
-
প্রকাশকাল: ১৯৫৫
-
বিষয়: বাংলাদেশের গ্রামীণ জীবনের বিশ্বস্ত দলিল
অন্যান্য চরিত্র:
-
হাসু
-
মায়মুনা
-
শফি
-
ডা. রমেশ চক্রবর্তী
‘পদ্মার পলিদ্বীপ’ উপন্যাসের চরিত্র:
-
ফজল
-
এরফান মাতব্বর
-
আরশেদ মোল্লা
-
জঙ্গুরুল্লা
-
জরিনা
-
রুপজান
‘সারেং বৌ’ উপন্যাসের চরিত্র:
-
কদম সারেং
-
নবীতুন
‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
-
শশী
-
কুসুম
-
গোপাল
-
সেনদিদি
-
যাদব পণ্ডিত
উৎস:

0
Updated: 4 weeks ago
‘রূপজালাল’ গ্রন্থটি কী ধরনের রচনা?
Created: 1 month ago
A
গবেষণামূলক প্রবন্ধ
B
নাট্য রচনা
C
আত্মজীবনীমূলক
D
ঐতিহাসিক উপন্যাস
নওয়াব ফয়জুন্নেসা
-
জন্ম: ১৮৩৪, পশ্চিমগাঁও, লাকসাম, কুমিল্লা
-
পেশা ও পরিচয়: জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক, কবি
-
সামাজিক অবদান:
-
সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন
-
দীন-দরিদ্রের কল্যাণে কাজ করেছেন
-
বাংলা পত্রপত্রিকা যেমন: ‘বান্ধব’, ‘ঢাকা প্রকাশ’, ‘মুসলমান বন্ধু’, ‘সুধাকর’, ‘ইসলাম প্রচারক’-এর আর্থিক সহায়তা প্রদান করেছেন
-
-
উপাধি: মহারানী ভিক্টোরিয়া ১৮৮৯ সালে ‘নওয়াব’
-
সাহিত্যকর্ম:
-
গদ্য ও পদ্যে রচিত রূপজালাল (১৮৭৬) – আত্মজীবনীমূলক রচনা
-
কাব্য: সঙ্গীতসার, সঙ্গীতলহরী
-
-
মৃত্যু: ১৯০৩, স্বগ্রামে সমাহিত
-
সম্মাননা: ২০০৪ সালে একুশে পদক (মরণোত্তর)

0
Updated: 1 month ago