A
বেগম রোকেয়া
B
সুফিয়া কামাল
C
সেলিনা হোসেন
D
নীলিমা ইব্রাহিম
উত্তরের বিবরণ
ঘরগেরস্থির রাজনীতি (প্রবন্ধগ্রন্থ)
-
লেখক: সেলিনা হোসেন
-
প্রকাশ: ২০০৭
-
বিষয়বস্তু:
-
মোট সতেরটি প্রবন্ধ সংকলিত
-
বাংলাদেশের সমাজ প্রেক্ষিতে নারীর অবস্থা ও অবস্থান বিশ্লেষণ
-
নারীবাদী দৃষ্টিকোণ থেকে সমাজ-ভাবনার চিত্র উপস্থাপন
-
সেলিনা হোসেন (লেখক পরিচিতি)
-
জন্ম: ১৯৪৭, ১৪ জুন, রাজশাহী
-
ধারা: কথাশিল্পী
-
মূল বিষয়বস্তু: অবরুদ্ধ সমাজে মুক্তচিন্তা ও মানুষের মুক্তির আকুতি
-
পুরস্কারসমূহ:
-
মুহাম্মদ এনামুল হক স্বর্ণপদক (১৯৬৯)
-
বাংলা একাডেমি পুরস্কার (১৯৮০)
-
ফিলিপস্ পুরস্কার (১৯৮৮)
-
বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার (১৯৯৭)
-

0
Updated: 1 week ago
শুকুর মাহমুদ রচিত কাব্যের নাম কী?
Created: 1 week ago
A
ময়নামতির গান
B
গোপীচন্দ্রের সন্যাস
C
মীনচেতন
D
গোরাক্ষ বিজয়

0
Updated: 1 week ago
চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয়?
Created: 1 week ago
A
সবুজপত্র
B
শিখা
C
দিগদর্শন
D
সমকাল
'সবুজপত্র' পত্রিকা:
- বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলণের অগ্রণী ভূমিকা পালন করে সবুজপত্র পত্রিকা।
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি এই পত্রিকা ব্যবহার ও প্রতিষ্ঠা করে।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
- সাহিত্য জগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরিতে সক্ষম হয়।
- ১৯২৭ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

0
Updated: 1 week ago
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি?
Created: 1 week ago
A
মেঘনাদবধ কাব্য
B
বীরাঙ্গনা কাব্য
C
বাঁধন-হারা
D
ব্রজাঙ্গনা কাব্য
বীরাঙ্গনা কাব্য
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
প্রকাশকাল: ১৮৬২
-
ধরণ: পত্রকাব্য (বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য)
-
সংখ্যা: ১১ টি পত্র
-
প্রেরণা: রোমান কাব্য হেরোইদাইদস
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার কপোতাক্ষ নদ তীর, সাগরদাঁড়ি গ্রাম
-
অভিনবত্ব: বাংলাভাষার সনেট প্রবর্তক ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
উল্লেখযোগ্য গ্রন্থ:
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
মেঘনাদবধ কাব্য (বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য)
-
ব্রজাঙ্গনা কাব্য (গীতিকাব্য)
-
অন্যান্য উল্লেখযোগ্য তথ্য
-
বাঁধন-হারা (১৯২৭) – কাজী নজরুল ইসলাম রচিত বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস

0
Updated: 1 week ago