A
have finished
B
finishes
C
finished
D
will finish
উত্তরের বিবরণ
The correct answer is - ক) have finished.
-
Complete sentence: The teacher will check the copies after the students have finished writing.
-
Explanation:
-
যখন after দ্বারা দুটি clause যুক্ত হয় এবং আগের clause-এর verb present বা future tense-এ থাকে, তখন পরের clause-এর verb হবে present perfect tense ([have/has + V (p.p.)])।
-
-
Examples:
-
Rezina will swim after she has changed her dress.
-
বাংলা অর্থ: পোশাক পরিবর্তন করার পর রেজিনা সাঁতরাবে।
-
-
I shall go to the cinema after I have completed my work.
-
বাংলা অর্থ: কাজ শেষ করার পর আমি সিনেমায় যাব।
-
-
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

0
Updated: 1 week ago
As the sun ______, I decided to go out.
Created: 1 month ago
A
has shone
B
shine
C
shines
D
was shining
অতীতে যখন একটি কাজ চলছিলো, তখন যদি অন্য কোনো কাজ ঘটে, তাহলে চলমান কাজটি past continuous tense এ হবে।
-
যদি মূল বাক্যটি past tense হয়, তবে তার সঙ্গে যুক্ত বাক্যও past tense হবে।
এজন্য, শূন্যস্থানে "was shining" ব্যবহার করা উচিত।
-
পুরো বাক্য হবে: "As the sun was shining, I decided to go out."

0
Updated: 1 month ago
I don't think you will have any difficulty ___ a driving license.
Created: 1 month ago
A
to get
B
in getting
C
for getting
D
get
সঠিক উত্তর: in getting
পূর্ণ বাক্য: I do not think you will have any difficulty in getting a driving license.
Difficulty (noun)
-
ইংরেজি অর্থ: কোনো কিছু করা বা বোঝা সহজ নয় এমন অবস্থা
-
বাংলা অর্থ: জটিলতা, বাধা, কষ্টকরতা, সমস্যা, মুশকি
ব্যাখ্যা:
"Difficulty" শব্দটি সাধারণত এমন কিছুর ক্ষেত্রে ব্যবহৃত হয় যা করা কঠিন বা জটিল। যখন কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে সমস্যার কথা বোঝাতে হয়, তখন "difficulty in" গঠনটি ব্যবহৃত হয়।
এবং নিয়ম অনুযায়ী "difficulty in" এর পরে verb-এর present participle form (verb + ing) বসে।
উদাহরণ:
-
difficulty in breathing
-
difficulty in learning
-
Do you have any difficulty in understanding spoken English?
-
He completed the task without any difficulty.
তথ্যসূত্র:বাংলা একাডেমি প্রণীত অ্যাক্সেসিবল ডিকশনারি, কেমব্রিজ ডিকশনারি.

0
Updated: 1 month ago
He said that he ____ the previous day.
Created: 1 month ago
A
has come
B
had come
C
came
D
arrived
✦ Direct এবং Indirect Narration সহজভাবে বুঝি:
❖ ধরো, Direct Speech এ বাক্য ছিল:
He said, “I came yesterday”.
➤ এখানে "came" হলো Past Indefinite Tense।
➤ "yesterday" সময়সূচক শব্দ।
❖ যখন এই বাক্যটিকে Indirect Speech-এ রূপান্তর করবো, তখন নিয়ম অনুযায়ী:
-
Past Indefinite → Past Perfect হয়ে যাবে।
-
yesterday → the previous day হয়ে যাবে।
✔ তাই Indirect Speech হবে:
He said that he had come the previous day.
✦ Direct ও Indirect Speech-এ Tense পরিবর্তনের সাধারণ নিয়মগুলো:
Direct Speech | Indirect Speech |
---|---|
Present Indefinite (go) | Past Indefinite (went) |
Present Continuous (is going) | Past Continuous (was going) |
Present Perfect (have gone) | Past Perfect (had gone) |
Past Indefinite (went) | Past Perfect (had gone) |
Past Continuous (was going) | Past Perfect Continuous (had been going) |
Past Perfect (had gone) | একই থাকে (had gone) |
Future Indefinite (will go) | would + verb (would go) |
✦ মনে রাখার টিপস:
-
যখন Reporting Verb (যেমন said) Past Tense-এ থাকে, তখন Reported Speech-এর Tense এক ধাপ পেছনে চলে যায়।
-
সময় ও স্থান বোঝাতে ব্যবহৃত শব্দগুলোরও পরিবর্তন হয় যেমন:
-
yesterday → the previous day
-
today → that day
-
now → then
-
tomorrow → the next day
-

0
Updated: 1 month ago