The teacher will check the copies after the students _____ writing.
A
have finished
B
finishes
C
finished
D
will finish
উত্তরের বিবরণ
The correct answer is - ক) have finished.
-
Complete sentence: The teacher will check the copies after the students have finished writing.
-
Explanation:
-
যখন after দ্বারা দুটি clause যুক্ত হয় এবং আগের clause-এর verb present বা future tense-এ থাকে, তখন পরের clause-এর verb হবে present perfect tense ([have/has + V (p.p.)])।
-
-
Examples:
-
Rezina will swim after she has changed her dress.
-
বাংলা অর্থ: পোশাক পরিবর্তন করার পর রেজিনা সাঁতরাবে।
-
-
I shall go to the cinema after I have completed my work.
-
বাংলা অর্থ: কাজ শেষ করার পর আমি সিনেমায় যাব।
-
-
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

0
Updated: 1 month ago
The word 'Shrug' indicating doubt or indifference is associated with-
Created: 2 months ago
A
shoulders
B
head
C
forehead
D
eyebrows
Shrug (verb-transitive)
English Meaning:
To lift your shoulders slightly for a moment to show that you don’t know something, don’t care, or feel unsure.
Bangla Meaning:
কাউকে কিছু না বলতে বা বুঝাতে কাঁধ সামান্য তুলা বা না বোঝার ভঙ্গিতে কাঁধ ঝাঁকানো।
• Example Sentences:
-
আমি ওকে জিজ্ঞেস করলাম ফাহিম কোথায়, কিন্তু সে শুধু কাঁধ ঝাঁকালো (মানে সে কিছুই জানে না বা বলতে চায় না) আর কিছু বলল না।
-
জিমি প্রশ্নভরা চোখে পিটের দিকে তাকালো, কিন্তু পিট কাঁধ ঝাঁকাল মাত্র।
Source: Oxford Learner's Dictionary এবং বাংলা একাডেমির সহজপাঠ অভিধান

0
Updated: 2 months ago
He insisted _____ there. (Fill in the gap)
Created: 1 month ago
A
on my going
B
is to go
C
over going
D
to go
Complete Sentence Example:
-
He insisted on my going there.
ব্যাখ্যা: Insist on / Insist upon / Insist on doing something
-
অর্থ: কোনো কিছুতে জোর দেওয়া বা কড়া দাবী করা, এমনকি যদি অন্যরা বিরক্ত হয় বা মনে করে সেটা আপনার জন্য ঠিক নয়।
-
ব্যবহার: insist on / upon এর পরে verb-এর -ing ফর্ম লাগে।
উদাহরণ:
-
He insisted on my going there.
-
She insists on doing everything her own way.
-
He insisted on seeing her.
উৎস: Cambridge Dictionary Grammar Reference.

0
Updated: 1 month ago
Choose the right word to fill the blank : The Democratic party's candidate ____ defeat in the small hours of the morning
Created: 2 months ago
A
consented
B
agreed
C
accepted
D
granted
প্রশ্নে দেওয়া অপশনগুলো হলো:
ক) consented – রাজি হওয়া
খ) agreed – একমত হওয়া, অনুমতি দেওয়া
গ) accepted – গ্রহণ করা বা মেনে নেওয়া
ঘ) granted – প্রদান করা বা মঞ্জুর করা
• এখানে বাক্যের মানে বুঝলে দেখা যায়, কেউ পরাজয় মেনে নিয়েছে—এই অর্থ বোঝাতে "accepted" শব্দটি সবচেয়ে উপযুক্ত।
তাই সঠিক উত্তর: accepted
সম্পূর্ণ বাক্য হবে:
The Democratic party's candidate accepted defeat in the small hours of the morning.
বাংলা অর্থ: ভোর রাতের দিকে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী পরাজয় মেনে নেন।
উৎস: অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)

0
Updated: 2 months ago