What is the meaning of the word "Ingenuous"?
A
Clever and tricky
B
Honest and sincere
C
Proud and boastful
D
Lazy and careless
উত্তরের বিবরণ
Ingenuous (adjective)
-
English Meaning: Honest, sincere, and trusting, sometimes in a way that seems silly.
-
Bangla Meaning: (আনুষ্ঠানিক) নিষ্কপট; অকপট, অকৈতব; নির্ব্যাজ, সরলচিত্ত; নির্মলচিত্ত।
-
-
Synonyms:
-
Innocent (নিরপরাধ; নির্দোষ)
-
Simple (সাদামাটা, সরল)
-
Childlike (সরল প্রকৃতি; নিস্পাপ)
-
Artless (ছল চাতুরী বিহীন)
-
-
Antonyms:
-
Disingenuous (অসরল, কুটিল, কপট)
-
Artful (ধূর্ত, চতুর, প্রতারণাপূর্ণ, সেয়ানা)
-
Immoral (অনৈতিক)
-
Cunning (চতুর)
-
Unvirtuous (নীতি বিবর্জিত)
-
-
Other Forms:
-
Ingenuously (adverb) অকপটে; সরলমনে ইত্যাদি।
-
Ingenuousness (noun) নির্মলতা, অকপটতা, সরলচিত্ততা, সারল্য।
-
-
Example Sentences:
-
Donald was ingenuous and unworldly.
-
We see him first in remote and humble life, a delicate and ingenuous child, moved to sorrow by the slightest chiding.
-
-
Other options:
-
Factious (adjective) দলাদলিপ্রবণ
-
Accolade (noun) (প্রশংসা: সমাদর; অনুমোদন)
-
Source: 1. Live MCQ Lecture, 2. Accessible Dictionary

0
Updated: 1 month ago
The manager is fully cognizant of the challenges the company is facing.
Here, "cognizant" means -
Created: 3 weeks ago
A
Slavish
B
Sermon
C
Conscious
D
Rigid
Cognizant একটি adjective যা বোঝায় কোনো বিষয় সম্পর্কে জ্ঞান বা সচেতন থাকা।
-
English অর্থ: Having knowledge or understanding of something।
-
Bangla অর্থ: জ্ঞাত; অবগত।
Synonyms (সমার্থক শব্দ):
-
Conscious – সচেতন।
-
Informed – জ্ঞাত।
-
Acquainted – সুপরিচিত।
-
Aware – সচেতন।
-
Mindful – মননশীল।
Antonyms (বিপরীত শব্দ):
-
Ignorant – অজ্ঞাত।
-
Unaware – বেখবর।
-
Unfamiliar – অপরিচিত।
-
Strangers – অপরিচিত।
-
Incognizant – অজ্ঞাত।
উল্লিখিত বাকি অপশনগুলো:
-
Slavish – দাস সুলভ।
-
Sermon – খুৎবা, ধর্মীয় আলোচনা বা উপদেশ।
-
Rigid – দৃঢ়।
Example Sentences:
-
He refused to embrace any of the fashionable nostrums then current in development economics।
-
He was cognizant of his opponent's hostility।
Sentence Example in context:
-
The manager is fully aware of the challenges the company is facing।
-
Bangla অর্থ: কোম্পানি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে তা সম্পর্কে ম্যানেজার সম্পূর্ণরূপে অবগত।

0
Updated: 3 weeks ago
The meaning of 'profound' is:
Created: 4 weeks ago
A
Unwilling to obey orders
B
To give up something
C
Determined in character
D
Having a great depth of insight or knowledge
Profound একটি Adjective & Noun। এটি বোঝায় এমন কিছু যা গভীর জ্ঞান, অন্তর্দৃষ্টি বা বোঝাপড়ার সাথে সম্পৃক্ত; এছাড়াও প্রভাব বা অনুভূতিতে অত্যন্ত তীব্র বা চরম হতে পারে।
-
বাংলা অর্থ: গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।
-
সমার্থক শব্দ:
-
Deep (গভীর; অগাধ)
-
Intense (তীব্র; তীক্ষ্ণ; প্রগাঢ়; প্রবল; উদগ্র)
-
Insightful (অন্তর্দৃষ্টিসম্পন্ন; গভীর বোঝাপড়া)
-
-
বিপরীতার্থক শব্দ:
-
Shallow (অগভীর; গাধ; চেটালো)
-
Superficial (উপরিতলস্পর্শী; ভাসা-ভাসা; উপর-উপর; অগভীর)
-
Mild (নরম; শান্তপ্রকৃতির; কোমল; মৃদু বা লঘু)
-
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Recalcitrant (Adjective):
-
ইংরেজি অর্থ: Unwilling to obey orders or to do what should be done, often in a way that is difficult to control।
-
বাংলা অর্থ: অবাধ্য; বিরূপ; বশ্যতাহীন।
-
-
Relinquish (Verb):
-
ইংরেজি অর্থ: To give up something such as a responsibility or claim।
-
বাংলা অর্থ: ছেড়ে দেওয়া; ত্যাগ করা।
-
-
Resolute (Adjective & Noun):
-
ইংরেজি অর্থ: Determined in character, action, or ideas।
-
বাংলা অর্থ: দৃঢ়সংকল্প।
-

0
Updated: 4 weeks ago
What does Refractory mean?
Created: 1 month ago
A
Open to suggestions
B
Easy to treat or heal
C
Difficult to control to obey
D
Willing to follow rules
The correct answer is - গ) Difficult to control; to obey.
Refractory (adjective)
English Meaning: Difficult to control; unwilling to obey.
Bangla Meaning:
-
একগুঁয়ে; অবাধ্য (যেমন: as refractory as a mule)
-
(রোগব্যাধি) দুশ্চিকিৎসা; দুরারোগ্য
-
(পদার্থ, বিশেষত ধাতু) গলানো বা শিল্পের উপকরণরূপে ব্যবহার করতে দুরূহ; দুর্গল; অবশ
Synonyms (সমার্থক শব্দ):
-
Stubborn (একগুঁয়ে; জেদি)
-
Disobedient (অবাধ্য)
-
Unmanageable (নিয়ন্ত্রণের অযোগ্য)
-
Obstinate (অনড়)
-
Tenacious (অনমনীয়)
Antonyms (বিপরীতার্থক শব্দ):
-
Obedient (আজ্ঞানুবর্তী; বাধ্য)
-
Manageable (নিয়ন্ত্রণসাধ্য)
-
Subservient (অধীনস্ত)
-
Loyal (আজ্ঞাবহ)
-
Subordinate (অধস্তন)
Other Forms:
-
Refractory (noun): অবাধ্য ব্যক্তি বা বস্তু
-
Refractorily (adverb): অবাধ্যভাবে
-
Refractoriness (noun): অবাধ্য স্বভাব
Example Sentences:
-
A refractory child is very hard to control.
-
The patient died of refractory heart failure one month later.
Source: Live MCQ Lecture, Accessible Dictionary

0
Updated: 1 month ago