The idea is worth _____ carefully.
A
consider
B
to consider
C
considering
D
considered
উত্তরের বিবরণ
Verb + -ing Rule (After Certain Expressions)
-
কিছু বিশেষ শব্দ/ফ্রেজের পরে যদি Verb আসে, তবে Verb এর সাথে -ing ব্যবহার করতে হয়।
-
Keywords / Expressions:
-
mind → Would you mind closing the door?
-
cannot help / could not help → He cannot help laughing out loud.
-
be used to / get used to → I am used to waking up early.
-
with a view to → He came with a view to visiting a new place.
-
worth → The idea is worth considering carefully.
-
-
Example Sentence:
-
The idea is worth considering carefully.
-
I don't mind taking a cup of tea.
-
Source: Applied English Grammar and Composition, P.C. DAS

0
Updated: 1 month ago
The people who carry a coffin at a funeral are called ________.
Created: 2 months ago
A
undertakers
B
supporters
C
pallbearers
D
Mourners
• Pallbearers (noun):
ইংরেজি অর্থ: এমন ব্যক্তি যিনি কোনো অন্ত্যেষ্টিক্রিয়ায় কফিন বহনে সাহায্য করেন অথবা যারা কফিন বহনকারীদের পাশে হাঁটেন।
বাংলা অর্থ: অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যারা কফিন বা শবযানের চারপাশে থেকে এক পাশে ধরে নিয়ে যান এবং শোক প্রকাশ করেন।
• নিচের বিকল্প শব্দগুলো:
• Undertaker (noun):
ইংরেজি অর্থ: যিনি মৃতদেহ কবর বা দাহ করার জন্য প্রস্তুত করেন এবং পুরো অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেন – এটি তাঁর পেশা।
বাংলা অর্থ: যিনি মৃতদেহ সৎকারের জন্য তৈরি করেন এবং অন্ত্যেষ্টিক্রিয়ার দায়িত্ব নেন; মুরদাফরাশ বা অন্ত্যকর্মকারী।
• Supporter (noun):
ইংরেজি অর্থ: এমন একজন ব্যক্তি, যিনি কোনো ব্যক্তি, দল বা মতাদর্শকে সমর্থন করেন।
বাংলা অর্থ: সমর্থনকারী; যিনি কোনো কিছু বা কাউকে সহায়তা বা সমর্থন করেন।
• Mourner (noun):
ইংরেজি অর্থ: যিনি কারও মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন বা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।
বাংলা অর্থ: শোক পালনকারী ব্যক্তি, বিশেষ করে মৃতের আত্মীয় বা বন্ধু; শোকার্ত বা শবানুযাত্রী।
তথ্যসূত্র: ক্যামব্রিজ ডিকশনারি

0
Updated: 2 months ago
"I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
Created: 2 months ago
A
desire
B
hope
C
dream
D
wish
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - dream.
- Complete sentence: "I have a dream that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal."
- Speech by the Rev. Martin Luther King At the ''March on Washington''.
- উপরিউক্ত উক্তিটি মার্কিন বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং এর বক্তৃতা থেকে উদ্ধৃত।
• মার্টিন লুথার কিং জুনিয়র:
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন।
- সেখানে তিনি এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
Source: Britannica.

0
Updated: 2 months ago
The parents became extremely__when their son had not returned by eleven o'clock.
Created: 2 months ago
A
angry
B
annoyed
C
disturbed
D
anxious
• সম্পূর্ণ বাক্য: যখন তাদের ছেলে এগারোটা বাজে বাড়ি ফিরে আসেনি, তখন বাবা-মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন।
• অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
anxious – উদ্বিগ্ন; চিন্তিত
-
angry – রাগান্বিত; উত্তেজিত
-
annoyed – বিরক্ত; বিরক্তিকর
-
disturbed – বিঘ্নিত; মনঃস্তাবে অশান্ত
• অতএব, বাক্যের অর্থের সঠিক অনুবাদ ও প্রসঙ্গ অনুসারে শূন্যস্থান পূরণে ‘anxious’ শব্দটি ব্যবহার করলে বাক্যটি যথার্থ ও সম্পূর্ণ হয়।
-
সম্পূর্ণ বাক্য: The parents became extremely anxious when their son had not returned by eleven o'clock.
-
বাংলায় অর্থ: এগারোটা নাগাদ ছেলে ফিরে না আসায় বাবা-মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন।
সূত্র: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 2 months ago