What is the adjective of the word 'Heart'?
A
Heart
B
Hearten
C
Heartening
D
Heartful
উত্তরের বিবরণ
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) Heart (noun) আবেগ-অনুভূতি, বিশেষত প্রেমানুভূতির উৎস; হৃদয়; প্রাণ;হৃৎপিণ্ড ; হৃদ্যন্ত্র; রক্তাশয়।
খ) Hearten (verb) - উৎসাহ দেওয়া; উল্লসিত করা।
গ) Heartening (adjective) - উৎসাহব্যঞ্জক; উল্লাসজনক।
ঘ) Heartful - (কোন শব্দ নেই)
• সুতরাং, The adjective of the word 'Heart' is 'Heartening'.
Source: Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 5 months ago
Oval is the adjective of-
Created: 1 week ago
A
over
B
eue
C
egg
D
lip
ডিকশনারি ব্যবহারে “oval” শব্দটি মূলত ডিমের মতো আকার বোঝাতে ব্যবহৃত একটি বিশেষণ; তাই এর ধারণাগত উৎস egg। নিচে বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হলো।
অর্থ ও ব্যবহার:
“oval” মানে ডিম্বাকার বা ডিমের মতো বক্রাকার। এটি বিশেষণ হিসেবে “an oval face”, “an oval table”, “oval mirror”, “oval track”—এই ধরনের বর্ণনায় ব্যবহৃত হয়। শব্দটি বিশেষ্য হিসেবেও চলে—“Draw an oval.”—কিন্তু প্রশ্নে যে “adjective of” বলা হয়েছে, সেখানে জোর দেওয়া হচ্ছে egg-shaped অর্থে বিশেষণ-ব্যবহারে।
উৎপত্তি (etymology):
“oval” এসেছে ল্যাটিন ovum (অর্থ: ডিম) থেকে; পরবর্তীতে ovalis → ফরাসি/মধ্য ইংরেজি হয়ে আধুনিক ইংরেজিতে “oval”। তাই ধারণাগতভাবে এর মূলে egg-ই রয়েছে। একই গোত্রের শব্দ ovoid (ডিম্বাকৃতি) ও ovary (ডিম্বাশয়) একই ল্যাটিন মূল ov- বহন করে।
ব্যাকরণগত ধরন:
“oval” বিশেষণ হিসেবে সরাসরি বিশেষ্যকে বর্ণনা করে: “oval plate”, “oval window”। অনেকে “oval-shaped” লেখেন; স্টাইলগতভাবে “oval” একাই যথেষ্ট। “egg-shaped” হলো এর অর্থবাচক সমার্থক—দুটিই সঠিক, প্রসঙ্গভেদে যেকোনোটি ব্যবহার করা যায়।
অর্থের সূক্ষ্মতা:
“oval” সাধারণভাবে ডিম্বাকার—দুই প্রান্তই সামান্য সরু, মাঝখানে চওড়া। জ্যামিতিতে এটি ellipse-এর কাছাকাছি হলেও দৈনন্দিন ভাষায় “oval” বলতে egg-like আকৃতিই বোঝায়; নিখাদ গাণিতিক সংজ্ঞা নয়। তাই “oval” = “egg-shaped” বলা বেশি যোগাযোগসুলভ ও স্বাভাবিক।
সঠিক উদাহরণ:
“Her ring has an oval stone.”
“The stadium features an oval track.”
“He sketched an oval face with gentle curves.”
ভুল বা বিভ্রান্তি দূরীকরণ:
over কোনো আকৃতি নয়; এটি মূলত preposition/adverb (উপরে, অতিক্রম করে ইত্যাদি)।
eue ইংরেজি মান্য বানান নয়; যদি eye বোঝাতে চাইতাম, সেটিও আকৃতির উৎস হিসেবে “oval” নয়।
lip একটি শরীরবৃত্তীয় বিশেষ্য; আকৃতির সঙ্গে “oval”-এর ব্যুৎপত্তিগত সম্পর্ক নেই।
অতএব “oval is the adjective of egg”—অর্থাৎ ডিমের মতো আকৃতিকে বর্ণনা করতে “oval” ব্যবহৃত হয়—এই মিলটাই প্রাসঙ্গিক ও সঠিক।
সমার্থক/সম্পর্কিত শব্দ:
egg-shaped, ovoid, elliptical (সবসময় নয়, প্রসঙ্গনির্ভর), ovate (বিশেষ করে উদ্ভিদবিদ্যায় পাতার ডিম্বাকার বর্ণনায়)।
স্টাইল টিপস:
বর্ণনায় সংক্ষেপতা রাখতে “oval table/face/mirror” লিখুন; “oval-shaped table” অতিরিক্ত শব্দ বাড়ায়। টেকনিক্যাল প্রসঙ্গে সুনির্দিষ্ট জ্যামিতিক মানে চাইলে “ellipse” ব্যবহার করুন, আর দৈনন্দিন বর্ণনায় “oval/egg-shaped” যথেষ্ট।
0
Updated: 1 week ago
(Qs. 26-30) Choose the word opposite/ similar in meaning to the given word.
Veracious (Opposite)
Created: 1 month ago
A
Truthful
B
Honest
C
Deceitful
D
Sincere
Veracious (Adjective)
-
English Meaning: Precisely accurate; habitually speaking the truth.
-
Bangla Meaning: সত্য; যথার্থ; সত্যপরায়ণ; সত্যসন্ধ; সত্যনিষ্ঠ; সত্যবাদী
Synonyms (সমার্থক):
-
Exact → যথাযথ
-
Literal → আক্ষরিক
-
Faithful → বিশ্বস্ত
-
Honest → সৎ
-
Truthful → সত্যপরায়ণ; সত্যবাদী
Antonyms (বিপরীতার্থক):
-
Untrue → অসত্য
-
Dishonest → অসৎ
-
Improper → অনুপযুক্ত
-
Fraudulent → প্রতারণামূলক
-
Mendacious → দুষ্টু
Related Options:
-
Truthful → সত্যপরায়ণ; সত্যবাদী
-
Honest → সৎ
-
Deceitful → প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত; প্রতারণাপূর্ণ; কপটতাপূর্ণ; কপট
-
Sincere → আন্তরিক; অকৃত্রিম
Other Forms:
-
Veraciously (adverb) → সত্যনিষ্ঠভাবে
-
Veracity [ভ্যার্যাসাটি] (noun, uncountable) → সত্য; সত্যপরায়ণতা; সত্যসন্ধতা; সত্যনিষ্ঠা
Example Sentences:
-
We are the more pleased to have its authenticity vouched for by this veracious witness.
-
It is such a rarity to discover an album that is held together by songs of veracious beauty.
Source:
0
Updated: 1 month ago
What does “Jocular” mean?
Created: 1 month ago
A
Serious
B
Humorous
C
Jealous
D
Sad
সঠিক উত্তর হলো খ) Humorous। Jocular একটি adjective, যার অর্থ রসিকতাপ্রিয় বা রসিক। এটি সাধারণত এমন কিছু বোঝায় যা মজা হিসেবে বলা বা করা হয় এবং playful বা হাস্যরসাত্মক হয়।
-
Jocular (Adj)
-
Bangla Meaning: রসিকতাপ্রিয়; রসিক
-
English Meaning: said or done as a joke; characterized by jesting; playful
-
-
Humorous (Adj)
-
Bangla Meaning: রসাত্মক; সরস; হাস্যরসাত্মক; রসিকতাপূর্ণ; সকৌতুক
-
English Meaning: full of or characterized by that quality which appeals to a sense of the ludicrous or absurdly incongruous; full of or characterized by humor; funny
-
Other options:
-
ক) Serious
-
Bangla Meaning: গম্ভীর; রাশভারী; আন্তরিক; গভীর; চিন্তাশীল; অচপল
-
English Meaning: thoughtful or subdued in appearance or manner; sober
-
-
গ) Jealous
-
Bangla Meaning: অধিকার বা প্রণয়ের সম্ভাব্য হানির জন্য শঙ্কিত বা বিদ্বেষপূর্ণ; ঈর্ষাকাতর; ঈর্ষাপরায়ণ
-
English Meaning: hostile toward a rival or one believed to enjoy an advantage; envious
-
-
ঘ) Sad
-
Bangla Meaning: অসুখী; বিষণ্ণ; বিষাদিত; বিমর্ষ; কাতর; ম্রিয়মাণ
-
English Meaning: affected with or expressive of grief or unhappiness; downcast
-
0
Updated: 1 month ago