The battle of good versus evil. The word “good” is used as a:
A
Adjective
B
Adverb
C
Noun
D
Verb
উত্তরের বিবরণ
Good as a Noun
-
English Meaning: something conforming to the moral order of the universe
-
Bangla Meaning: যা কিছু ভালো, যা কিছু ন্যায়, শুভ বা কল্যাণকর
-
Example Sentence:
-
The battle of good versus evil.
-
বাংলা অর্থ: ভালোর বিরুদ্ধে মন্দের যুদ্ধ।
-
She believes there is some good in everyone.
-
বাংলা অর্থ: সে বিশ্বাস করে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ভালো থাকে।
-
Other Parts of Speech
Part of Speech | Example | Bangla Meaning |
---|---|---|
Adjective | Keep up the good work. | ভালো কাজ চালিয়ে যাও। |
Adverb | The team is doing good this year. | দলটি এ বছর ভালো করছে। |
Sources:
-
Merriam-Webster Dictionary
-
Accessible Dictionary

0
Updated: 1 month ago
Plural form of 'Axis' -
Created: 1 month ago
A
Axise
B
Axess
C
Axes
D
Axisies
Axis (noun):
-
Meaning: অক্ষরেখা।
-
এটি Singular number হিসেবে ব্যবহৃত হয়।
-
এর Plural form হলো Axes।
Source: Accessible Dictionary

0
Updated: 1 month ago
The following is a summary of events.
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Preposition
Sentence: The following is a summary of events.
‘following’ is: Noun
Explanation:
-
এখানে “following” একটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে, যার অর্থ “নিম্নলিখিত বিষয়সমূহ”।
-
এটি বাক্যের subject হিসেবে কাজ করছে।
Following [Noun]
-
English meaning: (used with either a singular or a plural verb, depending on whether you are talking about one thing or person or several things or people) The thing or things that you will mention next; the person or people that you will mention next.
-
Bangla meaning: পরবর্তী বিষয়/ব্যক্তি বা নিম্নলিখিত বিষয়/ব্যক্তি।
Example Sentences:
-
The following is a summary of events.
-
The following have been chosen to take part: Watts, Hodges and Lennox.
-
Your report must include the following: the artist's name and the title of the song.
Source: Oxford Dictionary

0
Updated: 1 month ago
A group of elephants is called-
Created: 1 week ago
A
A pride
B
A herd
C
A pack
D
A squad
Herd (Collective noun)
-
English Meaning: a large group of animals of the same type that live and feed together; a congregation of gregarious wild animals.
-
Bangla Meaning: (বিশেষত গবাদিপশুর) দল; পাল; দঙ্গল; যূথ; হলকা; (তুচ্ছার্থে) মানুষের দল।
-
উদাহরণ: A herd of cattle/deer/elephants/goats was grazing in the parkland.
-
অন্যদিকে অন্যান্য collective noun-গুলোর অর্থ নিম্নরূপ—
-
A pride: দল বা ঝাঁক, সাধারণত সিংহ বা ময়ূরের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: a pride of lions/peacocks.
-
-
A pack: একত্রে থাকা শিকারি কুকুর, নেকড়ে বা বন্য প্রাণীর দল বোঝাতে ব্যবহৃত হয়। এছাড়াও এটি অবজ্ঞার অর্থেও ব্যবহার হয় যেমন অসাধু ব্যক্তিদের দল বা মিথ্যার গুচ্ছ বোঝাতে।
-
উদাহরণ: a pack of hounds/wolves/wild dogs/a pack of thieves/a pack of lies.
-
-
A squad: কয়েকজন ব্যক্তি মিলে গঠিত একটি ছোট দল বা গোষ্ঠী, বিশেষ করে সৈন্যদল বা প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের বোঝাতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: A squad of watchmen/homeguards.
-

0
Updated: 1 week ago