_________________ before the guests arrived.
A
I have cooked the meal
B
I had cooked the meal
C
I will cook the meal
D
I cook the meal
উত্তরের বিবরণ
Past Perfect Tense Rule
-
অতীতের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে, সেটি Past Perfect Tense এ হয়।
-
পরে ঘটে যাওয়া ঘটনা Past Indefinite (Past Simple) Tense এ হয়।
-
সাধারণত before / after এর সঙ্গে Past Perfect ব্যবহার করা হয়:
-
Before → আগে ঘটে যাওয়া ঘটনা = Past Perfect
-
After → পরে ঘটে যাওয়া ঘটনা = Past Indefinite
-
Example
Sentence | Tense Explanation |
---|---|
I had cooked the meal before the guests arrived. ✅ | had cooked = Past Perfect (আগে ঘটে গেছে), arrived = Past Indefinite |
I shall have done the sum before he comes. | Future Perfect + Present Indefinite (ভবিষ্যৎ ক্ষেত্রে) |
Incorrect Options
-
I have cooked the meal ❌
-
Present Perfect; বর্তমানে ফলাফল বোঝায়, অতীতে নির্দিষ্ট সময়ের আগে ঘটেছে বোঝায় না।
-
-
I will cook the meal ❌
-
Future Tense; ভবিষ্যতের কথা বোঝায়।
-
-
I cook the meal ❌
-
Present Indefinite; অভ্যাস বোঝায়, নির্দিষ্ট সময় বোঝায় না।
-
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Fill in the blanks in the following sentence by selecting the most appropriate alternative from among the four choices given:- Parliamentary democracy demands discipline and _____ to the rules.
Created: 2 months ago
A
adherence
B
respectful
C
knowledge
D
awareness
শূন্যস্থানে সঠিক উত্তর: adherence
-
পূর্ণ বাক্য: Parliamentary democracy demands discipline and adherence to the rules.
-
বাংলা অর্থ: সংসদীয় গণতন্ত্র শৃঙ্খলা ও নিয়ম মানার দাবি করে।
• adherence (noun) এর অর্থ
-
ইংরেজি অর্থ: কোনো ব্যক্তি, মতবাদ বা নীতির প্রতি দৃঢ়তা বা অঙ্গীকার।
-
বাংলা অর্থ: আনুগত্য, বিশ্বস্ততা, মেনে চলা।
-
উদাহরণ বাক্য: Ceremony implies honor, and honor implies adherence to traditions.
অর্থ: আনুষ্ঠানিকতা সম্মান বোঝায়, আর সম্মান বোঝায় ঐতিহ্যের প্রতি আনুগত্য।
• কেন adherence সঠিক উত্তর?
-
বাক্যটিতে and এর আগে একটি noun (discipline) আছে। তাই and-এর পরে আরেকটি noun দরকার, যেটি adherence।
-
অর্থের দিক থেকেও শৃঙ্খলা ও নিয়ম মেনে চলা বোঝাতে adherence সবচেয়ে উপযুক্ত।
• বাকি অপশনগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা:
-
খ) respectful → adjective (বিশেষণ), মানে: সশ্রদ্ধ।
-
গ) knowledge → noun (বিশেষ্য), মানে: জ্ঞান, অভিজ্ঞতা।
-
ঘ) awareness → uncountable noun, মানে: সচেতনতা, সতর্কতা।
তথ্যসূত্র: Oxford Learner’s Dictionary

0
Updated: 2 months ago
I have been living in Dhaka _____ 2000.
Created: 1 month ago
A
since
B
from
C
after
D
till
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - since.
- Complete Sentence: I have been living in Dhaka since 2007.
• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো সময়কে নির্দেশ করে।
- সময় - নির্দিষ্ট দিন হতে পারে (Friday, Monday), নির্দিষ্ট ঘড়ির কাঁটা হিসেবে ঘন্টা হতে পারে (five o'clock), নির্দিষ্ট সাল হতে পারে (1971) প্রভৃতির পূর্বে since বসে।
Example Sentence:
- They have been playing since four o'clock.
- He has been ill since Friday.
- I have been waiting since half past three.

0
Updated: 1 month ago
First language means the ___ language.
Created: 2 months ago
A
important
B
main
C
natural
D
official
• First language means natural language.
• শিশু প্রাকৃতিকভাবেই যে ভাষায় প্রথম কথা বলে সেটাই First Language.
• First language
- English meaning: The language that someone learns to speak first.
- Bangla meaning: মাতৃভাষা.
- Example: Human beings learn to speak (or sign) at least a first language without classroom instruction.

0
Updated: 2 months ago