A
I have cooked the meal
B
I had cooked the meal
C
I will cook the meal
D
I cook the meal
উত্তরের বিবরণ
Past Perfect Tense Rule
-
অতীতের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে, সেটি Past Perfect Tense এ হয়।
-
পরে ঘটে যাওয়া ঘটনা Past Indefinite (Past Simple) Tense এ হয়।
-
সাধারণত before / after এর সঙ্গে Past Perfect ব্যবহার করা হয়:
-
Before → আগে ঘটে যাওয়া ঘটনা = Past Perfect
-
After → পরে ঘটে যাওয়া ঘটনা = Past Indefinite
-
Example
Sentence | Tense Explanation |
---|---|
I had cooked the meal before the guests arrived. ✅ | had cooked = Past Perfect (আগে ঘটে গেছে), arrived = Past Indefinite |
I shall have done the sum before he comes. | Future Perfect + Present Indefinite (ভবিষ্যৎ ক্ষেত্রে) |
Incorrect Options
-
I have cooked the meal ❌
-
Present Perfect; বর্তমানে ফলাফল বোঝায়, অতীতে নির্দিষ্ট সময়ের আগে ঘটেছে বোঝায় না।
-
-
I will cook the meal ❌
-
Future Tense; ভবিষ্যতের কথা বোঝায়।
-
-
I cook the meal ❌
-
Present Indefinite; অভ্যাস বোঝায়, নির্দিষ্ট সময় বোঝায় না।
-
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 week ago
The Arabian Nights ______ still a great favourite.
Created: 1 month ago
A
has
B
are
C
is
D
were
‘The Arabian Nights’ হলো একটি আরবি গল্পের নাম।
-
গল্প, উপন্যাস, নাটক, ছবি ইত্যাদির নাম সাধারণত একবচন হিসেবে ধরা হয়, অর্থাৎ third person singular।
-
তাই এর সঙ্গে ব্যবহৃত ক্রিয়া (verb) ও একবচন হয়।
-
যখন বিষয় (subject) কোনো জায়গা বা কিছু স্থায়ী কিছু বোঝায়, তখন ‘to be’ verb (is, am, are) ব্যবহার করা হয়।
-
এই কারণে ‘The Arabian Nights’ এর জন্য ‘is’ ব্যবহার করাই সঠিক।
শূন্যস্থানে সঠিক শব্দ হলো - is।
-
সম্পূর্ণ বাক্য: The Arabian Nights is still a great favourite.
-
The Arabian Nights has still a great favourite বাক্যটি সঠিক নয়।

0
Updated: 1 month ago
Many prefer donating money ____ distributing clothes.
Created: 1 month ago
A
than
B
but
C
to
D
withont
• Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা।
যেমন: He prefers watching football to playing it.
• অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।
- প্রশ্নের বাক্যটিতে distributing clothes অপেক্ষা donating money কে অধিক পছন্দ করা বোঝানো হয়েছে।
- তাই সঠিক উত্তর হবে - to.
Complete sentence: Many prefer donating money to distributing clothes.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
When they had their first child, they put ____ a large sum for his education.
Created: 1 month ago
A
aside
B
beside
C
outside
D
under
Put something aside (phrasal verb):
English Meaning: To keep or save something (like money or time) for later use, especially for something important.
Bangla Meaning: আলাদা করে রাখা; ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা।
উদাহরণ বাক্য:
তাদের প্রথম সন্তান জন্মানোর পর, তারা তার পড়াশোনার জন্য অনেক টাকা আলাদা করে রাখে।
👉 অন্য কোন অর্থ এখানে প্রযোজ্য নয়।
Source: Cambridge Dictionary

0
Updated: 1 month ago