A
১৯৫০ সালে
B
১৯৪৭ সালে
C
১৯৩৬ সালে
D
১৯২৮ সালে
উত্তরের বিবরণ
পদ্মা নদীর মাঝি (উপন্যাস)
-
লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশ: ১৯৩৬
-
ভাষা ও সাহিত্য: বাংলা সাহিত্যের ক্লাসিক উপন্যাস
-
প্রেক্ষাপট: বাংলাদেশের পদ্মা নদীর তীরবর্তী গ্রামাঞ্চল
-
প্রধান চরিত্র:
-
কুবের (মাঝি)
-
কপিলা
-
মালা
-
হোসেন মিয়া
-
-
মূল বিষয়বস্তু: দরিদ্র মানুষের জীবন সংগ্রাম, আশা-আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার লড়াই
-
ছবিনির্মাণ: ১৯৯৩ সালে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র তৈরি করেন
উৎস: বাংলা সাহিত্য জ্ঞান, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
‘কপালকুণ্ডলা’ উপন্যাসের চরিত্র নয় কোনটি?
Created: 5 days ago
A
কাপালিক
B
নবকুমার
C
কুমুদিনী
D
কুপালকুণ্ডলা
✦ কপালকুণ্ডলা (উপন্যাস)
-
রচয়িতা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশকাল: ১৮৬৬ খ্রিস্টাব্দে (বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস)
-
ধরণ: নিগূঢ় ভাবসঙ্গতির কারণে ‘রোমান্স’ শ্রেণির উপন্যাস।
-
কাহিনি:
-
অরণ্যে কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে রচিত।
-
কপালকুণ্ডলার সঙ্গে নবকুমারের বিবাহ এবং তার সমাজ-সংস্কারবিরোধী অবস্থানের দ্বন্দ্বই মূল ঘটনা।
-
প্রকৃতির সৌন্দর্য, রহস্যময়তা ও ট্র্যাজিক পরিণতি উপন্যাসটিকে বিশেষ স্মরণীয় করে তুলেছে।
-
-
বৈশিষ্ট্য:
-
সম্রাট জাহাঙ্গিরের আমলের আগ্রার নগর ও স্থাপত্য এবং অন্যদিকে অরণ্য ও সমুদ্রের বর্ণনা একত্রে পাওয়া যায়।
-
বঙ্কিমের জীবদ্দশায় উপন্যাসটির আটটি সংস্করণ প্রকাশিত হয়।
-
অনেক সমালোচকের মতে, এটি বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস।
-
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
কপালকুণ্ডলা
-
নবকুমার
-
কাপালিক
-
-
উল্লেখযোগ্য তথ্য:
-
‘কুমুদিনী’ কপালকুণ্ডলার চরিত্র নয়; এটি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের চরিত্র।
-
✦ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮–১৮৯৪)
-
পরিচয়: ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম পুরুষ।
-
জন্ম: ১৮৩৮, চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে।
-
উপাধি: বাংলা উপন্যাসের জনক।
-
প্রথম কাব্যগ্রন্থ: ললিতা তথা মানস।
-
প্রথম উপন্যাস: দুর্গেশনন্দিনী (বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস)।
ত্রয়ী উপন্যাস
-
আনন্দমঠ
-
দেবী চৌধুরানী
-
সীতারাম
অন্যান্য উপন্যাস
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ

0
Updated: 5 days ago
'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
কোরেশী মাগন ঠাকুর
B
মুহম্মদ খান
C
আমির হামজা
D
সৈয়দ সুলতান
‘চন্দ্রাবতী’ কাব্য
‘চন্দ্রাবতী’ কাব্যের রচয়িতা হলেন কোরেশী মাগন ঠাকুর। মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চার সূচনা ঘটে, যার প্রধান উজির ছিলেন কোরেশী মাগন ঠাকুর।
তাঁর পৃষ্ঠপোষকতায় আরাকান বা রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য বিকাশ লাভ করে। তিনি কবি আলাওল-কে ‘পদ্মাবতী’ ও ‘সয়ফুলমুলুক বদিউজ্জামান’ কাব্য রচনায় পৃষ্ঠপোষকতা করেন।
আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবিদের মধ্যে—
-
আলাওল
-
দৌলত কাজী
-
কোরেশী মাগন ঠাকুর

0
Updated: 2 weeks ago
কোন কাব্যটি লৌকিক ধারার অন্তর্গত?
Created: 2 weeks ago
A
চণ্ডিকামঙ্গল
B
গৌরীমঙ্গল
C
গঙ্গামঙ্গল
D
মনসামঙ্গল
লৌকিক শ্রেণি বা ধারা
এটি লোকায়ত ধারা বা খাঁটি মঙ্গলকাব্যের ধারা নামে পরিচিত। এই ধারায় রচিত কাব্যগুলো হলো—
-
মনসামঙ্গল
-
চণ্ডীমঙ্গল
-
কালিকামঙ্গল (বিদ্যাসুন্দর)
-
সারদামঙ্গল
-
শিবমঙ্গল
-
শীতলামঙ্গল
-
রায়মঙ্গল
-
ষষ্ঠীমঙ্গল
-
সূর্যমঙ্গল
পৌরাণিক শ্রেণি বা ধারা
এটি বিশুদ্ধ পুরাণকেন্দ্রিক মঙ্গলকাব্যের ধারা। এই ধারায় রচিত কাব্যগুলো হলো—
-
অন্নদামঙ্গল
-
গৌরীমঙ্গল
-
ভবানীমঙ্গল
-
দুর্গামঙ্গল
-
গঙ্গামঙ্গল
-
চণ্ডিকামঙ্গল

0
Updated: 2 weeks ago