'পদ্মা নদীর মাঝি' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়—
A
১৯৫০ সালে
B
১৯৪৭ সালে
C
১৯৩৬ সালে
D
১৯২৮ সালে
উত্তরের বিবরণ
পদ্মা নদীর মাঝি (উপন্যাস)
-
লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশ: ১৯৩৬
-
ভাষা ও সাহিত্য: বাংলা সাহিত্যের ক্লাসিক উপন্যাস
-
প্রেক্ষাপট: বাংলাদেশের পদ্মা নদীর তীরবর্তী গ্রামাঞ্চল
-
প্রধান চরিত্র:
-
কুবের (মাঝি)
-
কপিলা
-
মালা
-
হোসেন মিয়া
-
-
মূল বিষয়বস্তু: দরিদ্র মানুষের জীবন সংগ্রাম, আশা-আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার লড়াই
-
ছবিনির্মাণ: ১৯৯৩ সালে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র তৈরি করেন
উৎস: বাংলা সাহিত্য জ্ঞান, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশবিভাগের মতো ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
কখনো আসে নি
B
হাজার বছর ধরে
C
সূর্য দীঘল বাড়ী
D
চিলেকোঠার সেপাই
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস
-
‘সূর্য দীঘল বাড়ী’ আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস, যা ১৯৫৫ সালে প্রকাশিত হয়।
-
গ্রন্থটি বাংলাদেশের গ্রামীণ জীবনের এক বিশ্বস্ত দলিল হিসেবে বিবেচিত।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশবিভাগ—এই চারটি ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে উপন্যাসটি রচিত।
-
উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র হলো জয়গুন।
অন্যান্য চরিত্র
-
হাসু
-
মায়মুন
-
শাফি
-
ডা. রমেশ চক্রবর্তী
-
মোরল গদু প্রমুখ
অন্যান্য উল্লেখযোগ্য তথ্য
-
‘হাজার বছর ধরে’ (১৯৬৪): আবহমান বাংলার জীবন ও জনপদ এই উপন্যাসের মূল প্রতিপাদ্য।
-
‘চিলেকোঠার সেপাই’: ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আখতারুজ্জামান ইলিয়াস রচিত এক মহাকাব্যিক উপন্যাস।
-
‘কখনো আসে নি’: জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
'কবিকণ্ঠহার' কার উপাধি?
Created: 1 month ago
A
গোবিন্দদাস
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
জ্ঞানদাস
D
বিদ্যাপতি
• বিদ্যাপতি:
- মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি। তিনি ছিলেন চতুর্দশ শতকের কবি।
- কবির রচনায় মোহিত ছিলেন মিথিলার রাজা শিবসিংহ। এ জন্য সে বিদ্যাপতিকে 'কবিকণ্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
- 'মৈথিল কোকিল' বলতে মিথিলার কবি বিদ্যাপতিকে বোঝায়। কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, মিথিলার রাজসভার কবি বিদ্যাপতিও মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন বলে তাঁকে 'মৈথিল কোকিল' বলা হয়।
- তিনি ছিলেন বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
- তাঁর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
মধ্যযুগের সাহিত্য 'জ্ঞানপ্রদীপ' রচনা করেন কে?
Created: 1 month ago
A
ফকির গরিবুল্লাহ
B
সৈয়দ সুলতান
C
শাহ মুহাম্মদ সগীর
D
সৈয়দ হামজা
সৈয়দ সুলতান
-
বাসস্থান: চট্টগ্রামের চক্রশালা চাকলার অধীন পটিয়া গ্রাম।
-
তাঁর শিষ্য ছিলেন মুহম্মদ খান (মক্তুল হুসেন কাব্যের রচয়িতা)।
-
তিনি মূলত কাহিনীকাব্য ও শাস্ত্রকাব্য রচয়িতা হিসেবে খ্যাতি অর্জন করেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্য
-
নবীবংশ
-
জ্ঞানপ্রদীপ
-
জ্ঞানচৌতিশা
-
শব-ই-মিরাজ
-
ওফাত-উ-রসুল
-
জয়কুম রাজার লড়াই
📖 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago