A
২৪ মে, ১৮৯৯
B
২০ মার্চ, ১৮৮৯
C
২৬ সেপ্টেম্বর, ১৮৯৯
D
১৫ ডিসেম্বর, ১৮৯৯
No subjects available.
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলাম
-
জাতীয় পরিচয়: বাংলাদেশের জাতীয় কবি; অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে প্রধান ব্যক্তিত্ব
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দ, ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
খ্যাতি:
-
সাহিত্যে: ‘বিদ্রোহী কবি’
-
সঙ্গীতে: ‘বুলবুল’
-
-
বাংলাদেশে আসা ও নাগরিকত্ব:
-
১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে সপরিবারে আনা হয়
-
১৯৭৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদক’ প্রদান
-
-
মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩), পিজি হাসপাতাল, ঢাকা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
পদ্মগোখরা
B
ঝিলিমিলি
C
মধুমালা
D
বাঁধন-হারা
কাজী নজরুল ইসলাম রচিত সাহিত্যকর্ম
উপন্যাস:
-
বাঁধন-হারা
-
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস
-
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, এতে ১৮টি পত্র রয়েছে
-
করাচীতে অবস্থানকালে রচনা শুরু
-
‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত
-
নায়ক: নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ
-
-
মৃত্যক্ষুধা
-
কুহেলিকা
গল্প:
-
পদ্মগোখরা
নাটক (সংকলন):
-
ঝিলিমিলি
-
মধুমালা
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
কাজী নজরুল ইসলাম রচিত 'বাঁধন-হারা' পত্রোপন্যাসে মোট কয়টি পত্র রয়েছে?
Created: 3 months ago
A
১২ টি
B
১৪টি
C
১৭টি
D
১৮টি
বাঁধন-হারা
-
‘বাঁধন-হারা’ (১৯২৭) হল কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস।
-
এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, যেখানে মোট ১৮টি পত্র অন্তর্ভুক্ত।
-
কাজী নজরুল ইসলাম করাচিতে অবস্থানকালে উপন্যাসটি লেখা শুরু করেন।
-
উপন্যাসটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হল নুরুল হুদা। অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো মাহবুবা, রবিউল, রাবেয়া এবং সোফিয়া।
কাজী নজরুল ইসলাম
-
তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির একজন শ্রেষ্ঠ পুরুষ।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯ খ্রি:) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
-
বাংলা সাহিত্যে তিনি পরিচিত ‘বিদ্রোহী কবি’ নামে এবং আধুনিক বাংলা গানের জগতে খ্যাত ‘বুলবুল’ হিসেবে।
-
ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে তাঁকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসা হয়।
-
১৯৭৬ সালের জানুয়ারিতে তাঁকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়া হয় এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদক’ প্রদান করা হয়।
-
মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে।
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাসসমূহ
-
বাঁধন-হারা
-
মৃত্যুক্ষুধা
-
কুহেলিকা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
'আরণ্যক' উপন্যাসের লেখক কে?
Created: 5 days ago
A
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
B
অদ্বৈত মল্লবর্মণ
C
গোবিন্দচন্দ্র দাস
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
✦ আরণ্যক (উপন্যাস)
-
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
-
বিষয়: ভাগলপুরের নিকটবর্তী বনাঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবনচিত্র।
-
প্রধান চরিত্রসমূহ: ভানুমতী, বনোয়ারী, দোবরু, বুদ্ধু সিংহ।
-
বিশেষত্ব: প্রকৃতি ও মানুষের নিবিড় সম্পর্ক, বনাঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট ও সংগ্রাম এই উপন্যাসে জীবন্তভাবে ফুটে উঠেছে।
✦ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪–১৯৫০)
-
জন্ম: ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে।
-
সাহিত্যজীবন শুরু: ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১ খ্রিস্টাব্দে) প্রবাসী পত্রিকায় “উপেক্ষিতা” গল্প প্রকাশের মাধ্যমে।
-
মর্যাদা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর বাংলা কথাসাহিত্যে সর্বাধিক জনপ্রিয় সাহিত্যিক।
-
সাংবাদিকতা: হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।
✦ বিভূতিভূষণের উল্লেখযোগ্য উপন্যাস
-
পথের পাঁচালী
-
অপরাজিত
-
অশনি সংকেত
-
আরণ্যক
-
আদর্শ হিন্দু হোটেল
-
দেবযান
-
ইছামতী
-
দৃষ্টি প্রদীপ ইত্যাদি

0
Updated: 5 days ago