মাইকেল মধুসূদন রচিত ‘ওড’ জাতীয় কাব্য কোনটি?
A
ব্রজাঙ্গনা
B
মেঘনাদবধ
C
তিলোত্তমাসম্ভব
D
বীরাঙ্গনা
উত্তরের বিবরণ
'ব্রজাঙ্গনা' কাব্য
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
প্রকাশকাল: ১৮৬১
-
বিষয়: রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্য
-
ধরণ ও রচনা:
-
'ওড্' জাতীয় গীতিকবিতা
-
দুই খণ্ডে রচনার পরিকল্পনা: বিরহ ও মিলন (মিলন খণ্ড অসম্পূর্ণ)
-
-
নায়িকা: রাধা
-
মধুসূদন দত্তের মন্তব্য: ‘Poor Old Mrs. Radha of Braja’
-
মাইকেল মধুসূদন দত্ত রচিত অন্যান্য কাব্য
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'Morality' — শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
Created: 3 weeks ago
A
শালীনতা
B
নীতিবিদ্যা
C
সদাচার
D
শিষ্টাচার
• Morality – সদাচার
অন্য সমার্থক শব্দসমূহ:
-
Etiquette – শিষ্টাচার
-
Modesty – শালীনতা
-
Ethics – নীতিবিদ্যা

0
Updated: 2 weeks ago
গদ্যপদ্যে মিশ্রিত কাব্য কোনটি?
Created: 3 weeks ago
A
শ্রীকৃষ্ণকীর্তন
B
সেক শুভোদয়া
C
চৈতন্যভাগবত
D
মহাভারত
‘সেক শুভোদয়া’ অন্ধকার যুগের একটি উল্লেখযোগ্য সাহিত্য নিদর্শন। এটি পীর মাহাত্ম্য ব্যঞ্জক চম্পুকাব্য, যেখানে গদ্য ও পদ্য একসঙ্গে ব্যবহৃত হয়েছে। গ্রন্থটিতে ধর্মীয় কাহিনির পাশাপাশি ভাষার প্রাচীন বৈশিষ্ট্যও প্রকাশ পেয়েছে।
-
হলায়ুধ মিশ্র ‘সেক শুভোদয়া’ রচনা করেন। এটি সংস্কৃত গদ্যপদ্যে রচিত চম্পুকাব্য।
-
এখানে অশুদ্ধ বাংলা ও ভুল সংস্কৃত শব্দের ব্যবহার পাওয়া যায় বলে সুনীতিকুমার চট্টোপাধ্যায় একে dog Sanskrit বলেছেন।
-
ড. মুহাম্মদ এনামুল হকের মতে, ‘সেক শুভোদয়া’ খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের গোড়ার দিকের রচনা।
-
কাহিনি অনুসারে অলৌকিক শক্তিধর মুসলমান শেখ জালালুদ্দীন তাবরেজি রাজা লক্ষ্মণ সেনের সভায় গল্পটি পরিবেশন করেন।
-
গ্রন্থে বহু বাংলা ছড়া ও বাগধারা ব্যবহৃত হয়েছে।
-
এতে মোট ২৫টি অধ্যায় আছে। ১৩২০-২১ বঙ্গাব্দে মণীন্দ্রমোহন বসু ১৩টি পরিচ্ছেদ বঙ্গানুবাদসহ ‘কায়স্থ’ পত্রিকায় প্রকাশ করেন।
-
১৩৩৪ বঙ্গাব্দে সুকুমার সেন গ্রন্থটির সম্পাদনা করে প্রথম মুদ্রণ করেন।
অন্যদিকে:
-
শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথাভিত্তিক আখ্যানকাব্য।
-
চৈতন্যভাগবত (১৫৪৬-১৫৫০) বৃন্দাবন দাসের রচনা এবং এটি বাংলায় চৈতন্যদেবের জীবনীমূলক প্রথম কাব্য।
-
মহাভারত সংস্কৃত ভাষায় রচিত ভারতের প্রাচীন মহাকাব্য, যার রচয়িতা মহর্ষি বেদব্যাস।

0
Updated: 3 weeks ago
‘দেওয়ানা মদিনা’ পালার লেখক কে?
Created: 1 month ago
A
মনসুর বয়াতি
B
চন্দ্রাবতী
C
দ্বিজ ঈশান
D
দ্বিজ কানাই
• দেওয়ানা মদিনা:
-
পালাটির লেখক: মনসুর বয়াতি।
-
বিষয়: বর্তমান হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচঙ্গ গ্রামে দেওয়ানদের জীবন।
-
কাহিনি: বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের পুত্র আলাল ও দুলাল এর বিচিত্র জীবন এবং দুলাল ও গৃহস্থকন্যা মদিনা এর প্রেম কাহিনি।
-
অপর নাম: আলাল-দুলালের পালা।
প্রধান চরিত্র:
-
আলাল
-
দুলাল
-
মদিনা
-
সোনাফর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago