'আরোগ্য' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের রচনা?
A
প্রবন্ধ
B
নাটক
C
উপন্যাস
D
কাব্যগ্রন্থ
উত্তরের বিবরণ
'আরোগ্য' কাব্যগ্রন্থ
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৩৪৭ বঙ্গাব্দ (১৯৪১)
-
কাব্যের ধরন:
-
তেত্রিশটি কবিতার সংকলন
-
কবিতাগুলো সংখ্যা দ্বারা চিহ্নিত
-
মুখে মুখে রচনা, কোনো পত্রিকায় প্রকাশিত নয়
-
-
ভাষা ও ছন্দ:
-
অলঙ্কারহীন, ছন্দ ধীরগতি
-
চিত্রগুলি পরিচিত জীবনের
-
রবীন্দ্রনাথের অন্যান্য কাব্যগ্রন্থ
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'কবিতা' পত্রিকা'র সাথে যুক্ত ছিলেন -
Created: 1 month ago
A
বুদ্ধদেব বসু
B
প্রেমেন্দ্র মিত্র
C
সমর সেন
D
সবগুলোই
‘কবিতা’ পত্রিকা
-
সম্পাদক: বুদ্ধদেব বসু
-
সহ-সম্পাদক: প্রেমেন্দ্র মিত্র, সমর সেন
-
প্রকাশকাল: ১৯৩৫ – ১৯৬১
-
বিষয়বস্তু:
-
শুধুমাত্র কবিতা এবং কবিতা বিষয়ক গদ্য
-
আধুনিক বাংলা সাহিত্যের অধিকাংশ উল্লেখযোগ্য কবিই এই পত্রিকায় লিখেছেন
-

0
Updated: 1 month ago
স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক কোনটি?
Created: 1 month ago
A
আলোছায়া
B
বহুরূপা
C
নেমেসিস
D
রূপান্তর
নেমেসিস (নাটক)
-
রচয়িতা: নুরুল মোমেন
-
রচনা/প্রকাশ: ১৯৪৪, ‘শনিবারের চিঠি’ পত্রিকায়; গ্রন্থাকারে প্রকাশ ১৯৪৮
-
প্রেক্ষাপট: ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ
-
বিষয়বস্তু: সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি এবং নিরন্নদের হাহাকার
-
কেন্দ্রীয় চরিত্র: সুরজিত নন্দী, নৃপেন বোস, সুলতা, অসীম, অমল বাবু, ইয়াকুব
নুরুল মোমেন
-
জন্ম: ১৯০৬, আলফাডাঙ্গা, ফরিদপুর
-
প্রথম নাটক: ‘রূপান্তর’ (১৯৪২, ঢাকা বেতার)
-
প্রথম রম্যগ্রন্থ: ‘বহুরূপা’ (১৯৪৮)
বিখ্যাত নাটকসমূহ
-
যদি এমন হতো
-
নয়া খান্দান
-
আলোছায়া
-
আইনের অন্তরালে
-
শতকরা আশি
-
রূপলেখা
-
যেমন ইচ্ছা তেমন
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
'চিলেকোঠার সেপাই' উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?
Created: 1 month ago
A
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
B
মুক্তিযুদ্ধ
C
ভাষা আন্দোলন
D
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
চিলেকোঠার সেপাই
-
রচয়িতা: আখতারুজ্জামান ইলিয়াস
-
ধরন: মহাকাব্যোচিত উপন্যাস
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের গণঅভ্যুত্থান
-
প্রধান চরিত্র: ওসমান
-
কাহিনি: চিলেকোঠার ছোট্ট ঘরে বাস করলেও, স্বাধীনতার লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের সঙ্গে ওসমানের সংযোগের গল্প
আখতারুজ্জামান ইলিয়াস
-
জন্ম: ১৯৪৩, ১২ ফেব্রুয়ারি, গাইবান্ধা জেলা, গোহাটি গ্রাম
-
পরিচিতি: কথাসাহিত্যিক
রচিত গ্রন্থসমূহ
উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খােয়াবনামা
গল্পগ্রন্থ:
-
খোয়ারি
-
দুধেভাতে উৎপাত
-
দোজখের ওম
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago