বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয় -
A
১২০১ - ১৫০০ সাল
B
৯৫০ - ১৩৫০ সাল
C
১২০১-১৩৫০ সাল
D
১২০১-১৪৫০ সাল
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যের মধ্যযুগ
-
সময়কাল: প্রায় চার শতাব্দী
-
ভাগ:
-
প্রাকচৈতন্য যুগ: ১২০১ - ১৫০০
-
চৈতন্য যুগ: ১৫০১ - ১৬০০
-
চৈতন্য পরবর্তী যুগ: ১৬০১ - ১৮০০
-
-
বিশেষ উল্লেখ:
-
১২০১-১৩৫০ সাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়
-
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
সেলিনা হোসেন রচিত উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
রাজসিংহ
B
শহরতলী
C
কন্যাকুমারী
D
গায়ত্রী সন্ধ্যা
গায়ত্রী সন্ধ্যা সেলিনা হোসেন রচিত একটি ত্রয়ী উপন্যাস। একই শিরোনামে গ্রন্থটি তিন খণ্ডে প্রকাশিত হয় এবং এর পটভূমি ১৯৪৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিস্তৃত। দীর্ঘ আটাশ বছরের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এতে প্রতিফলিত হয়েছে। এ উপন্যাসে জাতির ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং নারীর অবস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সেলিনা হোসেন বাংলাদেশের একজন খ্যাতিমান কথাসাহিত্যিক। তিনি ১৯৪৭ সালের ১৪ জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর কথাসাহিত্যের মূল আখ্যান হলো অসাম্প্রদায়িক জীবনবোধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং নারীমুক্তি। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার ও ফিলিপ্স সাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস
-
হাঙর নদী গ্রেনেড
-
মগ্ন চৈতন্যে শিস
-
যাপিত জীবন
-
চাঁদবেনে
-
পোকামাকড়ের ঘরবসতি
-
গায়ত্রী সন্ধ্যা
-
দীপান্বিতা
গল্পগ্রন্থ
-
উৎস থেকে নিরন্তর
-
খোলকরতাল
-
মুক্তিযুদ্ধের গল্প
শিশু-কিশোর উপযোগী রচনা
-
সাগর
-
বাংলা একাডেমী গল্পে বর্ণমালা
-
বর্ণমালার গল্প
-
জ্যোৎস্নার রঙে আঁকা ছবি
-
চাঁদের বুড়ির পান্তা ইলিশ
এছাড়া উল্লেখযোগ্য যে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন রাজসিংহ উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন শহরতলী, এবং কন্যাকুমারী উপন্যাসের রচয়িতা রাশিদা আখতার।

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি কোনটি?
Created: 1 month ago
A
পশ্চিম যাত্রীর ডায়েরী
B
য়ুরোপ প্রবাসীর পত্র
C
জাভা যাত্রীর পত্র
D
জাপান যাত্রী
‘য়ুরোপ প্রবাসীর পত্র’
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি।
চলিত ভাষায় রচিত, এবং এখানেই রবীন্দ্রনাথ প্রথমবার চলিতরীতির প্রবর্তন করেন।
প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় (১৮৮১ সালে)।
কাহিনি সংক্ষেপ
১৮৭৮ সালের সেপ্টেম্বরে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ইংল্যান্ড যান।
কিছুদিন ব্রাইটনের একটি পাবলিক স্কুলে এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেন।
পড়াশোনা সম্পূর্ণ না করে দেড় বছর পর তিনি দেশে ফেরেন।
সে সময় ইউরোপের সমাজ ও জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন, যার প্রতিফলন দেখা যায় তাঁর য়ুরোপ প্রবাসীর পত্র গ্রন্থে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণকাহিনি
য়ুরোপ প্রবাসীর পত্র
য়ুরোপ যাত্রীর ডায়েরী
পথের সঞ্চয়
জাপান যাত্রী
পশ্চিম যাত্রীর ডায়েরী
জাভা যাত্রীর পত্র
রাশিয়ার চিঠি
পারস্য যাত্রী

0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন বছর সংস্কৃত কলেজ থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন?
Created: 3 weeks ago
A
১৮৩৫
B
১৮৩৯
C
১৮৪১
D
১৮৪৫
কবি দিলওয়ার – ‘গণমানুষের কবি’
-
‘গণমানুষের কবি’ হিসেবে পরিচিতি:
-
১৯৭৭ সালের ৭ মার্চ সিলেটে কবি দিলওয়ারকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
-
সংবর্ধনায় পড়া মানপত্রে উল্লেখ ছিল: ‘গণমানুষের কবি’ দিলওয়ারকে সিলেটের মানুষ অভিনন্দন জানাচ্ছে, ‘স্বদেশ, স্বজাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনাকে অঙ্গীকার করে’ তাঁর ‘আবাল্য কাব্যসাধনার’ জন্য।
-
সেই থেকে ‘গণমানুষের কবি’ অভিধাটি তাঁর নামের সঙ্গে সংযুক্ত হয়।
-
-
দিলওয়ার (Biography):
-
জন্ম: ১৯৩৭, সিলেট
-
প্রকৃত নাম: দিলওয়ার খান
-
-
প্রসিদ্ধ কবিতা গ্রন্থ:
-
জিজ্ঞাসা
-
ঐকতান
-
উদ্ভিন্ন উল্লাস
-
রক্তে আমার অনাদি অস্থ
-

0
Updated: 2 weeks ago