'রত্নবতী' কোন ধরনের গ্রন্থ?
A
নাটক
B
উপন্যাস
C
প্রহসন
D
গল্পগ্রন্থ
উত্তরের বিবরণ
রত্নবতী (মীর মশাররফ হোসেন)
-
লেখক: মীর মশাররফ হোসেন
-
প্রকাশ: ১৮৬৯
-
বিশেষত্ব:
-
মুসলিম সাহিত্যিকদের মধ্যে প্রথম গ্রন্থ যা ঐতিহাসিকভাবে মূল্যবান
-
রূপকথা জাতীয় শিক্ষামূলক দীর্ঘ গল্প
-
-
মূল বিষয়:
-
রাজপুত্র সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ‘ধন বড় না বিদ্যা বড়’ বিতর্ক ও তার সমাধান
-
মীর মশাররফ হোসেন
-
জন্ম: ১৩ নভেম্বর ১৮৪৭, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া
-
পেশা: ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক
-
সাংবাদিকতা:
-
সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা-র মফঃস্বল সংবাদদাতা
-
পত্রিকা আজিজননেহার ও হিতকরী সম্পাদনা
-
-
সাহিত্যিক অবদান:
-
বঙ্কিমযুগের প্রধান গদ্যশিল্পী
-
উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ
-

0
Updated: 1 month ago
'অনল প্রবাহ' — কাব্যগ্রন্থটি কে লিখেছেন
Created: 3 weeks ago
A
কায়কোবাদ
B
আহসান হাবীব
C
কাজী নজরুল ইসলাম
D
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
• ‘অনল প্রবাহ’ কাব্যগ্রন্থ:
-
এটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত মুসলিম জাগরণমূলক কাব্য।
-
প্রকাশিত: ১৯০০ খ্রিষ্টাব্দ।
-
এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
-
প্রকাশিত হওয়ার পর ব্রিটিশ সরকার তা বাজেয়াপ্ত করেছিল।
-
প্রথম সংস্করণে মোট নয়টি কবিতা অন্তর্ভুক্ত ছিল।
উল্লেখযোগ্য কবিতাসমূহ:-
অনল প্রবাহ
-
তুর্যধ্বনি
-
মূর্চ্ছনা
-
বীর-পূজা
-
অভিভাষণ
-
মরক্কো সংকট
-
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী:
-
জন্ম: ১৮৮০ খ্রিস্টাব্দ, সিরাজগঞ্জ।
-
নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত, জন্মভূমির কারণে।
-
তিনি একজন লেখক, বাগ্মী ও কৃষক নেতা।
রচিত সাহিত্যকর্ম:
উপন্যাস:
-
রায়নন্দিনী
-
তারাবাঈ
-
ফিরোজা বেগম
প্রবন্ধ:
-
স্বজাতি প্রেম
-
তুর্কি নারী জীবন
-
স্পেনীয় মুসলান সভ্যতা
কাব্যগ্রন্থ:
-
অনল প্রবাহ
-
উচ্ছ্বাস
-
উদ্বোধন
-
স্পেন বিজয় কাব্য

0
Updated: 2 weeks ago
'তেল-নুন-লাকড়ি' প্রবন্ধটি কার লেখা?
Created: 2 weeks ago
A
সুকান্ত ভট্টাচার্য
B
জহির রায়হান
C
প্রমথ চৌধুরী
D
হুমায়ুন আজাদ
“তেল-নুন-লাকড়ি” প্রবন্ধটি প্রমথ চৌধুরীর লেখা, যিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক এবং বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে খ্যাত।
-
প্রমথ চৌধুরী:
-
জন্ম: ১৮৬৮ সালের ৭ আগস্ট, যশোর।
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষক।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল।
-
প্রথমবার গদ্য/প্রবন্ধে চলিত রীতি প্রয়োগ করেন।
-
বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক।
-
মাসিক ‘সবুজপত্র’ (১৯১৪) পত্রিকার সম্পাদক।
-
মৃত্যু: ১৯৪৬, শান্তিনিকেতন।
-
-
কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
-
-
গল্পগ্রন্থ:
-
চার-ইয়ারি কথা
-
নীললোহিত ও গল্পসংগ্রহ
-
আহুতি
-
-
প্রবন্ধগ্রন্থ:
-
তেল-নুন-লাকড়ি
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
নানা চর্চা
-
রায়তের কথা
-
প্রবন্ধ সংগ্রহ
-

0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
ক্রীতদাসের হাসি
B
মাটি আর অশ্রু
C
হাঙর নদী গ্রেনেড
D
সারেং বউ
হাঙর নদী গ্রেনেড (উপন্যাস)
সেলিনা হোসেনের লেখা ‘হাঙর নদী গ্রেনেড’ মুক্তিযুদ্ধভিত্তিক একটি আবেগঘন ও প্রতিবাদী উপন্যাস। গল্পটি হলদী গ্রামের এক বয়স্ক নারীর জীবনকে কেন্দ্র করে গড়া। এই মা নিজের সন্তানদের মুক্তিযুদ্ধে অংশ নিতে উৎসাহিত করেন এবং একদিকে মুক্তিযোদ্ধাদের রক্ষা করার জন্য নিজের মানসিক প্রতিবন্ধী ছেলে পাকিস্তানি সেনাদের হাতে দেন।
উপন্যাসে মা ও দেশের জন্য তার আত্মত্যাগের মহিমা ফুটে ওঠে। এছাড়া, উপন্যাসে বর্ণিত গ্রামটি যেন মুক্তিযুদ্ধের প্রতীকী বাংলাদেশ হিসেবে উপস্থিত হয়।
উৎস: সেলিনা হোসেন, হাঙর নদী গ্রেনেড, সাহিত্য প্রকাশন, বাংলাদেশ।

0
Updated: 1 month ago