A
নাটক
B
উপন্যাস
C
প্রহসন
D
গল্পগ্রন্থ
উত্তরের বিবরণ
রত্নবতী (মীর মশাররফ হোসেন)
-
লেখক: মীর মশাররফ হোসেন
-
প্রকাশ: ১৮৬৯
-
বিশেষত্ব:
-
মুসলিম সাহিত্যিকদের মধ্যে প্রথম গ্রন্থ যা ঐতিহাসিকভাবে মূল্যবান
-
রূপকথা জাতীয় শিক্ষামূলক দীর্ঘ গল্প
-
-
মূল বিষয়:
-
রাজপুত্র সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ‘ধন বড় না বিদ্যা বড়’ বিতর্ক ও তার সমাধান
-
মীর মশাররফ হোসেন
-
জন্ম: ১৩ নভেম্বর ১৮৪৭, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া
-
পেশা: ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক
-
সাংবাদিকতা:
-
সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা-র মফঃস্বল সংবাদদাতা
-
পত্রিকা আজিজননেহার ও হিতকরী সম্পাদনা
-
-
সাহিত্যিক অবদান:
-
বঙ্কিমযুগের প্রধান গদ্যশিল্পী
-
উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ
-

0
Updated: 1 week ago
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫ অনুসারে, বাংলাদেশের জনসংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
১৫ কোটি ৫৭ লাখ
B
১৬ কোটি ৫৭ লাখ
C
১৭ কোটি ৫৭ লাখ
D
১৮ কোটি ৫৭ লাখ
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন – ২০২৫
-
শিরোনাম: The pursuit of reproductive agency in a changing world
-
প্রকাশকাল: জুন ২০২৫
-
প্রকাশক: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)
প্রতিবেদনের মূল তথ্য (বাংলাদেশ):
-
মোট জনসংখ্যা: ১৭ কোটি ৫৭ লাখ
-
প্রজনন হার: ২.১
-
গড় আয়ু: পুরুষ ৭৪ বছর, নারী ৭৭ বছর
-
কর্মক্ষম জনসংখ্যা: দুই-তৃতীয়াংশ, প্রায় ১১৫ মিলিয়ন
-
৬৫ বছর বা তার বেশি বয়সী জনসংখ্যা: ৭%, প্রায় ১.২ কোটি মানুষ

0
Updated: 2 weeks ago
'লায়লী মজনু' কাব্যের রচয়িতা কে?
Created: 1 week ago
A
আলাওল
B
দৌলত উজির বাহরাম খান
C
দৌলত কাজী
D
শাহ মুহম্মদ সগীর
লায়লী-মজনু কাব্য
-
রচয়িতা: দৌলত উজির বাহরাম খান
-
রচনাকাল:
-
আহমদ শরীফের মতে: ১৫৪৩–১৫৫৩
-
শহীদুল্লাহর মতে: ১৬৬৯ খ্রিষ্টাব্দ
-
-
মূল উৎস: ইরানি কবি জামির লায়লী ওয়া-মজনুন কাব্যের ভাবানুবাদ
-
দেশ: ইরান
-
বিষয়বস্তু ও বৈশিষ্ট্য:
-
আধ্যাত্মিকতার চেয়ে মানবিক প্রেম ও প্রবৃত্তির প্রাধান্য
-
প্রধান চরিত্র: আমিরপুত্র কায়েশ ও বণিককন্যা লায়লী
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম)

0
Updated: 1 week ago
চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবির নাম -
Created: 2 weeks ago
A
মানিক দত্ত
B
বিজয়গুপ্ত
C
মুকুন্দরাম চক্রবর্তী
D
কানা হরিদত্ত
চণ্ডীমঙ্গল কাব্য
‘চণ্ডীমঙ্গল’ হলো চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনি অবলম্বনে রচিত মঙ্গলকাব্য।
এই কাব্যের আদি কবি মানিক দত্ত—চতুর্দশ শতকের কবি। তবে চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী, যিনি ষোড়শ শতকে এই ধারার শ্রেষ্ঠ রূপ দেন। কাব্যটি মূলত দুইটি কাহিনি নিয়ে গঠিত।
কাহিনি সংক্ষেপ
চণ্ডীর ইচ্ছা হয়েছিল পৃথিবীতে তাঁর পূজা প্রচার করার। এজন্য তিনি স্বামী শিবকে অনুরোধ করেন, শিবের একনিষ্ঠ ভক্ত নীলাম্বরকে পৃথিবীতে পাঠাতে। কিন্তু বিনা অপরাধে পাঠাতে শিব রাজি হননি।
পরে চণ্ডী ষড়যন্ত্র করে নীলাম্বরকে পৃথিবীতে পাঠান। নীলাম্বর জন্ম নেন কালকেতু নামে, ব্যাধ ধর্মকেতুর ঘরে। স্বর্গে তাঁর স্ত্রী ছায়া পৃথিবীতে জন্ম নেন ফুল্লুরা নামে।

0
Updated: 2 weeks ago