What is the antonym of 'Queer'?
A
Integrated
B
Orderly
C
Abnormal
D
Odd
উত্তরের বিবরণ
• Queer (Adjective)
English Meaning: strange; odd.
Bangla Meaning: অদ্ভুত; অস্বাভাবিক।
Synonyms (সমার্থক শব্দ): odd, strange, unusual, funny, peculiar, curious, bizarre.
Antonyms (বিপরীতার্থক শব্দ): normal, ordinary, typical, usual, average, standard.
• প্রদত্ত অপশনসমূহের বিশ্লেষণ:
ক) Integrated (verb transitive):
অর্থ — বিভিন্ন অংশকে একত্রিত করে সমগ্রতাসাধন করা; যেটি অসম্পূর্ণ তাকে পূর্ণতা প্রদান করা; সংহত করা।
খ) Orderly (adjective):
অর্থ — সুবিন্যস্ত; ছিমছাম; সাজানো-গোছানো।
গ) Abnormal (adjective):
অর্থ — অস্বাভাবিক; স্বাভাবিক নিয়ম বা আচরণ থেকে বিচ্যুত।
ঘ) Odd (adjective):
অর্থ — অদ্ভুত; অস্বাভাবিক; সাধারণ নিয়ম থেকে ব্যতিক্রম।
• বিশ্লেষণ অনুযায়ী, “Queer” শব্দটি যার অর্থ অদ্ভুত বা অস্বাভাবিক — তার বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দ হলো “Orderly”, যার অর্থ ছিমছাম বা সুবিন্যস্ত।
অতএব, নির্ধারিত অপশনগুলোর মধ্যে “Orderly” শব্দটি “Queer”-এর উপযুক্ত বিপরীতার্থক শব্দ।
Source: Merriam-Webster Dictionary এবং বাংলা একাডেমি প্রণীত অ্যাক্সেসিবল ডিকশনারি।
0
Updated: 5 months ago
Choose the antonym of 'Aberrant':
Created: 1 month ago
A
Normal
B
Generous
C
Selfish
D
Steady
সঠিক উত্তর: ক) Normal
Explanation:
-
Aberrant:
-
English meaning: different from what is typical or usual, especially in an unacceptable way
-
Bangla meaning: বিপথগামী; স্বাভাবিক পথ থেকে বিচ্যুত; অস্বাভাবিক
-
Other options:
-
খ) Generous: উদার; সহৃদয়
-
গ) Selfish: স্বার্থপর; আত্মমুখী
-
ঘ) Steady: দৃঢ়ভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত; সুষম
Conclusion: ‘Aberrant’ এর বিপরীত অর্থ হলো Normal।
0
Updated: 1 month ago
The antonym of the word "Fallacy" is -
Created: 2 weeks ago
A
Verity
B
Delusion
C
Gallant
D
Formal
Fallacy (বিশেষ্য):
ইংরেজি অর্থ:
-
এমন একটি ভুল ধারণা যা অনেক মানুষ সত্য বলে বিশ্বাস করে।
-
কোনো বিষয়ের সম্পর্কে ভুলভাবে চিন্তা করার পদ্ধতি।
বাংলা অর্থ: ভুল ধারণা বা যুক্তি।
সমার্থক শব্দ (Synonym): Myth, Error, Illusion, Misconception।
বিপরীতার্থক শব্দ (Antonym): Truth, Verity, Accuracy, Correctness।
উল্লিখিত বিকল্পগুলোর অর্থ:
-
Verity: সত্যতা; যথার্থতা।
-
Delusion: ভ্রম; মোহ; প্রবঞ্চনা।
-
Gallant: সাহসী; সুন্দর; মহৎ।
-
Formal: বিধিমত; নিয়মনিষ্ঠ।
উদাহরণ বাক্য:
-
The argument was based on a fallacy and therefore invalid.
(যুক্তিটি একটি ভুল ধারণার উপর ভিত্তি করে গঠিত ছিল, তাই এটি গ্রহণযোগ্য নয়।) -
It is a common fallacy that money brings happiness.
(এটি একটি সাধারণ ভুল ধারণা যে টাকা সুখ এনে দেয়।)
0
Updated: 2 weeks ago
Which is the opposite of 'Ubiquitous'?
Created: 3 weeks ago
A
Rare
B
Endgame
C
Culinary
D
Unsophisticated
The opposite of Ubiquitous is Rare, কারণ ubiquitous মানে “একই সময়ে সর্বত্র উপস্থিত বা সর্বব্যাপী” এবং rare মানে “দুর্লভ; অস্বাভাবিক; সচরাচর দেখা যায় না”।
-
Ubiquitous – একই সময়ে সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত; সর্বব্যাপী; ইংরেজি অর্থ: existing or being everywhere at the same time : constantly encountered : widespread.
-
Rare – দুর্লভ; অস্বাভাবিক; অসাধারণ; ইংরেজি অর্থ: seldom occurring or found : uncommon.
-
Other options:
-
Endgame – শেষ খেলা; ইংরেজি অর্থ: the last stage of a process, especially one involving discussion.
-
Culinary – রান্নাঘর বা রান্নাবান্নাসম্পর্কিত; ইংরেজি অর্থ: of or relating to the kitchen or cookery.
-
Unsophisticated – সহজসরল, ছলাকলাহীন; ইংরেজি অর্থ: not changed or corrupted : genuine.
-
Wage – বেতন, মজুরি; ইংরেজি অর্থ: a payment usually of money for labor or services, usually according to contract and on an hourly, daily, or piecework basis.
-
0
Updated: 3 weeks ago