A
Virginia Woolf
B
George Bernard Shaw
C
P. B. Shelley
D
S. T. Coleridge
উত্তরের বিবরণ
• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক
- He is considered to be the greatest modern English dramatist.
-তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.
• অন্যদিকে,
- P. B. Shelley এবং S. T. Coleridge হচ্ছেন Romantic Period এর বিখ্যাত কবি।
- Virginia Woolf modern period এর একজন সুপরিচিত novelist.
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman; Encyclopedia Britannica

0
Updated: 2 months ago
Who wrote Dr. Zivago?
Created: 3 days ago
A
Maxim Gorky
B
Boris Pastornak
C
Fyodor Dostoevsky
D
Leo Tolstoy
Doctor Zhivago
- রচনা করেন Boris Pasternak.
- ১৯৫৭ সালে ইটালিতে এই উপন্যাসটি প্রকাশিত হয়।
- ১৯১৭ সালের রুশ বিপ্লবের পটভূমিতে এই উপন্যাসের কাহিনী রচিত। বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সময়ে একটি বুর্জোয়া পরিবারের উপর নেমে আসা বিভিন্ন পরিণতি এর উপজীব্য বিষয়।
• কেন্দ্রীয় চরিত্র: Dr. Yury Zhivago এবং তার প্রেমিকা Lara.
• Boris Leonidovich Pasternak:
- He is a Russian poet whose novel Doctor Zhivago helped win him the Nobel Prize for Literature in 1958.
- The novel became an international bestseller.
- It was published in Italy in 1957.
Source: Britannica.

0
Updated: 3 days ago
Who is the author of 'A Farewell to Arms'?
Created: 2 months ago
A
T. S. Eliot
B
John Milton
C
Plato
D
Emest Hemingway
A Farewell to Arms – উপন্যাস পরিচিতি
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: ১৯২৯
-
এটি লেখকের তৃতীয় উপন্যাস এবং তার জীবনের অভিজ্ঞতা-নির্ভর একটি আত্মজৈবনিক উপন্যাস।
-
উপন্যাসটির পটভূমি: প্রথম বিশ্বযুদ্ধের ইতালিয়ান ফ্রন্টে ভিত্তি করে লেখা হয়েছে।
-
মূল চরিত্র: Lieutenant Frederic Henry, একজন আমেরিকান যিনি ইতালীয় সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স কর্পসে কর্মরত।
উপন্যাসের শিরোনাম:
-
“A Farewell to Arms” – এখানে "arms" শব্দটি দ্ব্যর্থবোধক; এটি অস্ত্র (war) এবং প্রেমিকার বাহু বা ভালোবাসা (love) – উভয়কেই বোঝায়।
-
শিরোনামটি ১৬শ শতাব্দীর ইংরেজ নাট্যকার George Peele-এর একটি কবিতা থেকে নেওয়া হয়েছে।
প্রধান চরিত্রসমূহ:
-
Lieutenant Frederic Henry (প্রধান চরিত্র)
-
Catherine Barkley (নারী চরিত্র)
-
Lieutenant Rinaldi (Frederic-এর বন্ধু)
-
Helen Ferguson (Catherine-এর বন্ধু)
📝 বিখ্যাত উক্তি:
-
“All thinking men are atheists.” – এটি উপন্যাসের একটি গভীর দার্শনিক উক্তি।
লেখক পরিচিতি – Ernest Hemingway (1899–1961):
-
পূর্ণ নাম: Ernest Miller Hemingway
-
পেশা: আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্প লেখক
-
লেখালেখির বৈশিষ্ট্য: সংক্ষিপ্ত, সহজ ও প্রাঞ্জল গদ্যরীতির জন্য বিখ্যাত।
-
তার লেখনী ২০শ শতকের ইংরেজি সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছে।
-
১৯৫৪ সালে The Old Man and the Sea উপন্যাসের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ:
-
The Old Man and the Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises (প্রথম উপন্যাস, যা তাঁকে প্রতিষ্ঠিত করে)
-
Green Hills of Africa
তথ্যসূত্র: Britannica.com এবং Live MCQ Lecture

0
Updated: 2 months ago
Who is the author of 'India Wins Freedom'?
Created: 2 months ago
A
Mahatma Gandhi
B
J. L. Nehru
C
Abul Kalam Azad
D
Moulana Akram Khan
• 'India Wins Freedom' এর রচয়িতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিখ্যাত নেতা Maulana Abul Kalam Azad.
- এটি হচ্ছে একটি autobiography.
- এটি তাঁর মৃত্যুর পর সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল।
- 1992 সালে, তার মৃত্যুর কয়েক দশক পর, আজাদকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দেওয়া হয়।
- তিনি 22 ফেব্রুয়ারি, 1958, ভারতের নয়াদিল্লিতে মারা যান।
• Maulana Abul Kalam Azad:
- তিনি ছিলেন একজন Indian theologian.
- He was born on November 11, 1888, Mecca [now in Saudi Arabia]—died February 22, 1958, New Delhi, India).
- He was an Islamic theologian who was one of the leaders of the Indian independence movement against British rule in the first half of the 20th century.
Source: Britannica.

0
Updated: 2 months ago