শুকুর মাহমুদ রচিত কাব্যের নাম কী?
A
ময়নামতির গান
B
গোপীচন্দ্রের সন্যাস
C
মীনচেতন
D
গোরাক্ষ বিজয়
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
কবি জসীম উদ্দীন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
Created: 1 month ago
A
১৯০৬ খ্রিষ্টাব্দ
B
১৮৯৯ খ্রিষ্টাব্দ
C
১৯০৫ খ্রিষ্টাব্দ
D
১৯০৩ খ্রিষ্টাব্দ

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি কোনটি?
Created: 1 month ago
A
পশ্চিম যাত্রীর ডায়েরী
B
য়ুরোপ প্রবাসীর পত্র
C
জাভা যাত্রীর পত্র
D
জাপান যাত্রী
‘য়ুরোপ প্রবাসীর পত্র’
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি।
চলিত ভাষায় রচিত, এবং এখানেই রবীন্দ্রনাথ প্রথমবার চলিতরীতির প্রবর্তন করেন।
প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় (১৮৮১ সালে)।
কাহিনি সংক্ষেপ
১৮৭৮ সালের সেপ্টেম্বরে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ইংল্যান্ড যান।
কিছুদিন ব্রাইটনের একটি পাবলিক স্কুলে এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেন।
পড়াশোনা সম্পূর্ণ না করে দেড় বছর পর তিনি দেশে ফেরেন।
সে সময় ইউরোপের সমাজ ও জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন, যার প্রতিফলন দেখা যায় তাঁর য়ুরোপ প্রবাসীর পত্র গ্রন্থে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণকাহিনি
য়ুরোপ প্রবাসীর পত্র
য়ুরোপ যাত্রীর ডায়েরী
পথের সঞ্চয়
জাপান যাত্রী
পশ্চিম যাত্রীর ডায়েরী
জাভা যাত্রীর পত্র
রাশিয়ার চিঠি
পারস্য যাত্রী

0
Updated: 1 month ago
লোকসাহিত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলে আখ্যায়িত করেছিলেন?
Created: 3 weeks ago
A
সাহিত্যের প্রাণস্পন্দন
B
জনপদের হৃদয়-কলরব
C
সমাজের প্রতিচ্ছবি
D
ঐতিহ্যের প্রতিধ্বনি
লোকসাহিত্য হলো মানুষের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদি, যা মৌখিক ধারায় রচিত সাহিত্য এবং অতীত ঐতিহ্য ও বর্তমান অভিজ্ঞতাকে প্রতিফলিত করে। এটি সাধারণত একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সংহত সমাজমানস থেকে উদ্ভব হয়।
মূল বৈশিষ্ট্যসমূহ:
-
সাধারণত অক্ষরজ্ঞানহীন পল্লিবাসীরা স্মৃতি ও শ্রুতির ওপর নির্ভর করে লোকসাহিত্যের লালন করেন।
-
যদিও মূলে এটি ব্যক্তিবিশেষের রচনা, তবে সমষ্টির চর্চায় এটি পরিপক্কতা ও পূর্ণতা লাভ করে।
-
লোকসাহিত্য সমষ্টির ঐতিহ্য, আবেগ, চিন্তা ও মূল্যবোধকে ধারণ করে।
-
বিষয়, ভাষা ও রীতির ক্ষেত্রে সাধারণত প্রচলিত ধারা অনুসৃত হয়।
-
কল্পনাশক্তি, উদ্ভাবন ক্ষমতা ও পরিশীলিত চিন্তার অভাব থাকলেও, এতে শিল্পসৌন্দর্য, রস ও আনন্দবোধের অভাব নেই।
বিশেষ তথ্য:
-
লোকসাহিত্য হলো লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা, যার মাধ্যমে জাতির আত্মার স্পন্দন শোনা যায়।
-
রবীন্দ্রনাথ ঠাকুর একে ‘জনপদের হৃদয়-কলরব’ হিসেবে আখ্যায়িত করেছেন।
-
লোকসাহিত্যের প্রধান শাখা: লোকসঙ্গীত, গীতিকা, লোককাহিনী, লোকনাট্য, ছড়া, মন্ত্র, ধাঁধা ও প্রবাদ।

0
Updated: 2 weeks ago