রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'কবি-কাহিনী' কোন ছন্দে রচিত?
A
অমিত্রাক্ষর
B
স্বরবৃত্ত
C
অক্ষরবৃত্ত
D
মাত্রাবৃত্ত
উত্তরের বিবরণ
‘কবি-কাহিনী’ কাব্যগ্রন্থ
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৮৭৮ খ্রিষ্টাব্দ
-
প্রকাশের মাধ্যম: ‘ভারতী’ পত্রিকায় পৌষ-চৈত্র ১২৮৪ বঙ্গাব্দ সংখ্যায়
-
রচনা শৈলী: নাতিদীর্ঘ কাব্য, অমিত্রাক্ষর ছন্দে, বিন্যাসে পয়া ও ত্রিপদী উভয় ধরনের
-
গঠন: চার সর্গে বিভক্ত
-
প্রধান চরিত্র: নায়ক – এক কবি, নায়িকা – নলিনী
-
বিষয়বস্তু: নলিনীর মৃত্যু ও নায়কের বিশ্বপ্রেম উপলব্ধি
-
বিশেষত্ব: রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত গ্রন্থ, কাব্যের নায়ককে কবির নিজের সাথে তুলনা করা হয়, নাটকীয়তা নেই

0
Updated: 1 month ago
সংশোধিত গেজেট অনুযায়ী, বর্তমানে জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
৮৩০ জন
B
৮৩৬ জন
C
৮৪০ জন
D
৮৫৬ জন
জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪ – শহীদদের তালিকা
-
প্রকাশের তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৫
-
প্রথম গেজেট: শহীদদের তালিকা সরকারিভাবে প্রকাশিত
-
প্রাথমিক শহীদ সংখ্যা: ৮৩৪ জন (পরে ১০ জন যুক্ত) → ৮৪৪ জন
-
সংশোধন: ৩ আগস্ট, ২০২৫ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আরও একটি গেজেট জারি করে
-
এই গেজেটে ৮ জন বাদ দেওয়া হয়
-
বাদ দেওয়ার কারণ:
-
৪ জনের নাম গেজেটে দুবার এসেছে
-
৪ জন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না
-
-
-
চূড়ান্ত শহীদ সংখ্যা: ৮৩৬ জন

0
Updated: 2 months ago
’যিনি গুণবান ব্যক্তি, তিনি বিনয়ী হন।’-এটি কোন ধরনের বাক্য?
Created: 1 month ago
A
খণ্ডবাক্য
B
জটিল বাক্য
C
যৌগিক বাক্য
D
সরল বাক্য
বাক্য ’যিনি গুণবান ব্যক্তি, তিনি বিনয়ী হন।’ হলো জটিল বাক্য।
জটিল বাক্য সেই ধরনের বাক্য, যেখানে অধীন বাক্যগুলোকে যুক্ত করার জন্য বিশেষ সাপেক্ষ সর্বনাম বা যোজক ব্যবহৃত হয়। সাধারণ উদাহরণ হলো—
-
সাপেক্ষ সর্বনাম: যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা ইত্যাদি
-
সাপেক্ষ যোজক: যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন ইত্যাদি
উদাহরণ:
-
যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
-
যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
-
যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
উৎস:

0
Updated: 1 month ago
ভুসুকুপা কয়টি পদ রচনা করেন?
Created: 3 weeks ago
A
১০টি
B
৮টি
C
৯টি
D
৭টি
ভুসুকুপা চর্যাগীতি রচনার দিক থেকে ভুসুকুপা দ্বিতীয় স্থান অধিকার করেন। তাকে সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র হিসেবে গণ্য করা হয়। তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৮টি পদ রচনা করেছেন।
ভুসুকুপার রচিত চর্যার পদগুলো হলো:
৬নং
২১নং
২৩নং
২৭নং
৩০নং
৪১নং
৪৩নং
৪৯নং
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, তিনি পূর্ব বঙ্গ অঞ্চলের মানুষ ছিলেন। তিনি তাঁর রচিত ৪৯নং পদে পদ্মা নদী (পঁউআ খাল) এবং ‘বঙ্গাল’ দেশ ও ‘বঙ্গালী’ শব্দের উল্লেখ করেছেন।
‘আপনা মাংসে হরিণা বৈরী’ (৬নং পদ) এই বিখ্যাত পদের রচয়িতাও ভুসুকপাই।

0
Updated: 3 weeks ago