'বঙ্গভাষা' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
A
চতুর্দশপদী কবিতাবলী
B
বীরাঙ্গনা কাব্য
C
মেঘনাদবধ কাব্য
D
তিলোত্তমাসম্ভব কাব্য
উত্তরের বিবরণ
‘বঙ্গভাষা’ কবিতা
-
লেখক: মাইকেল মধুসূদন দত্ত
-
সংকলন: চতুর্দশপদী কবিতাবলী
-
ছন্দ: অক্ষরবৃত্ত ছন্দ
-
ধরণ: বাংলা সাহিত্যের প্রথম সনেট
-
বিষয়বস্তু: মাতৃভাষার প্রতি গভীর হৃদয়াবেগ, বাংলা ভাষা ও সাহিত্যের সম্ভাবনা ও ঐশ্বর্য, কবির মার্জিত ও পরিশীলিত বর্ণনায়
মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য কাব্য
-
তিলোত্তমাসম্ভব
-
মেঘনাদবধ
-
ব্রজাঙ্গনা
-
বীরাঙ্গনা (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলী

0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন না?
Created: 1 month ago
A
সংবাদ সাধুরঞ্জন
B
সংবাদ রত্নাবলী
C
পাষণ্ডপীড়ন
D
সমাচার দর্পণ
ঈশ্বরচন্দ্র গুপ্ত সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন না।
ঈশ্বরচন্দ্র গুপ্ত:
- ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন একজন কবি ও সাংবাদিক।
- তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে এক যুগসন্ধিকালীন কবি, অর্থাৎ মধ্যযুগ ও আধুনিক যুগের সংযোগ রচনা করেছিলেন।
- তাঁর ছদ্মনাম ছিল ‘ভ্রমণকারী বন্ধু’।
- তিনি প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’-এর সম্পাদক ছিলেন।
- এছাড়া তিনি সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন নামক পত্রিকাও সম্পাদনা করেন।
- তাঁর অন্যতম কীর্তি হলো কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা, যা বাংলা সাহিত্য ইতিহাসে বিশেষ অবদান হিসেবে বিবেচিত।
অন্যদিকে, সমাচার দর্পণ হচ্ছে ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা।

0
Updated: 1 month ago
বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
স্বপ্নদর্শন
B
সঙ্গীত শতক
C
সারদা মঙ্গল
D
সাধের আসন
বিহারীলাল চক্রবর্তী এবং তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ
-
শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সারদা মঙ্গল
-
বিহারীলাল চক্রবর্তী:
-
জন্ম: ১৮৩৫, কলকাতার নিমতলা
-
বাংলা সাহিত্যে আধুনিক গীতিকবিতার পথপ্রদর্শক
-
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুরু হিসেবে খ্যাত
-
রবীন্দ্রনাথ ঠাকুর ‘সারদা মঙ্গল’ পাঠের পরে তাঁকে ‘ভোরের পাখি’ নামে অভিহিত করেন
-
মৃত্যু: ২৪ মে ১৮৯৪
-
-
প্রধান কাব্যগ্রন্থসমূহ:
-
স্বপ্নদর্শন
-
সঙ্গীত শতক
-
বন্ধু-বিয়োগ
-
প্রেম প্রবাহিণী
-
নিসর্গ সন্দর্শন
-
বঙ্গসুন্দরী
-
সারদা মঙ্গল
-
নিসর্গ সঙ্গীত
-
মায়াদেবী
-
দেবরাণী
-
বাউল বিংশতি
-
সাধের আসন
-
-
সম্পাদিত পত্রিকা:
-
পূর্ণিমা
-
সাহিত্য সংক্রান্তি
-
অবোধ বন্ধু
-
-
নোট:
-
সাধের আসন হল বিহারীলাল চক্রবর্তীর শেষ কাব্যগ্রন্থ।
-

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক কোনটি?
Created: 3 weeks ago
A
তারাবাঈ
B
সাজাহান
C
নূরজাহান
D
মেবার পতন
দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকসমূহে ইতিহাস ও সম্রাটদের জীবনের চিত্রায়ণ গুরুত্বপুর্ণ স্থান দখল করে। তার মধ্যে 'সাজাহান' নাটককে বিশেষভাবে উল্লেখ করা হয়।
সাজাহান নাটক:
-
এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক হিসেবে বিবেচিত।
-
নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৯০৯ সালে।
-
নাটকের কাহিনি কেন্দ্র করে মোগল সম্রাট সাজাহানের জীবন।
-
নাটকটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।
-
নাটকে ব্যবহৃত গান 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' এর রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।
দ্বিজেন্দ্রলাল রায়ের অন্যান্য ঐতিহাসিক নাটক:
-
তারাবাঈ
-
প্রতাপ-সিংহ
-
দুর্গাদাস
-
নূরজাহান
-
মেবার পতন
-
সাজাহান
-
চন্দ্রগুপ্ত
-
সিংহলবিজয়

0
Updated: 3 weeks ago