A
চতুর্দশপদী কবিতাবলী
B
বীরাঙ্গনা কাব্য
C
মেঘনাদবধ কাব্য
D
তিলোত্তমাসম্ভব কাব্য
উত্তরের বিবরণ
‘বঙ্গভাষা’ কবিতা
-
লেখক: মাইকেল মধুসূদন দত্ত
-
সংকলন: চতুর্দশপদী কবিতাবলী
-
ছন্দ: অক্ষরবৃত্ত ছন্দ
-
ধরণ: বাংলা সাহিত্যের প্রথম সনেট
-
বিষয়বস্তু: মাতৃভাষার প্রতি গভীর হৃদয়াবেগ, বাংলা ভাষা ও সাহিত্যের সম্ভাবনা ও ঐশ্বর্য, কবির মার্জিত ও পরিশীলিত বর্ণনায়
মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য কাব্য
-
তিলোত্তমাসম্ভব
-
মেঘনাদবধ
-
ব্রজাঙ্গনা
-
বীরাঙ্গনা (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলী

0
Updated: 1 week ago
'সই কেবা শুনাইল শ্যাম নাম।' - এটি কার উক্তি?
Created: 1 week ago
A
জ্ঞানদাস
B
চণ্ডীদাস
C
বিদ্যাপতি
D
আলাওল

0
Updated: 1 week ago
রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসরে দুটি চরিত্রের নাম কী?
Created: 1 week ago
A
বিনোদিনী ও মহেন্দ্র
B
ধুসূদন ও কুমুদিনী
C
সুরেশ ও অচলা
D
নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
চোখের বালি
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৯০৩
-
ধরণ: বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস
-
উল্লেখযোগ্য দিক:
-
বাংলা উপন্যাসে নতুন খাতার প্রবাহ।
-
প্রথমবার সমসাময়িক সমাজের পাত্র-পাত্রীর ব্যবহার।
-
কাহিনির ভার কমিয়ে ব্যক্তিত্ব ও মানসিক সংকটকে কেন্দ্র করে উপন্যাস।
-
-
প্রধান চরিত্র: বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী
-
চরিত্রগত সংক্ষেপ:
-
বিনোদিনী: বিধবা; আশা-আকাঙ্ক্ষা, প্রেম ও দুঃখের কেন্দ্রবিন্দু
-
আশালতা: মহেন্দ্রের পতিব্রতা স্ত্রী
-
মহেন্দ্র: স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে বিনোদিনীর প্রতি আকর্ষণ
-
অন্য উল্লেখযোগ্য চরিত্রসমূহ
উপন্যাস | প্রধান চরিত্র |
---|---|
বিষবৃক্ষ | নগেন্দ্রনাথ, কুন্দনন্দিনী |
গৃহদাহ | সুরেশ, অচলা |
যোগাযোগ | মধুসূদন, কুমুদিনী |
রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য উপন্যাস
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
দুই বোন
-
মালঞ্চ
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়

0
Updated: 1 week ago
‘মহুয়া’ পালার রচয়িতা কে?
Created: 1 week ago
A
দ্বিজ ঈশান
B
মনসুর বয়াতি
C
দ্বিজ কানাই
D
নয়ানচাঁদ ঘোষ
ভনিতা থেকে কিছু গীত রচয়িতার নাম জানা যায়,
যেমন:
- মহুয়া-দ্বিজ কানাই,
- চন্দ্রাবতী- নয়ানচাঁদ ঘোষ,
- কমলা- দ্বিজ ঈশান,
- দস্যু কেনারামের পালা- চন্দ্রাবতী,
- দেওয়ানা মদিনা- মনসুর বয়াতি।
মৈমনসিংহ গীতিকা:
- ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা (১৯২৩) নামে গ্রন্থাকারে প্রকাশ করেন।
মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা স্থান পেয়েছে,
যথা:
- মহুয়া,
- মলুয়া,
- চন্দ্রাবতী,
- কমলা,
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা,
- রূপবতী,
- কঙ্ক ও লীলা,
- কাজলরেখা,
- দেওয়ানা মদিনা।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago