'হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা' গ্রন্থটি কে সম্পাদনা করেন?
A
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B
হরপ্রসাদ শাস্ত্রী
C
রাজা রাজেন্দ্রলাল মিত্র
D
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
উত্তরের বিবরণ
চর্যাপদ
-
সংজ্ঞা: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন
-
প্রকাশের ইতিহাস:
-
১৮৮২ সালে Sanskrit Buddhist Literature in Nepal গ্রন্থে রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের তথ্য প্রকাশ করেন
-
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদের পদগুলি আবিষ্কার করেন
-
-
প্রকাশিত সংকলন:
-
১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ চর্যাপদের পদগুলি গ্রন্থাকারে প্রকাশ করে
-
প্রকাশিত গ্রন্থের নাম: হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
-
এতে চর্যাপদ, কৃষ্ণপাদ ও ডাকার্ণব-এর চারটি পুঁথি একত্রে সংকলিত হয়
-
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
’দি আগলি এশিয়ান’ উন্যাসের রচয়িতা কে?
Created: 1 month ago
A
হুমায়ূন আহমেদ
B
সৈয়দ আলী আহসান
C
শওকত ওসমান
D
সৈয়দ ওয়ালীউল্লাহ্
• ‘দি আগলি এশিয়ান’ উপন্যাস:
- ‘দি আগলি এশিয়ান’ সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত একটি উপন্যাস।
- এ উপন্যাসে পূর্ববঙ্গের রাজধানী শহরকে (নাম নেয়া হয়নি) কেন্দ্র করে রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ, সেনাবাহিনীকে দিয়ে সামরিক আইন জারি, সাধারণ মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার খর্ব করা, দেশে সাম্যবাদী উত্থান প্রচেষ্টা বাধাগ্রস্ত করা ইত্যাদি প্রধান হয়ে উঠেছে।
- সামরিক আইন জারি করিয়ে সেনাবাহিনী দিয়ে বা নিজেদের সমর্থনপুষ্ট পুঁজিবাদীদের কাজে লাগিয়ে মার্কিন দেশ তখন এশিয়ার প্রতিটি দেশেই নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিল।
- এশিয়ার এই কদর্য রূপকেই সৈয়দ ওয়ালীউল্লাহ্ এই উপন্যাসে তুলে ধরেছেন।
• সৈয়দ ওয়ালীউল্লাহ:
- সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার।
- তিন ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তিনি ফেনি স্কুলের ছাত্রাবস্থায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখ পত্রিকার সম্পাদনা করেন।
- তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- ১৯৪৫ থেকে ১৯৪৭ পর্যন্ত কলকাতার ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
- তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।
- দি আগলি এশিয়ান।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।
• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুরঙ্গ,
- উজানে মৃত্যু।

0
Updated: 1 month ago
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ইংরেজি উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
দি ফিউচার এশিয়া
B
দি মুন নাইট
C
দি নেকেড ট্রুথ
D
দি আগলি এশিয়ান
‘The Ugly Asian’ (দি আগলি এশিয়ান) — সৈয়দ ওয়ালীউল্লাহ
-
শিরোনাম: The Ugly Asian বা বাংলা অনুবাদে কদর্য এশীয়
-
প্রকৃতি: মৌলিক ইংরেজি উপন্যাস
-
প্রধান বিষয়: রাজনৈতিক উপন্যাস, মূলত তৃতীয় বিশ্বের দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক উৎকণ্ঠা প্রকাশ।
-
বিশেষ লক্ষণ: যদিও গল্পটি কল্পিত এশিয়ার দেশের কথা বলে, বাস্তবে পাঠকরা এটিকে বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে সংযুক্ত করেন।
সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২–১৯৭১)
-
জন্মস্থান ও তারিখ: ১৫ আগস্ট ১৯২২, চট্টগ্রামের ষোলশহর, সৈয়দ বাড়ি
-
পিতা: সৈয়দ আহমদ উল্লাহ (সরকারি কর্মকর্তা)
-
বৈবাহিক জীবন: ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে বিবাহ; মেরি ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস লালসালু ফরাসিতে অনুবাদ করেন এবং পরে ইংরেজিতে Tree Without Roots নামে প্রকাশিত হয়
সৈয়দ ওয়ালীউল্লাহর সাহিত্যকর্ম
উপন্যাস:
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
-
কাঁদো নদী কাঁদো
-
The Ugly Asian / কদর্য এশীয়
গল্পগ্রন্থ:
-
নয়নচারা
-
দুই তীর ও অন্যান্য গল্প
নাটক:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
উল্লেখযোগ্য মন্তব্য:
-
The Ugly Asian কেবল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নয়, বরং সমগ্র তৃতীয় বিশ্বের রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা তুলে ধরে।
-
সৈয়দ ওয়ালীউল্লাহ এখানে একজন নতুন মাত্রার শিল্পী হিসেবে প্রকাশ পেয়েছেন।

0
Updated: 1 month ago
'রাজবন্দীর রোজনামচা' স্মৃতিকথার রচয়িতা কে?
Created: 4 weeks ago
A
কাজী নজরুল ইসলাম
B
জহির রায়হান
C
শহীদুল্লাহ কায়সার
D
শেখ মুজিবুর রহমান
শহীদুল্লাহ কায়সার
-
জন্ম: ফেনী জেলার মজুপুর গ্রামে
-
প্রকৃত নাম: আবু নঈম মোহাম্মদ শহিদুল্লাহ
-
পেশা: লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবী
স্মৃতিকথা:
-
রাজবন্দীর রোজনামচা (প্রকাশিত: ১৯৬২)
উপন্যাস:
-
সারেং বৌ
-
সংশপ্তক
-
কৃষ্ণচূড়া মেঘ
-
তিমির বলয়
-
দিগন্তে ফুলের আগুন
-
সমুদ্র ও তৃষ্ণা
-
চন্দ্রভানের কন্যা
-
কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)
ভ্রমণবৃত্তান্ত:
-
পেশোয়ার থেকে তাসখন্দ
উল্লেখ্য:
-
রাজবন্দীর জবানবন্দী – কাজী নজরুল ইসলাম
-
শয়তানের জবানবন্দি – আরজ আলী মাতুব্বর
-
কারাগারের রোজনামোচা – শেখ মুজিবর রহমান

0
Updated: 4 weeks ago